“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৫৬৩ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৩৫। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৪৬ জন।
হ্যাংআউট-১৮৬
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই সময় হওয়ার সাথে সাথে চলে আসেন, তারপর যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম জানান। এরপর হ্যাংআউট নিয়ে কথা বলেন এবং নিজের অনুভূতি শেয়ার করেন। পরিবেশ নিয়ে কথা বলেন, চারপাশের পরিবেশ এখন বেশ উষ্ণ, সবাই শারীরিকভাবে বেশ ক্লান্ত। গরমের আবহাওয়াটা একটু অন্যরকম লাগছে, যেটাকে বলে ভ্যাপসা গরম। যদিও রোজা রেখে সবাই কিছুটা ক্লান্ত, তবুও সপ্তাহ শেষে আমরা প্রতি হ্যাংআউটে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি, পুরো সপ্তাহের আপডেট শেয়ার করি। তারপর যারা DAO Reserve Fund Proposal এ ভোট দিয়েছেন তাদেরকে সেগুলো শেয়ার করার অনুরোধ করেন। এটা সকলের জন্য বাধ্যতামুলক, এরপর এই প্রোপোজাল নিয়ে কথা বলেন এবং নিজের অনুভূতি শেয়ার করেন। এ বিষয়ে শুভ ভাই বিস্তারিতভাবে বলেন এবং সবাইকে যথা নিয়মে ভোট দেয়ার আহবান জানান। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং তারপর হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৮৬তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি এই মুহুর্তে কমিউনিটিতে ২৬জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৯জন ইনএ্যাকটিভ এবং ৭জন এ্যাকটিভ আছেন। যারা কাংখিতভাবে এ্যাকটিভ থাকার চেষ্টা করছেন তাদের সাপোর্ট দেয়া হচ্ছে।
এছাড়াও যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের এ্যাকটিভিটিস খুব একটা ভালো ছিলো না, অনেকেরই পোষ্ট সংখ্যা এবং এ্যাকটিভিটিস বেশ হ্রাস পেয়েছে। ডিসকর্ড এনগেজমেন্ট এর ক্ষেত্রেও একই অবস্থা, কয়েকজন ইউজার বাদে বাকিদের এনগেজমেন্ট কমে গেছে। সুপার এ্যাকটিভ তালিকার জন্য মাত্র ৯জনের নাম জমা দিতে পেরেছি।
@tanjima কমেন্ট মনিটরিং রিপোর্টে পয়েন্টস জিরো হওয়ার কারণে সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ পাননি। ধন্যবাদ সবাইকে।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু, এবার আমার আন্ডারে ইউজারগণ অনেক বেশি ইনএকটিভ ছিলেন। তাই ওনাদের নিয়ে তেমন কোনো বক্তব্য নেই। অর্থাৎ অনেকেই পুস প্রমোশন করেননি কিংবা রেগুলার পোস্ট করেনি। তাদেরকে নিয়ে খুব একটা কিছু বলার নেই। কারণ এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কিছু ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সেটা হলো ,আমরা প্রতিনিয়ত যে কাজগুলো আপনাদের করতে দেই। সেগুলো আসলে খুব একটা কঠিন নয়। কাজগুলো করার জন্য একটু গুগল সার্চ করা যায় কিংবা ইউটিউব সার্চ করা যায়।
কিন্তু অনেকেই সেগুলো না করে কাজগুলোতে অনীহা প্রকাশ করেন এবং বেশিরভাগ সময় অনেকে কাজগুলো করেন না কিংবা করলেও ঠিকঠাকভাবে করেন না। ঠিক একইভাবে যেভাবে আমরা gate.io এর কাজ করেছিলাম। সেখানে অনেকবার বলার পরেও ঠিকই অনেকেই নিজের স্টিমিট আইডির নাম ভুল দিয়েছেন। যেটা সত্যি খুব বিরক্তিকর একটি ব্যাপার। আমাদের Dao প্রপোজালেও প্রপোজাল এ ভোট না দিয়ে অনেকে পোস্টে ভোট দিয়েছেন। এগুলো খুব বিরক্তিকর ব্যাপার।
