এলোমেলো জীবনের পাতা- অহংকার
16-02-2025
০৪ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
প্রাচীন একটি প্রবাদ আছে " অহংকার পতনের মূল। " এটা সেই ছোট্র ক্লাস থেকে পড়ে আসছি। এখন অহংকার করলে কেনই বা তার পতন হবে? প্রথম কথা হলো অহংকার মানুষের মনে একটা নেতিবাচক মানসিকতা গড়ে তোলে। যেটা তাকে অন্যদেরকে ছোট করে দেখার মনোভাব তৈরি করে। এতে হয় কি আপনি নিজেকেই সবসময় বড় মনে করলেন কিন্তু অন্যকে বড় মনে করলেন না। অথচ হতে পারে সে ব্যক্তিটি আপনার থেকেও অনেক বেশি জ্ঞানী। কিন্তু আপনার স্বল্প জ্ঞানেও আপনি নিজেকে বড় মনে করছেন।
আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তিও আছে যারা অহংকারী স্বভাবের। যারা সবসময় নিজের সবকিছুকেই বড় মনে করে। নিজের ক্ষমতা, টাকার গরম দেখায়। আর এ ক্ষমতা যে বেশিদিন টিকবে না সেটার খেয়াল কিন্তু নেই। আপনি আজকে দশ তলা বিল্ডিং এর মালিক হলেন। ঠিক পরেরদিন আপনি যে পথের ফকির হবেন না তার গ্যারান্টি কিন্তু নেই। অহংকারী ব্যক্তিরা সবসময় সবকিছুর উর্ধ্বে থাকতে চাই। তাদের মাঝে নিচে তাকাবার চিন্তা আসে না। তারা চাই আরও উপরে উঠতে। এই উপরে উঠার মানসিকতা তাদের মনে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। সে যেকোন ধরনের খারাপ কাজ করতে তারা দ্বিধা বোধ করে না।
আমি এমনও ব্যক্তি দেখেছি যারা ক্ষমতা নিয়ে অহংকার করতো। কিন্তু দিনশেষে তাদের ক্ষমতা নিয়ে অহংকারটা বেশিদিন টিকেনি। আপনি একটা জিনিস চিন্তা ফ্যাসিস্ট সরকার পতনের পর মানুষদের অবস্থা দেখেছেন। এতো দিন তাদের ক্ষমতার বলে মানুষরা জিম্মি ছিল। কিন্তু সেই ক্ষমতার অহংকার একদিন না একদিন পতন হবেই। আর হয়েছেও সেটা। এজন্য জীবনের যে পর্যায়েয় আপনি যান না কেন বিনয়ী হতে শিখুন। বরং অহংকার ত্যাগ করুন। অহংকারের শেষটা কিন্তু ভালো হয়না এটা আমরা সবাই জানি।
অহংকারী ব্যক্তিকে সমাজের সবাই কিন্তু ঘৃণা করে। সেটা হোক সামনাসামনি অথবা অগোচরে। আর মানুষের চোখে ঘৃণিত হলে আপনি জীবনের যে পর্যায়ে যান না কেন শান্তি পাবেন না। সমাজে বসবাসরত মানুষ আপনাকে সম্মান করলেই আপনি সম্মান পাবেন। তবে সেটা অহংকার ত্যাগ করার পরে। এমন অনেকেই আছে যারা সমাজের নিচু শ্রেণীর মানুষদের নিচ চোখে দেখে। তাদেরকে তোয়াক্কা তেমন করে না। অথচ সমাজের যত কাজ হয়েছে সবকিছুর পিছনে তাদেরই অবদান রয়েছে। সম্মান পেতে হলে আগে সম্মান করা শিখতে হয়। নিচ শ্রেণীর বলে তাকে যে আপনি অসম্মান করবেন ব্যাপারটা এমন নয়।
দিনশেষে আমি আপনি মানুষ। বিনয়ী হোন, মানুষকে সম্মান করতে শিখুন তবেই এ সমাজ হবে সুন্দর। এটা শুধু আমার আপনার দ্বারাই সম্ভব। অহংকার ভুলে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করি। এ দেশ ও সমাজের জন্য।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet