আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬০ || ABB Weekly Hangout Report-160

in আমার বাংলা ব্লগ5 months ago

Hangout Format 160.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮১৭১ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮৩। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৭জন।

হ্যাংআউট-১৬০

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের একটু পূর্বে চলে আসেন। শুরুতেই সবাই দারুণ একটা মিষ্টি গান শুনেন, তারপর শুভ ভাই বলেন, প্রতি সপ্তাহের এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি কেননা এই দিনটিতে কমিউনিটির পুরো সপ্তাহের আপডেট শেয়ার করা হয়, অনেক আপডেট তথ্য আদান প্রদান করা হয় এবং ইউজারদের বিষয়ে কাংখিত গাইডলাইন দেয়া হয়। তারপর উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং নিজের অনুভূতি শেয়ার করেন। আশা করেন সবাইকে নিয়ে পুরো সময়টা দারুণভাবে উপভোগ করবেন। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য। এরপর হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৬০তম সাপ্তাহিক হ্যাংআউটে। সবাই নিরাপদে এবং সুস্থ আছেন এই প্রত্যাশা করছি। শুরুতে গেস্ট ব্লগারদের বিষয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছেন যাদের মাঝে ১২জন ইনএ্যাকটিভ আর ১১জন এ্যাকটিভ আছেন, কোয়ালিটি অনুযায়ী ভালো পোষ্ট সমূহে সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের মাঝে ৭জনের তেমন ভালো এ্যাকটিভিটিস ছিলো না। বাকিদের মাঝে অনেকের ডিসকর্ড এনগেজমেন্ট কমেন্ট এনগেজমেন্ট খুব একটা ভালো ছিলো না। এর আগেও আমরা বলেছি, জিরো এনগেজমেন্ট থাকলে কোন সাপোর্ট দেয়া হবে না, সুতরাং এই বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করছি। বাকি যাদের সব কিছু ঠিকঠাক ছিলো তাদের সুপার এ্যাকটিভ তালিকার জন্য মনোনীত করেছি। সবশেষে একটা কথা বলতে চাই, আমার বাংলা ব্লগের প্রথম টোকেন $PUSS সবার কাছেই থাকা উচিত, যেহেতু এটা নিয়ে আমাদের বৃহৎ একটা পরিকল্পনা আছে। সুতরাং বাহিরের কেউ এসে মধু খেয়ে যাবে সেটা আমরা কখনোই চাই না, তাই আপনাদের বার বার অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, শুরুতেই এই সপ্তাহে তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন। সকলের পোষ্ট কোয়ালিটি ঠিকঠাক থাকলেও কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো। @nirob70 অনেক দিন ধরেই তেমন কোন এ্যাকটিভিটিস নেই আপনার, বিশেষ করে কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্ট নেই একদমই, পোষ্ট করেন না বিগত দুই তিন সপ্তাহ ধরে, এ্যাকটিভ হতে বলেন। @emon42 আপনার পোষ্ট কোয়ালিটি ভালো হলেও অন্যান্য কোন সাইডে তেমন এ্যাকটিভিটিস নেই। @sajjadsohan আপনারও একদম জিরো এনগেজমেন্ট, তেমন কোন এ্যাকটিভিটিস লক্ষ্য করা যায় না। @tuhin002 এবং @ripon40 দুই জনকেই কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধি করতে বলেন। @tauhida আপনার ডিসকর্ড এনগেজমেন্ট খুবই কম আছে সেটা বৃদ্ধি করতে বলেন।

Untitled-01.png

@emranhasan কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্ট জিরো আছে, সেটা ঠিক করতে বলেন। @bristy1 ম্যাডাম আপনারও কমেন্ট এনগেজমেন্ট লো আছে, সবার ভিন্ন ভিন্ন পোস্টে কমেন্ট করার পরামর্শ দেন। @maria47 কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্ট বাড়ানোর পরামর্শ দেন। @emonv সপ্তাহে একটা দুটো পোষ্ট করলে সাপোর্ট পাবেন না এখন হতে। সব জায়গায় এ্যাকটিভ হওয়ার পরামর্শ দেন এবং এনগেজমেন্ট বৃদ্ধি করতে বলেন। তারপর সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং সকল ক্ষেত্রে এনগেজমেন্ট বজায় রাখতে বলেন, যেহেতু মার্কেট এখন লো আছে। অভ্যেসটা পরিবর্তন করতে বলেন সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @bdhero, @nevlu123, @nilaymajumder আপনাদের পোস্ট সংখ্যা ঠিক থাকলেও কমেন্ট এনগেজমেন্ট একেবারেই ছিল না। তাই অবশ্যই এই দিকটাতে বিশেষ নজর দেবেন। যারা দাদার কনটেস্ট এ পার্টিসিপেট করেছেন। উনারা পোস্ট ইডিট করে #puss-contest ট্যাগ যুক্ত করুন। আর নিজেদের পোস্ট লিংকটি দাদার পোস্টের কমেন্ট এ দিয়ে দেবেন। এরপরে আমি এখন $PUSS নিয়ে কিছু কথা বলবো।প্রথমত আমাদের সকলকেই এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে একটা কয়েন এর প্রাণ বলা চলে প্রমোশনকে। কারণ ইন্টার্নাল বিষয়গুলো কিংবা ডেভেলপমেন্ট বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। কারণ এটার যথেষ্ট বেকাপ রয়েছে। আপনাদের যেটা নিয়ে অনেক বেশি কাজ করতে হবে প্রোমোশন নিয়ে এবং আসলে আমার বাংলা ব্লগের ইউজারদেরকেই করতে হবে। কারণ এটা যেহেতু আমাদের টোকেন।

আপনারা প্রমোশনের ক্ষেত্রে প্রথমে বেশ কিছু জনপ্রিয় টোকেন গুলোর টুইটার প্রোমো দেখতে পারেন এবং সেখান থেকে আইডিয়া নিয়ে আপনারা টুইটার এ আপনাদের প্রমোশনাল ক্যাম্পেইন শেয়ার করলে। সে ক্ষেত্রে অনেকটা প্রফেশনালিজম মেইনটেইন করা যাবে। আর একটি কথা যেটা আমাদের দাদা শুরু থেকেই বলে আসছে এবং আমরা সকলেই বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা কাউকে কেনার জন্য ফোর্স করছি না। এটা আমাদের জন্য ফান পারপাসে তৈরি করা হয়েছে। কিন্তু আমি মনে করি এটার প্রতি যদি আপনারা যত্নশীল হন। তাহলে অবশ্যই ভবিষ্যৎ ভালোই হবে। আসলে বুদ্ধিমান দের জন্য ইশারাই যথেষ্ট তাই বেশি কিছু বলছিনা।সবটাই আপনাদের ব্যাপার। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে অবশ্যই ডিএম এ যোগাযোগ করবেন।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই $PUSS টোকেন নিয়ে কথা বলেন। আমাদের $PUSS (@pussmemecoin) কয়েনের টুইটারে অনেকেই এ্যাড আছেন। আমাদের অনেক ইউজার টুইটারে এ্যাকটিভ কিন্তু আমাদের টুইটারে ইউজারদের অংশগ্রহণ খুবই কম, বেশীর ভাগ ফলোয়াড়ই বাহিরের এখন পর্যন্ত। যেহেতু আমাদের কমিউনিটির টোকেন এটা আর সেখানে আমাদরে কমিউনিটির ইউজাররা যদি এ্যাকটিভ না থাকেন তাহলে সাকসেস হবে না। বিশেষ করে টুইটারে আপনাদের সকলের অংশগ্রহণ চাই, প্রতিদিন একটা অথবা দুইটা করে টুইট করা হবে সেটা আপনারা লাইক এবং রিটুইট করবেন। তাহলে সেটা খুব বেশী ইমপ্রেশন হবে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবে। সকলের অংশগ্রহণে আমরা দ্রুত সফলতা পাবো। প্রতিদিন সকলের রিটুইট এবং লাইক চান। তারপর কমিউনিটি নিয়ে কথা বলেন আগের তুলনায় অনেক বেশী ভালো, এই সপ্তাহেও খুব একটা এ্যাবিউজ ছিলো না, যা দুই একটা পাওয়া যায় সেগুলো বাহিরের। সবশেষে ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন, বিশেষ করে @selina75 কে বলেন রেসিপির পোষ্টগুলোতে একটু ভালো ছবি শেয়fর করার ।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে @heroism প্রজেক্ট নিয়ে কথা বলেন। বর্তমানে স্টিমিট প্লাটফর্মে যতগুলো ডেলিগেশন সার্ভিস আছে সেখানে হিরোইজম বেস্ট, বিশগুন বেশী সাপোর্ট দিচ্ছে এবং ৮০% এর বেশী রিওয়ার্ডস দিচ্ছেন। অনেক দিন যাবত দেখছি অনেকেই হিরোইজম থেকে ডেলিগেশন তুলে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলেন আপনার বেষ্ট বাছাইয়ের ক্ষেত্রে ভুল করছেন। হিরোইজম এর ৫০ হাজার নিজস্ব পাওয়ার আছে, সেখানে সে তো কোন ভোট নিচ্ছেন না, সেটা ইউজারদের দেয়া হচ্ছে। তারপর এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন, পশ টোকেনর মাধ্যমে এর বোনাস ভোট দেয়ার পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু এটা এবিবির টোকেন সেহেতু এটার কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে। অনেকগুলো প্রজেক্ট থাকবে, এর হোয়াইট পেপার রেডি করা হচ্ছে। এর নিজস্ব বট তৈরী করা হয়েছে টেলিগ্রামে। তারপর অন্যান্য টোকেনগুলোর সাথে একটা তুলনা করেন। সুপার এ্যাকটিভ তালিকায় অনেক সাপোর্ট দেয়া হচ্ছে এখন। প্রায় সবাই ৩টা করে সাপোর্ট পাচ্ছেন । সুতরাং এটা ভালো দিক, দাম কম তাই এখন যারা লেগে থাকবেন ভবিষ্যতে তাদের ভালো চোখে দেখবো আমরা।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই পশ নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং সকল ইউজারদের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর সবার কাছে জানতে চান, এবিবি হতে প্রতিদিন যে সকল টুইট করা হয় সেগুলো সবাই রিটুইট করেন কিনা? পশ টোকেনের যে আইডি আছে টুইটারে সেটার সাথে কারা কারা সংযুক্ত আছেন? প্রচারই প্রসার, তাই সবাইকে টুইটারে লাইক এবং রিটুইট করে এ্যাকটিভ থাকার। যদিও দাদা হুট করে এই টোকেনটা তৈরী করেছেন, তবুও এটা নিয়ে দাদার একটা বৃহৎ পরিকল্পনা আছে। সবাইকে যথাযথভাবে টুইটারে এ্যাকটিভিটিস বজায় রাখার অনুরোধ করেন এবং কমেন্ট করার সময় কিছু ট্যাগ ব্যবহার করতে বলেন, সেগুলো হলো #TronMemeSeason #Meme এবং @sunpumpmeme & @trondao। এই ক্ষেত্রে সকলের সুন্দর সহযোগিতা কামনা করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমেই লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। বর্তমানে লেভেল তিনে ক্লাস করানোর মত কোন ইউজার নেই। লেবেল ২ থেকে অতিক্রম করে আসলেই পরে লেবেল তিনের ক্লাস অনুষ্ঠিত হবে। লেভেল ৩ পাশকৃত বেশ কিছু ইউজার রয়েছে। তার মধ্যে কয়েকজন ইন একটিভ রয়েছেন, যারা বন্যা কবলিত এলাকায় রয়েছে। সেই সমস্যাগুলো আমাকে জানিয়েছে।