কারণ প্রতি নিয়ত আসলে সবকিছু হাতে ধরে শেখানো সম্ভব হয় না। একটু নিজের ইচ্ছাশক্তি দিয়ে যদি আমরা চেষ্টা করেন।তাহলে অনেক ভালো হয়। তা না হলে আসলে কাজ আগানো সম্ভব নয়। কারণ সামনে ইতিমধ্যে ফ্রি ভোট গুলো বন্ধ করে দেওয়া হবে। তখন সকলের কি অবস্থা হবে ,সেটা হয়তো অনেকেই বুঝতে পারছে না । সকলকে যখন কোনো কাজ দেওয়া হয়। তখন সে যদি সে সম্পর্কে নিজেরাই আগে একটু যাচাই-বাছাই করে তবে ভালো হয়।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, স্টিমিট এ বর্তমানে ভোট সবাই পাচ্ছে কেউ কম বা কেউ বেশী। তারপর সার্কেল নিয়ে বলেন, এটা কি সেটার একটু ব্যাখ্যা করেন। কমিউনিটি কি সেটা নিয়েও কথা বলেন। এই যে দাদা আমাদের সবাইকে সাপোর্ট দিচ্ছে, সেটা কেন সাপোর্ট দিচ্ছেন? আমাদের যদি কোন কিছুর প্রয়োজন তাহলে আমার কমিউনিটিকে সেটা বলবে কিছুটা সাপোর্ট পাবো। প্রসঙ্গক্রমে আরিফ ভাই আমাদের পুশ কয়েন নিয়ে বলেন, যদিও আমরা কাংখিত সাপোর্ট পাইনি সকলের নিকট হতে। যাইহোক, আমাদের একটা লক্ষ্য ছিলো ফ্রি সাপোর্ট নিয়ে আমরা সেটাকে আরো কাস্টমাইজ করবো। ফিউচারে আপনারা হয়তো ফ্রি সাপোর্টটা আর পাবেন না।
কারন আমরা প্রতিষ্ঠাতাকে হতাশ করেছি, ফাউন্ডার নিশ্চয় সেটা নিয়ে চিন্তা করবেন সবাইকে এতো সাপোর্ট দিলাম, শুরু হতে প্রায় ৪ বছর। অনেকেই শুরু হতে আছেন, যেমন আমিও শুরু হতে আছি। তো আমি এই সাপোর্ট এর প্রতিদানে কি ফিডব্যাক দিয়েছি? এটা নিশ্চিয় কাউন্ট করতে হবে। এটাই বলার ছিলো, ফিউচারে হয়তো অনেক কিছুর পরিবর্তন আসবে স্টিমিট এ, স্টিম কিচেইন, ডিএ্যাপ, ভিবিন্ন গেমস, অনেক কিছুর উন্নয়ন হবে, দেখা যাক। ধন্যবাদ ।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, বিগত কয়েক সপ্তাহের থেকে, এ সপ্তাহে সবার টুইটার অ্যাক্টিভিটিস বেশ হ্রাস পেয়েছে, যার মূল কারণ প্রাইস ডাউন কিংবা রমজান মাস। তারপরেও আমি আশাবাদী, আগামীতে এ সমস্যা কেটে যাবে এবং সবাই আবারো কাজে ফিরবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এ সপ্তাহে ব্লগ পোস্ট প্রোমোশন হয়েছে ১৯৩ টি, সক্রিয় সদস্য সংখ্যা ছিল ৩৬ জন এবং মূল তালিকায় ছিল ১৯ জন সদস্য। তাছাড়া সবার পুস প্রমোশন ছিল যথেষ্ট। এ সপ্তাহের টুইটার অফ দ্যা উইক হয়েছেন রিয়াদ ভাই। ধন্যবাদ।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, যেহেতু বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন ইউজার নেওয়া বন্ধ রয়েছে সেই সুবাদে লেভেল তিনে ক্লাস করানোর মত কোন ইউজার ছিল না। তবে লেভেল ফোর এ এ সপ্তাহে ক্লাস নেওয়া হয়েছে এবং একজন স্টুডেন্ট লেভেল ফোর এর ক্লাস নেওয়া হয়েছিল। এ সপ্তাহেই তার লেভেল ফোর এর ভাইভাটি নিয়ে নেওয়া হবে।
এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি কমেন্ট ভালো করেছেন। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এভারেজ অ্যাক্টিভিটিজ অনেকটাই কম ছিল। এমন অনেক ইউজার রয়েছে যাদের অ্যাক্টিভিটিস একদম শূন্যের কোঠায়। আবার কিছু কিছু ইউজার সপ্তাহের বেশিরভাগ দিন ইন অ্যাক্টিভ থেকে ১-২ দিনেই খুব বেশি করে কমেন্ট করার চেষ্টা করেছেন। যার কারণে কমেন্টের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থেকে গেছে এবং কমেন্টও অনেক সংক্ষিপ্ত হয়েছে। এসব বিষয়গুলো আপনারা রিপোর্ট আসলেই ভালোভাবে অনুধাবন করতে পারবেন এবং বিষয়গুলো সমাধান করে নেবেন।
আরেকটি বিষয় না বললেই নয়, বর্তমানে কমিউনিটির এনগেজমেন্ট কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে এবং পোস্টের যে কোয়ালিটি ছিল সেটাও আস্তে আস্তে অনেকটা কমে যাচ্ছে। পোষ্টের মধ্যে লেখার পরিমান থেকে শুরু করে পোস্ট উপস্থাপনা করার যে আলাদা একটা ভালো মান ছিল সেই মানটা কেন জানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আপনাদের সকলকেই অনুরোধ করব আপনারা আপনাদের আগের যে মানসম্মত কনটেন্ট তৈরি করতেন সেইগুলো আবার ফিরিয়ে নিয়ে আসুন। এখন অনেকেই অ্যাক্টিভিটিস করছে না তাই আপনি যদি অল্প এক্টিভিটিস করেন সে ক্ষেত্রেও কিন্তু বেস্ট ব্লগার অব দ্য উইক হতে পারেন। তাই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না, ধন্যবাদ।
