এটা এখন সবার মুখে মুখে, কিছু দিন আগেও আমার বউয়ের শরীরে এমন হয়েছিলো, বেশ যন্ত্রনাকর ছিলো সেগুলো, এলার্জির ওষধ খেয়েও কাজ হয় নাই। তারপর একজন প্রফেসর ম্যাডাম দেখালে উনি বললেন সেগুলো এক ধরনের ফাঙ্গাস, খুব সহজে নাকি যেতে চায় না। চুলকানি দিয়ে তাদের যাত্রা শুরু হয় তারপর বাড়ির সবার হয়, অনেকটা ছোঁয়াচে জাতীয়। টানা একমাস ওষধ খাওয়ার পর এখন বেশ সুস্থ।
ওষুধ খেয়ে কাজ হয়না,এটা এলার্জীর মূল সমস্যা।
হ্যা এলার্জীর সাথে আমার ফাংগাস এর সমস্যাও আছে।মারাত্মক বাজে।