Untitled-02.png

কমেন্ট মনিটরিং নিয়ে বেশি কিছু বলার নেই। আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি সবাই ভালো বলেছেন। তবে তানহা আপুর কমেন্টগুলো আমার কাছে দেশ সন্দেহজনক লেগেছে। তাছাড়াও আপুকে বলবো উনি কমেন্ট মনিটরিং রিপোর্টটি যেন ভালোভাবে পড়েন। পুষ কয়েন নিয়ে ইতিমধ্যে অনেক এডমিনরা কথা বলেছেন এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক তেমনি কিছু কথা বলার চেষ্টা করব। দেখুন এটা আমাদের কমিউনিটির কয়েন এবং এই কয়েনের প্রচার এবং প্রসার আমাদেরকেই করতে হবে। তাই আপনারা সব সময় রিটুইট করার চেষ্টা করবেন এবং দিনে একটি হলেও টুইট করার চেষ্টা করবেন এই কয়েন কে নিয়ে। এছাড়াও আমাদের এ ডিসকোড চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যানার এবং ফুটার রয়েছে যে গুলো ব্যবহার করে প্রমশন করবেন। ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই, এই মুহূর্তে লেভেল ফোরে দুজন মেম্বার আছেন। গত সপ্তাহে ৫ জন ছিলেন। তাদের ভেতর তিনজন দীর্ঘদিন পোস্ট না করার কারণে তাদেরকে ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠিয়ে দেয়া হয়েছে। আপনারা নিয়ম মেনে আবার এক্টিভ লিস্টে আসতে পারবেন। আর সবার প্রতি পরামর্শ থাকবে আপনারা রেগুলার পোস্ট করার চেষ্টা করবেন। কারণ পোস্ট না করলে আপনাদেরই লস।আগামীকাল বাংলাদেশ সময় রাত দশটা এবং ইন্ডিয়ান সময় সাড়ে নটায় লেভেল ফোরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লেভেল ফোরের ক্লাস করা সকলে অনুগ্রহপূর্বক সময় মতো ক্লাসে উপস্থিত থাকবেন। চেষ্টা করবেন এমন জায়গায় থাকতে যেখানকার নেটওয়ার্ক ভালো। কারণ আপনারা জানেন আমাদের এই পরীক্ষাটা ভার্চুয়ালি নেয়া হয়। যার ফলে নেটওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ।

এখন কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলি। এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তারা প্রায় সবাই কাছাকাছি সংখ্যায় কমেন্ট করেছিলেন। কমেন্টে কিছু ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব ঠিকই ছিলো। তবে দু একজনকে পেয়েছি যারা একটু চালাকি করার চেষ্টা করেছেন। তারা সপ্তাহের বেশিরভাগ দিনে একটা দুটো করে কমেন্ট করে একদিন বা দুইদিন অনেক বেশি কমেন্ট করেছেন। এ ধরনের কাজ করলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই ধরনের কাজ যারা করে তাদেরকে আমরা মার্কস কম দেই। আশা করি এরপর থেকে সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সকলকে। $PUSS নিয়ে আমার আগে সকল এডমিন মডারেটর বলেছেন। আমি আসলে এই বিষয়গুলো খুব একটা ভালো বুঝি না। যার ফলে খুব বেশি কথা বলবো না। শুধু একটা কথাই বলতে চাই। দাদা এই পর্যন্ত যে প্রজেক্টে হাত দিয়েছেন সেই প্রজেক্টটাতে তিনি সফল হয়েছেন। আশা করি এখানেও সফল হবেন। আপনারা যারা বুদ্ধিমান তারা এই কথার ভেতর থেকে অনেক কিছু বুঝতে পারবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই। নমস্কার। শুরুতে টেম্পোরারি ইনএকটিভ লিস্ট নিয়ে কথা বলে নেবো। চলতি সপ্তাহে তিনজনকে একটিভ লিস্টে পাঠানো হয়েছে, alif111, razuahmed এবং shyamsundar ভাইকে। তবে আপনাদের প্রত্যেকের কিছু কিছু জায়গায় ঘাটতি থেকে গিয়েছে। বিশেষ করে ডিসকর্ড অ্যাক্টিভিটিস এবং কমেন্ট এক্টিভিটিস। আশা করব, একটিভ লিস্টে যাওয়ায় পরে আপনারা ডিসকর্ড অ্যাক্টিভিটিস এবং কমেন্ট এক্টিভিটিসের দিকে নজর দেবেন এবং এই ঘাটতি পূরণ করে ফেলবেন।