তারপর কথা বলেন কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার। শুরুতেই টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্ট নিয়ে কথা বলে নেবো। বিগত সপ্তাহে
@sumiya23 টানা পোস্ট করে গেলেও হঠাৎ পোস্ট থামিয়ে দেওয়ায় তাকে শেষ পর্যন্ত এই সপ্তাহে একটিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। আর যে কজন সদস্য টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে রয়েছেন তাদের পার্মানেন্ট একটিভ হয়ে যাওয়ার মত পরিস্থিতি চলে এসেছে। তারা যদি পার্মানেন্ট একটিভ ট্যাগ না পেতে চান তাহলে অবশ্যই পোস্ট শুরু করে দেবেন। যারা বর্তমানে পার্মানেন্ট ইন্যাক্টিভ লিস্ট আছেন সেরম কোনো সদস্য টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই টিকিট কেটে জানাবেন।

DAO ফান্ডের জন্য যে সমস্ত সদস্য ভোট দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কমিউনিটির যে সমস্ত মেম্বার রিটার্ন প্রপোজালে ভোট দিয়ে রেখেছেন তাদের অনুরোধ করবো তারা যেন সেই ভোটটা প্রত্যাহার করে নেন। বর্তমানে মাত্র একজন গেস্ট মেম্বার আছেন। তার লেভেল ১ এর ক্লাস দ্রুত নিয়ে নেওয়া হবে। যদি কোন পুরনো নিউ মেম্বার বা এবিবি স্কুলের কোন সদস্য ক্লাস করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এনাউন্সমেন্টের দিকে নজর রাখবেন।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুরুতেই দাদা বলেন Steemit Proposal কি? কেন? কিভাবে কাজ করে? এই ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা ভালো। একটু নলেজ থাকা ভালো। প্রথম কথা বলো DAO টা কি আসলে? এটাকে বলা হয় decentralized autonomous organization, এখন decentralized মানে কি? বিকেন্দ্রীকরণ, মানে কেন্দ্রীয় কোন কন্ট্রোল থাকে না। autonomous হলো স্বায়ত্তশাসিত মানে নিজেরাই নিজেদের governor অনেকটা ডেমোক্রেসির মতো যে জনগণই সকল ক্ষমতার উৎস। organization মানে তো জানেন প্রতিষ্ঠান । এই Steem DAO টাও ঠিক তাই। এটা decentralized মানে এর কোন সেন্ট্রালাইজেশন নেই, সেন্ট্রালাইজেশন নেই কেন? steem.dao একাউন্টের কোন প্রাইভেট কি নেই। আপনারা জানেন যে একটা একাউন্ট ক্রিয়েট করতে গেলে তার প্রাইভেট কি মাস্ট থাকতে হবে। প্রাইভেট কি, পাবলিক কি, এগুলো মাস্ট থাকা লাগে।
তা না হলে স্টিমিটে একাউন্ট খোলা যায় না। কিন্তু steem.dao এই একাউন্টের কোন প্রাইভেট কি নেই, যখন এই একাউন্টের কোন প্রাইভেট কি নেই তাহলে এই একাউন্টটা অনেকটা ট্রনের ব্ল্যাকহোল এড্রেস মতো। তাহলে ব্ল্যাকহোল এড্রেস এখানে যেহেতু কোন প্রাইভেট কি নেই, সেহেতু আমার ফান্ড মুভ করবো কিভাবে? এখানে কিছু হার্ডকোড করা, সিস্টেমে কিছু কোড লেখা আছে, যে কোডটা এক্সিকিউট করলেই আমরা টাকা তুলতে পারবো। সেই কোডে কি বলা আছে? সে কোডে বলা আছে স্টিমিট এ একটা ইকোসিস্টেম আছে। এই ইকোসিস্টেম এর নেটিভ কারেন্সি হলো স্টিম, টোকেন বা কারেন্সি। স্টিমিট এর শেয়ার হোল্ডাররা যদি চায় তাহলে ফান্ড মুভ করাতে পারে। অর্থাৎ steem.dao থেকে ফান্ড মুভ করাতে পারবে। কোডিং এ এমন লেখা আছে যে, যাদের যত ইনফ্লুয়েন্স আছে সেটা যদি একটা নির্দিষ্ট পয়েন্ট ক্রস করে তাহলেই শুধুমাত্র ফান্ড মুভ করা সম্ভব।
এই নির্দিষ্ট পয়েন্টটা কি করে নির্ধারিত করা হবে? সেটা হলো রিটার্ন প্রোপোজাল নামে একটা প্রোপোজাল ক্রিয়েট করা হয়েছে। সেই প্রোপোজাল একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পেয়েছে, যেমন এই মুহুর্তে আছে ৪৬ মিলিয়ন। মানে ৪ কোটি ৬০ লক্ষ ভোট আছে। মানে হলো ৪ কোটি ৬০ লক্ষ স্টিম পাওয়ারের সমকক্ষ ভোট পড়েছে। এই ভোটিং সিস্টেম এর মাধ্যমে যে কোন autonomous organization এগুলো নিয়ন্ত্রণ করা হয় ভোটের মাধ্যমে, যেটা আমাদের ভার্চুয়াল না হলে যদি রিয়েল টাইম হতো সেখানেও ভোটের মাধ্যমে করা হতো, যেগুলো decentralized autonomous organization আছে তাদের শেয়ার হোল্ডারদের ভোটের মাধ্যমেই সব ডিসিশন নেয়া হয়। এখানেও তাই যে যার যতো শেয়ার আছে, শেয়ার বলতে এখানে স্টিম টোকেন। তাদের মেক্সিমাম ডিসিশন যেটা নিবে সেটাতেই ফান্ড মুভ করা সম্ভব। তারা যদি হ্যা বলে তাহলে ফান্ড মুভ হবে আর তারা যদি না বলে তাহলে ফান্ড মুভ হবে না।
এখান ওখানে steem.dao তে প্রায় ৫০ লাখ ডলার আছে। এই ৫০ লাখ ডলার কোন আজেই আসছে না। অথচ এই টাকাটা কিন্তু স্টিমিট এর উন্নয়ন তথা Development করার জন্যই ব্যয় করার কথা। হাইভে তারা যথেষ্ট ব্যবহার করে ফান্ডটাকে। তাদের কিছু স্ক্যামও আছে জালিয়াতিও করে কিছু। যেমন একটা একাউন্ট থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার বের করে নেয়। কোথায় চা খেতে খেতে তার বিল পাঠায় দশ হাজার ডলার, কোথায় গিয়ে হাইভ সম্পর্কে দশজনকে বলে দশ হাজার ডলার দাবী করে। সেগুলো এগুলো হলো স্ক্যাম, মানে তার শেয়ার আছে বেশী সে এখান হতে টাকাটা তুলে খেয়ে ফেলছে। স্টিমিট এ এটা রোধ করতে প্রথম দিকে DAO কাউকে ছুঁতে দেইনি আমরা।
কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ক্রিপ্টো জগতে ব্রোটালিটি খুব বেড়ে গেছে, যার কারনে অল্ট কয়েনগুলো খুবই বিপদে আছে। স্টিমিট যেহেতু একটা অল্ট কয়েন তারও বিপদ খুব কম না। প্রাইসটা একদম তলানিতে আছে এখন। এটা ধরুন আরো দুই তিন মাস লেগে যাবে আপ হতে। আমাদের এখানে আমরা যদি হাইভ এর সাথে কমপেয়ার করি, দেখবো যে স্টিমিট এ তেমন কোন ডেভেলপমেন্ট হচ্ছে না। কিন্তু হাইভে ডেভেলপমেন্ট হচ্ছে। এখন বলতে পারেন যে হাইভে এতো প্রচুর গেম, অ্যাপ, ইউজাররা ঢুকে, এটা কিভাবে করে? আর স্টিমিট এ কেন হয় না। প্রথম কথা স্টিমিট ডট কম একটা ফালতু ওয়েভ সাইট। কোন কিছুই ঠিক নেই, একটা একাউন্ট খোলা যায় না।
বিশ্বের ভিবিন্ন অংশ হতে রেজিষ্ট্রেশন অফ করা আছে। ইউকে হতে খোলা যায় না, রাশিয়া হতে খোলা যায় না, অনেক দেশ আছে যেখান হতে একাউন্ট খোলাই যায় না। ব্যান করে রেখেছে তারা, শ্যাডো ব্যান। মানে ওটিপি আসে না মোবাইলে, সে জন্য একাউন্ট খোলতে পারে না। যে কোন একটা সিস্টেমের যে মেইন ওয়েভ সাইট মানুষতো সেখানেই ঢুকবে স্টিমিট ডট কম। হাইভে ওরা এই জিনিষটা অনেক আগেই ঠিক করে নিয়েছে। হাইভ ডট ব্লগে খুব কম ইউজার ঢুকে। সবাই পিকড ডট কমে ঢুকে। পিকড ডট কমে রেজিষ্ট্রেশনে কোন ঝামেলা নেই। স্টিমিটে একাউন্ট খোলার একটা সমস্যা ছিলো যেটা আমরা সমাধান করেছি। স্টিম আইডি ডট কম সাইট হতে অফ লাইনে একাউন্ট খুলতে পারবেন। এগুলো এখনো আমরা ইমপ্লিমেন্ট করিনি। এখন আমাদের দরকার এমন একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমন্বিত এমন একটা ওয়েবসাইট, যেখানে খুব সহজেই ইউজাররা একাউন্ট খুলতে পারে, ব্লগিং করতে পারে। এগুলো প্রাইসে ইমপ্যাক্ট পড়বে, আমার যে প্রোপোজালটা লিখেছি সেখানে আছে।
তারপর আছে DeFi, decentralized finance জাতীয় কিছু এ্যাপস লাগবে। decentralized finance এ স্ক্যাম করা যায় না। মানে এটা এমন একটা স্মার্ট কন্ট্রাক্ট থ্রুতে হয় এখানে মানুষ নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারে। তার প্রিন্সিপাল লস হওয়ার সম্ভাবনা কম। তারপর আসুন ভিবিন্ন রকম DeApp মানে decentralized applications। এগুলো স্টিমিট এ নেই এই মুহুর্তে, একটা দুইটা হয়তো আছে, তেমন একটা ফোকাসও করা হয়। তিন নাম্বার হলো নানা রকম গেমিং প্রজেক্ট। এখন টোটাল এই ইকো সিস্টেমটাকে উন্নতি করতে গেলে ফান্ড দরকার। ফ্রি ফ্রি তো আর কেউ কাজ করবে না। হাইভে ওভারকাম করেছে কিভাবে তারা? হাইভে ওভারকাম করেছে ওরা ওদের হাইভ ডাউ থেকে ফান্ড নেয়। হাইভ ডাউ এর ইনফ্লেশন রেট স্টিমিট হতে অনেক বেশী। অর্থাৎ প্রতিদিন ওখানে ফান্ডটা আরো বেশী জমা হয়। পার ডে খরচ করে প্রায় ৩৫-৪০ হাজার ডলার নেয় ডাউ থেকে।
সেখানে স্টিমিট হতে জিরো, মানে কেউ পায় না। আপনারা জানেন যে এক বছর আমরা একটা প্রোপোজালকে সমর্থন করেছিলাম, কারণ পাশ করাতে পারে না কেউ। স্টিমিট রিটার্ন প্রোপোজালে এতো বেশী ভোট, ৪ কোটি ৬০ লাখ স্টিম পাওয়ারের ভোট। অসংখ্য প্রোপোজাল ক্রিয়েট হয়েছে কিন্তু কোন টাই পাশ করতে পারেনি। কারণ খুবই টাফ, এতো পরিমান স্টিম পাওয়ার কারো কাছেই নেই ঐ রিটার্ন প্রোপোজাল ওভারকাম করবে। রিটার্ন প্রোপোজালটা হলো সেই পয়েন্ট, যে পয়েন্টটা ক্রস করতে পারলে আপনি ডাউ হতে ফান্ড নিতে পারবেন। যেটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড । তাহলে কি দরকার? ভোট দরকার। আর রির্টান প্রোপোজালটা কি জন্য বানানো হয়েছে? কোন এ্যাকটিভ প্রোপোজালে যদি ফান্ড না যায় তাহলে প্রতিদিন যে এসবিডি জেনারেট করে সেটা ব্যাক যায়, রির্টান যায়। সেটা আবার DAO তে ফেরত যায়। এটাই হলো রির্টান প্রোপোজাল।
ধরুন Steem DAO থেকে প্রতিদিন ১০ হাজার এসবিডি জেনারেট হলো, এই ১০ হাজার এসবিডি এ্যাকটিভ যদি কোন প্রোপোজাল থাকে তাদের ভিতর ডিস্ট্রিবিউট হওয়ার কথা, নিয়ম অনুযায়ী। কিন্তু সেটা হবে না যদি ঐ পয়েন্টের উপরে কোন প্রোপোজালে ভোট না থাকে, যেহেতু নেই তাই পুরোটাই আবার DAO তে ফেরত যায়। এখন আপনার কোন প্রোপোজাল পাশ করাতে হলে ঐ ৪৬ মিলিয়ন ভোটের চেয়ে একটু বেশী ভোট লাগবে। অর্থাৎ রির্টান প্রোপোজাল এর উপরে যতগুলো প্রোপোজাল এ্যাকটিভ থাকবে ততোগুলো প্রোপোজালে ফান্ডিং সম্ভব। এটাই হলো বেসিক রুলস ফান্ড মুভ করার। তার জন্য আমাদের রির্টান প্রোপোজালের উপরে রাখার জন্য যে ক্রাইটেরিয়াটা সেটা এতো বেশী টাফ যেটা সম্ভব হয় না কখনো।
কোন একক ব্যক্তি বিশেষ বা কয়েকটা গ্রুপ মিলে চেষ্টা করলেও এটা সম্ভব না এই পয়েন্টের উপরে যাওয়া। এই জন্য ২০২০ সালের পর কোন প্রোপোজাল পাশ হয়নি, একটাই প্রোপোজাল পাশ হয়েছে, যেটা আমরা পাশ করিয়ে দিয়েছিলাম। এক বছর ধরে চলেছে এখন সেটা বন্ধ হয়ে গেছে, মানে শেষ। একটু বেশী নিয়েছিলো ফান্ড ১.৫ লাখ ডলার নিয়েছিলো ঐ স্টিমিট এর ইন্টারফেসের কাজের জন্য। দেখেছেন কিছু কিছু চেঞ্জ এনেছে স্টিমিট ডট কমে কিন্তু পরের দিকের চেঞ্জটা কিছু আধা কেসরা হয়ে গেছে, পোষ্ট পিনড আনপিটড করা বেশ ঝামেলা। যাইহোক, এখন আমি একটা প্রোপোজাল ক্রিয়েট করেছি, আমার জীবনের ফাস্ট প্রোপোজাল ক্রিয়েট করলাম। আমি জানতামও না কিভাবে প্রোপোজাল ক্রিয়েট করে। পরে আমাকে উইটনেসরা সাপোর্ট করেছে।

প্রোপোজালটা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিলো যে, Steem DAO থেকে প্রতিদিন ৩০০ এসবিডি করে দশ বছরে অন্তত এক মিলিয়ন বা বাংলাদেশী টাকায় ১৫-১৬ কোটি টাকার একটা ফান্ড ওখানে জমা হবে। এই ফান্ডটার কাজই হবে শুধুমাত্র স্টিমিট ডেভেলপমেন্টের কাজে যারা নিজেদের নিয়োজিত করবে তাদের ফান্ডিং করা অর্থাৎ তাদের টাকা দেয়া। এখন আমার প্রোপোজাল আমি পাশ করিয়ে নিতে পারবো ওভার কনফিডেন্স আছে আমার কিন্তু বাকিদের প্রোপোজাল যে পাশ হবে এই রকম কোন নিশ্চয়তা নেই, না পাওয়ার সম্ভাবনাই ৯০%। তাহলে আমারটার কাজ কি? আমারটার কাজ হলো যে সকল ভালো প্রোপোজাল যেগুলো ভোটের অভাবে পাশ করাতে পারছে না, অর্থাৎ ৪৬ মিলিয়ন এর উপরে ভোট পাচ্ছে না। তাদের কাজটা যেন হয়, অর্থাৎ প্রোপোজাল পাশ না হলেও যদি আমরা মনে করি এই প্রোপোজালটা ভালো, ঐ প্রোপোজালের ফান্ডিংটা আমাদের এই DAO Reserve Fund থেকে সেই টাকাটা যাবে।
ধরুন একটা প্রজেক্ট হলো এবং কিছু সিকিউরিটি মেজারমেন্টও এ্যাড করেছি, যেমন একটা প্রজেক্ট খুব ভালো প্রজেক্ট কিন্তু Absurd একটা এমাউন্ট চাই। ধরুণ কিছু মেনু টেনু ডিজাইন করে দেবে প্রতিদিন ২০০ এসবিডি করে ৫০ হাজার ডলার চাই, এটাতো অযৌক্তিক এমাউন্ট। ৫০ হাজার ডলার কখনো লাগে না মেনু ডিজাইন করতে। ২০০-৩০০ ডলার হলেই চলে। আমরা তার প্রোপোজালটা দেখবো, যাচাই বাছাই করবো, বাজেটটা সে যা চাইবে সেটা মানবো না, আমাদের যেটা মনে হবে যে এটাই সঠিক বাজেট, এটাই ফেয়ার একদম, সেই বাজেটটাই টার্গেট করে তাকে সেভাবে ফান্ডিং করা হবে। এটাই হলো আমার DAO Reserve Fund প্রোপোজাল। এই DAO Reserve Fund প্রোপোজাল এর কাজটাই হলো স্টিমিট এর উন্নয়ন করা। এখান হতে টাকা পয়সা মেরে দিয়ে বড়লোক হওয়ার কোন ইচ্ছা নেই আমাদের।
সেই রকম কিছু করতে চাইলে অতো প্রোপোজাল করতাম না। লিখতাম ঐ হাইভের যে ডিএইচএফ এর যে পেমেন্টটা নেয় (কি যেন ছিলো নামটা) আইডিটা কি? ওর কয়েকটা দেখেছি বন্ধু-বান্ধবদের নিয়ে চা খায় ১০ হাজার ডলার বিল পাঠায়, কফি খেতে খেতে হাইভের উন্নয়ন নিয়ে ভাবে, ভাবনা চিন্তার জন্য তার বিল হলো ১০ হাজার ডলার। এগুলো হলো লুট করা। মানে DAO Fund টাকে লুট করা। আমি যেটা বানাতে চাচ্ছি, আমার তো অলরেডি প্রোপোজাল পাশ হয়ে গেছে, ১ তারিখ হতে ফান্ডিং শুরু হবে। এখানে হলো, প্রথম কথা কোন প্রোপোজাল পাশ করা হলে টপ ২০ উইটনেসদের ভিতর বা টপ ৩০ ইউটনেসদের ভিতর ৫১% সাপোর্ট থাকতে হবে। আর ফান্ড মুভ করতে চাইলে, Multisig system এপ্লাই করা হয়েছে অর্থাৎ মাল্টি সিগনেচার।
ধরুণ আমাদের দশ জনের কাছে এ্যাকিটভ কি-টা ডিস্ট্রিবিউটেড আছে অর্থাৎ থ্রেশোল্ড অনুযায়ী দশ হলে থ্রেশোল্ড থাকবে আপনার দশের ৫১% মানে অন্তত ৬। ৬ থ্রেশোল্ড থাকলে আপনার দশ জনের ভিতর যদি ৬জন কোন ট্রানজেকশন সাইন করে তাহলে কেবল DAO Reserve Fund হতে ফান্ড মুভ করা সম্ভব। কোন একক ব্যক্তি পারবে না ফান্ড মুভ করতে। তার নিজের কোন কাজেও ব্যবহার করতে পারবে না, এই ফান্ড শুধুমাত্র যাবে যে সকল এ্যাকটিভ প্রোপোজাল আছে কিন্তু পাশ করতে পারেনি প্রোপোজাল কিন্তু ভালো প্রোপোজল, এগুলোতে ফান্ডিং করার জন্য এই DAO Reserve Fund। এটাই ছিলো আমাদের প্রোপোজাল কি? কেন এবং স্টিমিটে প্রোপোজাল কিভাবে কাজ করে সেটা বললাম।
আর dao.reserve এই একাউন্টটা আমার আসলে। আমার নিজের খোলা একাউন্ট, আমার কাছে সব কি আছে। কিন্তু Multisig যোগ করা হবে, Multisig সাকসেস হয়েছে জাস্ট এপ্লাই করবো । কিন্তু এটার নিয়ন্ত্রণটা আমি রেখেছি এই জন্য যাতে ভবিষ্যতে কোন দুর্নীতি না হয়। steem.dao তে যেহেতু কোন প্রাইভেট কি নেই তাই ওটায় দুর্নীতি সম্ভব আপনি যদি ৪৬ মিলিয়নের অধীক নিজেই নিজের স্টেক করতে পারেন। অর্থাৎ ৪ কোটি ৬০ লাখ স্টিম যদি এই মুহুর্তে কেনন আপনি, কিনে পাওয়ার আপ করলে কিন্তু আপনার হাতে ক্ষমতা চলে আসবে একটা প্রোপোজাল পাশ করাতে। যাইহোক, আমাদের প্রোপোজালে ৪৬ মিলিয়নের ভোট দরকার ছিলো, ৬৬ মিলিয়ন ভোট পেয়েছি অর্থাৎ ২০ মিলিয়ন আমরা এক্সট্রা পেয়েছি।
এই সংখ্যাটা আরো বাড়বে ভবিষ্যতে ৮০ মিলিয়নের কাছাকাছি চলে যাবে। অর্থাৎ আমাদের প্রোপোজালটা লংটার্ম রান করবে। দশ বছর বলেছি দশ বছরই চলবে। এখান হতে উন্নয়নের কাজে ফান্ড ব্যয় করা হবে। আমি চাই, আপনাদের খুব বড় এমাউন্টের কারো নেই, এসপি কম ১ হাজার, ১০০-২০০ কারো হাজার দুই এমন আছে কিন্তু সাপোর্টটা চাই। অর্থাৎ ভোট কাউন্ট হবে এখানে, কার কত এসপি আছে তা দেখার কিছু নেই, কারণ প্রোপোজাল অলরেডি পাশড আর প্রোপোজাল হবে সেটা আমরা সিওর ছিলাম। কিন্তু আমাদের দরকার ভোট, আমাদের সংখ্যার আধিক্য দরকার । আমাদের দেখানোর দরকার, হ্যা স্টিমিটে আমাদের সার্পোট অনেক বেশী। যেহেতু আমাদের কমিউনিটি অনেকগুলো আছে সেখান হতে সবার ভোটটা নিশ্চিত করা দরকার।
এই জন্য যদি কেউ ভোট দিতে না পারেন তাহলে প্রশ্ন করবেন যে কিভাবে ভোট দিতে হবে। ভোটটা ফ্রি অর্থাৎ আপনার কোন খরচ নেই, আপনার সময়ও খুব বেশী ব্যয় হবে না কারণ এটা কয়েক সেকেন্ডের কাজ। steemitwallet.com এ ঢুকবেন আপনার এ্যাকটিভ কি দিয়ে লগইন করবেন। তারপর চলে যাবেন proposals এ, দেখবেন ডান পাশে একটা মেনুবার আছে ওখানে ক্লিক করলে স্টিম প্রোপোজাল দেখায়, না হলে আপনাদের লিংকটা দিবো সেই লিংটাতে ক্লিক করে ঢুকবেন। দেখবেন যে DAO Reserve Fund প্রোপোজাল আছে একটা, ওটাতে বাম পাশে টিক চিহ্নতে ক্লিক করলে ভোট পড়ে যাবে। এটাতে আপনারা ৩১ তারিখ পর্যন্ত ভোট দিতে পারবেন, তারপরও ভোট দিতে পারবেন, দশ বছর ধরে যে কোন সময় ভোট দিতে পারবেন। সবাই ৩১ মার্চের আগেই ভোটটা দিয়ে দিবেন। এরপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন,
@tasonya এবং
@bristy1। এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@haideremtiaz। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন
@riyadx2।
এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলেন, যদিও নতুন করে তেমন কিছু বলার নেই নতুন ইউজার নেয়া বন্ধ আছে। সবই আগের কথা তারপরও বলেন আমাদের দুটি কিউরেশন সার্ভিস নিয়ে বলেন, শুরুতে এবিবি কিউরেশন নিয়ে বলেন, অনেকেই বাড়তি সাপোর্ট পাচ্ছেন পুশ স্টেক করার মাধ্যমে তাই সবাইকে বেশী বেশী পুশ স্টেক করার অনুরোধ করেন। তারপর হিরোইজম নিয়ে বলেন, সবাই সেখান হতে সাপোর্ট পাচ্ছেন কিনা সেটা জানতে চান। তারপর বলেন যারা এবিবি স্কুলে আছেন তাদের ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।
তারপর পোষ্ট কোয়ালিটি নিয়ে কথা বলেন, সবাইকে কোয়ালিটি মেইনটেইন করার অনুলোধ করেন, কারন ভালো পোষ্ট হলেই সেটা এবিবি ফিচার্ড এ সুযোগ পেয়ে যাবে, আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে। তাই কোয়ালিটি ধরে রাখার অনুরোধ করেন। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন সহজেই। এরপর এবিবি ফান ফর অল নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভাবে প্রশ্ন জমা দেয়ার অনুরোধ করেন। যাদের প্রশ্ন নির্বাচিত হচ্ছে তাদেরকে ১০% বেনিফিশিয়ারী দেয়ার মাধ্যমে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে।
তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারীর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, নতুন আঙ্গিকে আবার সাজানো হয়েছে, সামনের পর্বে অতিথির জন্য নাম প্রয়োজন তাই যারা আড্ডায় আসতে চান তারা মডারেটর সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। যারা সুপার এ্যাকটিভ তালিকায় থাকছেন তাদের সোমবার হতে রবিবারের মাঝে সাপোর্ট নিশ্চিত করার চেষ্টা করা হয়।
এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর ৫টি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয় । তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে পর পর ৫টি কুইজ শেয়ার করা হয়। এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন, সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহ্বান জানান।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। আজকে মাত্র দুইজন ইউজারের নাম পাওয়া গেছে আজকের গানের আসরে। তারপর একে একে
@neelamsamanta গান এবং সবশেষে
@kausikchak123 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher





VOTE @bangla.witness as witness

OR
SET @rme as your proxy



প্রতিবারের মতো এবারও হ্যাংআউট এর রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। যেহেতু আমি এক্টিভ হতে পারিনি তাই আমার নাম উল্লেখ করা হয়েছে আর চেষ্টা করবো পরবর্তীতে এক্টিভ হওয়ার। তাছাড়া দাদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আমরা যেন প্রতি সপ্তাহে এই একটি দিনের অপেক্ষায় থাকি। ধন্যবাদ ভাইয়া হ্যাংআউট এর রিপোর্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে হ্যাংআউট মানে মোটিভেশন, পুরো সপ্তাহ জুড়ে যে যেরকম কাজ করেছে, তার একটা মোটিভেশনও বটে। আর এই মোটিভেশন থেকে পুনরায় নতুন উদ্যমে কাজ করার একটি দারুন মাধ্যম হলো বৃহস্পতিবারের হ্যাংআউট।আবার কেউ যদি হ্যাংআউট মিসও করে এ রিপোর্টটি পড়লে সে পুরো হ্যাংআউটের ধারণা পাবে।ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে হ্যাংআউট এ উপস্থিত থাকলে সব কিছু শুনতে পারিনি। তবে আপনার পোস্ট পড়ে সকল কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো।
বেশ দারুণ একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চেষ্টা করি সব সময় হ্যাংআউটে উপস্থিত থাকার জন্য।হ্যাং আউটের রিপোর্টটি পড়ে মনে হচ্ছে হ্যাংআউটেই অবস্থান করছি। হ্যাং আউট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
এ সপ্তাহের হ্যাং আউট এ উপস্থিত থাকতে পারি নি। আপনার পুরো রিপোর্ট পড়ে বুঝলাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বেশ কিছু বিষয় নিয়ে। বিশেষ করে দাদার কথাগুলো ডিটেইলস লিখে দিয়েছেন, পড়ে steem dao এবং হাইভ জালিয়াতি নিয়েও আইডিয়া পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবে ডিটেইলস রিপোর্ট তুলে ধরার জন্য ভাই।
হ্যাংআউট রিপোর্ট এ কমেন্ট করার পূর্বে সবাই নিচের লিংকটিতে গিয়ে একটা করে কমেন্ট করবেন, চেষ্টা করবেন লেখাটা পড়ে কমেন্ট করতে। ধন্যবাদ
https://steemit.com/proposal/@dao.reserve/multisig-steemit-wallet-enhancing-security-and-decentralization-in-fund-management
করেছি ভাইয়া৷ এবং ধারণাও পেলাম কিছুটা। বেশ ইনফরমেটিভ পোস্ট ছিলো।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
করেছি ভাইয়া।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
করেছি ভাইয়া।
গত সাপ্তাহের হ্যাং আউটে দাদা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। Steemit Proposal নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অনেক বিষয় অজানা ছিল, সে গুলো জানতে পারলাম। ধন্যবাদ।
এই সপ্তাহে দাদা বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তাছাড়া আরিফ ভাইও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সবমিলিয়ে সম্পূর্ণ হ্যাংআউট বেশ উপভোগ করেছি। বেশ ভালো লাগলো রিপোর্টটি দেখে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো।যদিও শুরু থেকে উপস্থিত ছিলাম তবে আপনার রিপোর্টটি পড়ে আমার কাছে আরো অনেক ভালো লাগলো।খুবই সুন্দর ভাবে পুরো হ্যাংআউট উপভোগ করছি। ধন্যবাদ আপনাকে হ্যাংআউট রিপোর্ট শেয়ার করার জন্য।