সহানুভূতি ও ভালোবাসার বার্তা
01-03-2025
১১ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
১ রমজান, ১৪৪৬ হিজরি
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
প্রথমেই জানাই সবাইকে রমাদান মোবারক 🕌🌙। আশা করছি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। দেখতে দেখতে আরও একটি বছর মনে হলো শেষ হয়ে গেল। মনে হচ্ছে এইতো সেদিন রমাদান মাস গেল। আবার যেন চলে আসলো। আসলে সময় যে কিভাবে চলে গেল বুঝা যাচ্ছে না। তবে রমাদান মাস আমাদের মুসলিম উম্মাহর জন্য বরকতময় একটি মাস। এ মাস আমাদের সহনশীল হতে শেখায়, ধৈর্যধারণ করতে শেখায়। সহানুভূতির এ মাসটা আমাদের উচিত যথাযথভাবে পালন করা। কারণ এ মাস আমাদের জন্য গুনাহ মাফের মাস। এ মাসে আল্লাহ তায়ালা কবরবাসীকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দেন।
এ মাসে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ইফতার করা। সেহরীর সময় খাবার খেয়ে সারাদিন রোজা রাখার পর আমাদের ইফতার করতে হয়। ইফতারের এমুহূর্তটা আসলে অন্যরকম। গত তিন চার বছর মনে হয় পরিবারের সাথে রোজার শুরুটা করতে পারছি না। খুব খারাপ লাগে এটা নিয়ে অবশ্য। জীবন ও জীবিকার তাগিদে থাকতে হয় গ্রামের বাইরে। ছোটবেলায় পরিবারের সকলের সাথে ইফতারের মোমেন্টটা দারুণ ছিল। পরিবারের সবাই মিলে ইফতার করা হতো। বাড়িতেই তৈরি করতো আম্মা পেয়াজু, আলুর চপ, ছোলা, বেগুনী! সন্ধ্যার সময়ই আমরা বসে যেতাম সবাই একসাথে। ইফতারের আগে আম্মা পাশের বাড়ির জন্য পাঠাতো আমাদেরকে ইফতার দিয়ে। কারণ হাদীসে আছে অন্যজনকে ইফতার খাওয়ানোতে প্রচুর সওয়াব রয়েছে।
এই রমজানে অনেকেই নেই যারা গত রমাজানে ছিল। আল্লাহ তায়ালা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই কেবল রমাজান মাসটা পালন করতে পারে। এ বছরে এসে মনে হচ্ছে কতোজনকে হারিয়ে ফেললাম জীবন। কতো প্রিয়জন ছিল তারা আজ নেই। জীবনের এই বাস্তবতা আমাকে আপনাকে মেনে নিতে হবে। এবারের রমাদান মাসটাও যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সেদিকটাই আমাদের খেয়াল রাখতে হবে।
রমাদান মাসে একটা বিষয় খেয়াল রাখা জরুরি। আপনি সারাদিন রোজা রাখলেন আপনার বাড়ির পাশে বা আপনার প্রতিবেশী যারা রোজা রেখেছে তাদেরকেও আপনার যদি সাধ্য থাকে ইফতার করানো। কারণ একটা বিষয় খেয়াল করেন এমন অনেক পরিবার আছে যারা রমজান মাসে রোজা রাখে ঠিকই কিন্তু ইফতার করার সামর্থ্য নেই। সমাজের বিত্তশালী যারা আছে তাদের উচিত ইফতারের ব্যবস্থা করে দেয়া। আপনি একটা বিষয় খেয়াল করেন। আপনি সারাদিন রুমে বসে রোজা রাখছেন। আর অন্য একজন মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রোজা রাখছেন।
আমাদের উচিত তাদের পাশে দাড়াঁনো। রোজাদারকে ইফতার করানোতে সওয়াব কয়েকগুণ বেশি। রহমতের এ মাসে আমরা চেষ্টা করবো বেশি বেশি দান সদকা করা। রমজানের পুরোটা সময় যেন আমরা সহনশীলতার সাথে রোজা ও নামাজ আদায় করতে পারি। আমরা চেষ্টা করবো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার। তবেই এ মাস আমাদের জন্য বরকতময় হয়ে উঠবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
রমাদান মোবারক 🕌🌙
রমজান আমাদের জন্য ধৈর্য, সংযম ও সহানুভূতির মাস। পরিবারের সাথে ইফতারের স্মৃতিগুলো সত্যিই অমূল্য। যারা ইফতারের সামর্থ্যহীন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সবাইকে রহমতের এ মাস যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন।
মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ও। এই রমজান মাস আমাদেরকে সংযম,সহানুভূতি ও ভালোবাসতে শেখায়।এই মাসোর ফজিলত অনেক। যেকোনো ভালো কাজ কে আল্লাহ রাব্বুল আলামীন সত্তর গুন সওয়াব বাড়িয়ে দিবেন।তাই এই সুযোগ কোনভাবে মিস করা যাবে না।আমরা সবাই সহানুভূতিশীল ও ভালোবাসার নিদর্শন হয়ে উঠবো।