৪-১ ব্যবধানে হারলো ব্রাজিল!

in আমার বাংলা ব্লগ7 days ago

26-03-2025

১২ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো রমাদান প্রায় শেষের দিকে। ইতোমধ্যে মার্কেট করা নিয়ে ব্যস্ত সবাই। আর সেই ব্যস্ততার মাঝেই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। তো আজ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ ছিল। আর এ ম্যাচকে ঘিরে সারা ওয়ার্ল্ডে বলতে গেলে টানটান উত্তেজনা বিরাজ করে। আমি ব্রাজিলের একজন ফ্যান। তবে ফুটবল খেলাটা বেশ উপভোগ করি। বাংলাদেশে আর্জেন্টিনার যেমন অনেক ডাই হার্ট ফ্যান রয়েছে তেমনি ব্রাজিলেরও রয়েছে। তবে সাম্প্রতিক পারফরর্মেন্স বিবেচনায় আমি আর্জেন্টিকেই এগিয়ে রাখবো। আর্জেন্টিনার টিমে মেসি না থাকলেও দলটা বেশ আত্মবিশ্বাসী ছিল। এদিকে খেলার আগেই ব্রাজিলের রাফিনহা বলে দিয়েছিল তারা আর্জেন্টিনাকে হারাবে!! তবে দেখার বিষয় ছিল মাঠে কেমন পারফরর্মেন্স করছে।
Screenshot_2025-03-26-06-05-52-73_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2025-03-26-06-14-39-11_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

screenshot from SSC-1 TV

ফুটবল বলেন ক্রিকেট বলেন সবটাই ডিপেন্ড করে টিম পারফরর্মেন্স এর উপর। টিম পারফরর্মেন্স ভালো হলে কোনো খেলা প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে সহজ হয়। ব্রাজিলের স্ট্রাইকারের অভাব নেই।তবে মিডফিল্ডার এর বড্ড অভাব। সেটা গত কয়েকবছর ধরে দেখে আসছি। এই মিডফিল্ডারের করুণ দশার কারণে অনেক ম্যাচ হাতছাড়া হয়েছে ব্রাজিলের। ফুটবল খেলায় একজন মিডফিল্ডার এর ভূমিকা অনেকটাই বেশি। সেদিক থেকে আমি ব্রাজিলকে পিছিয়ে রেখেছিলাম। ঐদিকে আর্জেন্টিনার টিমে পেরেডেজ, ওটামেন্ডি, ডি পলের মতো মিডফিল্ডার রয়েছে। যারা সবাই বিশ্বকাপজয়ী তারকা প্লেয়ারা। তবে আশা করেছিলাম ম্যাচটা উপভোগ্য হবে। তো বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

Screenshot_2025-03-26-06-17-59-70_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

screenshot from SSC-1 TV

ম্যাচের শুরুর দিকে বল আর্জেন্টিনার খেলোয়ারদের পায়েই ছিল। তবে ম্যাচের যখন ০৪ মিনিট চলে তখন আলভারেজ গোল করে বসে! কিছু বুঝে উঠার আগেই এক গোল খেয়ে বসে ব্রাজিল! শুরুর দিকেই বুঝতে পারছিলাম ব্রাজিল আজকে আবারো হারবে। গত তিনবছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে তাদের কোনো জয় নেই! তো এক গোল খাওয়ার পর ব্রাজিলের যেন হুশ ফিরলো না। ম্যাচের ১২ মিনিটের মাথায় আবারো ব্রাজিলের জালে বল! ফার্নান্দেজ এর গোলে আর্জেন্টিনা ২-০ তে এগিয়ে পরে। তারপর ব্রাজিল কিছুটা এটাকিং মোডে খেলার চেষ্টা করে। কিন্তু ঐ যে বললাম মিড থেকে বল বানিয়ে দিতে না পারলে স্ট্রাইকাররা কখনো গোল দিতে পারবে না! গোল খাওয়ার পরে ব্রাজিল এটাকিং মোডেই খেলতে থাকে। তবে ম্যাচের যখন ২৬ মিনিট তখন প্লেয়ারকে বোকা বানিয়ে ব্রাজিলের মিডফিল্ডার কোনহা গোল করে। ২-১ ব্যবধানে খেলা তখন চলতে থাকে। আমি ভাবছিলাম হয়তো ব্রাজিল এটলিস্ট সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করবে।

Screenshot_2025-03-26-07-17-53-57_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

Screenshot_2025-03-26-07-29-13-34_f6b58eadec9d80e2faf6597f063f51fd.jpg

screenshot from SSC-1 TV

কিন্তু খেলা দেখে হতাশ হচ্ছিলাম। ব্রাজিলের প্লেয়ারদের পায়ে বলই যেন রাখতে পারছিল না। আর আর্জেন্টিনা তো একের পর এক এটাক করতে থাকে। বলতে গেলে কাউন্টার এটাক মোডে খেলতে থাকে। আর সেটা কাজে লাগাই ম্যাচের ৩৭ মিনিটে ম্যাক এলিস্টার দারুণ এক গোল করে। এরই মাধ্যমে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ ব্যবধানেই। তো দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ঘুরে দাড়ানোটা অনেক কঠিন হবে। কারণ তখন আর্জেন্টিনা অন্য প্লেন নিয়ে মাঠে নামবে। খেলা দেখে বুঝা যাচ্ছিল ব্রাজিলের কামব্যাক করা সম্ভব হবে না। সেকেন্ড হাফে এনড্রিককে মাঠে নামায় ব্রাজিল। কিন্তু কথা হলো মিড থেকে বল বানিয়ে দিতে না পারলে গোল করা পসিবল না। দ্বিতীয়ার্ধে খেলা দেখে মনে হচ্ছিল ব্রাজিলের কামব্যক করা পসিবল হবে না। তখন আরও বাজে খেলতেছিল বলতে গেলে। ৭১ মিনিটের মাথায় সিমোইনি গোল করে। আলমানডাকে তুলে সিমোইনিকে নামানো হয়। আর নেমেই গোল করে বসে। এরই মাধ্যমে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্লেয়ার নামসময়স্কোর
আলভারেজ (আর্জেন্টিনা স্ট্রাইকার)০৪ মিনিট১-০
ফার্নান্দেজ ( আর্জেন্টিনা স্ট্রাইকার)১২ মিনিট২-০
কুনহা ( ব্রাজিলিয়ান মিডফিল্ডার)২৬ মিনিট২-১
ম্যাক এলিস্টার ( আর্জেন্টিনা মিডফিল্ডার)৩৭ মিনিট৩-১
সিমোইনি (আর্জেন্টিনা স্ট্রাইকার)৭১ মিনিট৪-১

10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago