You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০

in আমার বাংলা ব্লগ3 years ago

বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?

অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।

Sort:  
 3 years ago 

হাহা! এই কালি আমারও চাই। চুল পেকে যাচ্ছে।

 3 years ago 

হুম সাদা চুলগুলোতো ঢাকতে হবে নাকি, কেমন জানি বুড়া বুড়া লাগছে হা হা হা।

 3 years ago 

হ্যাঁ আমারো। কেমন বুড়ি বুড়ি লাগছে। 😆

ভালো বুদ্ধি তো। পরের বার ভোট দিতে গিয়ে কিছুটা নিয়ে আসবো।🤣🤣

 3 years ago 

কি বুদ্ধি, টাকা ও বাচলো, সাথে সাথে স্হায়ী চুলের রং হলো।

 3 years ago 

হাহাহা এবার ভোটের সময় ঠিক এই কাজ করতে হবে ৷

 3 years ago 

হি হি,দারুণ মজার ছিল ভাইয়া।

 3 years ago 

চুলে লাগানোর বুদ্ধিটা অনেক বেশি কার্যকরী হবে অবশ্যই। অসাধারণ ছিল কৌতুকটি।

 3 years ago 

ভাগ্যিস নির্বাচনের সময় হাতে সাদা রং লাগায় না। তাহলে তো সবাই মেকআপ ভেবে মুখে লাগিয়ে নিত।

 3 years ago 

হিহি...এই বার ভোট দিতে গেলে আমিও ওই কালি চেয়ে নিয়ে আসবো। সুন্দর পরামর্শ পেলাম বল্টুর কাছ থেকে।

 3 years ago 

আসলেই তো ট্রাই করে দেখা যেতে পারে, হাহাহা চমৎকার ছিল টাকা বাঁচানোর বেশ বড়সড় ধান্দা, চুলের জন্য পার্মানেন্ট রং হয়ে যাবে।