লেভেল নিয়ে কিছু কথা বলবো।, সম্প্রতি লেভেল ২ এর ভাইবা হয়েছে। যারা ভাইভাতে পাস করেছেন তাদের বলব আপনারা তাড়াতাড়ি লিখিত পরীক্ষা দিয়ে দিন। এবং আগামী সপ্তাহে লেভেল ওয়ানের ক্লাস নেওয়া হব, যার আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দেবো। যারা নিউ মেম্বার হিসেবে আমার বাংলা ব্লগে যুক্ত হয়েছে তারা অবশ্যই ক্লাসে থাকবেন। ধন্যবাদ।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এ সপ্তাহে তেমন কিছুই বলার নেই, শুধুমাত্র কমেন্ট মনিটরিং এর ব্যাপারে একটুখানি বলছি। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের অনেকেরই এক্টিভিটিস তুলনামূলকভাবে একটু কম ছিল। অনেকেরই কমেন্টস এর সংখ্যা খুব কম ছিল। এছাড়া ছোটখাটো ভুলের পরিমাণ সকলেরই কমবেশি ছিল। আর একটি কথা না বললেই নয়, এখনও যারা $PUSS কিনেন নি, দ্রুত কিনে ফেলুন, তা না হলে কিন্তু পরে পস্তাবেন। তখন আর কোন লাভ হবেনা। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে কথা বলেন, তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হব । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, আমাদের দুটো ডেলিগেশন সার্ভিস রয়েছে। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন

Untitled-03.png

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, যথাসাধ্য সহযোগিতা করার আহবান জানান। এরপর এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট সেখানে রয়েছে, সবাইকে সেগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের একটু বাড়তি সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবাইকে কোয়ালিটি এবং ভালো পোষ্ট শেয়ার করার আহবান জানান। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন।

তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, সিয়াম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন যারা অতিথি হয়ে আসতে চান। যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন এবং সবাইকে এ বিষয়ে অবহিত করেন। এই ক্ষেত্রে এ্যাডমিন ও মডারেটরগণ যে কথা বলেছেন সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন। এরপর $PUSS নিয়ে দাদা একটা কনটেস্ট এর ঘোষণা দিয়েছেন, সেই প্রতিযোগিতা নিয়ে কথা বলেন এবং সবাইকে কাংখিতভবে অংশগ্রহণ করার আহবান জানান। এরপর $PUSS নিয়ে বানানো ব্যানারগুলো সকলের পোষ্টের ফোটারে ব্যবহার করার পরামর্শ দেন।

এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান। এরপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন $PUSS নিয়ে কথা বলেন। টোকেনটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে, এখনো অনেক কিছুেই করা হয় নাই। তেমন প্রচারণা নেই-ওয়েব সাইড নেই। তবে এটা এমন না যে পাম্প হলো ডাম্প করে বেরিয়ে গেলাম। এটা মূলত খুব বেশী দাম বাড়বেও না আবার পরেও যাবে না, যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র এটাকে ব্যবহার করা হবে। এটা ঘিরে কিছু কাজ থাকবে-আমার বাংলা ব্লগ কিংবা স্টিমিট নিয়ে কিছু কাজ। কি কি কাজ থাকবে সে সম্পর্কে একটা ধারণাও দিয়েছিলাম, কিছু কিছু টোকেন ফ্রিও পাওয়া যাবে আবার এটা ব্যবহার করে কিছু করতে হবে। আস্তে আস্তে কমিউনিটি আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি, এখন যেমন কমিউনিটি ক্লোজ আছে একটা সময় এটা ওপেন মানে উন্মুক্ত করা হবে। ওপেন করার পর তখন সাবসক্রিপশন সিস্টেম করা হবে, সাবসক্রিপশন ফি’টা তখন সবাই $PUSS টোকেন দিয়েই করতে পারবে।

এটা এতো সামান্য ফি থাকবে যে কেউ করতে পারবে, হয়তো মাসিক এক ডলারের সমপরিমান যে $PUSS সেটা দিয়ে আপনাকে মাসিক সাবসক্রিপশন করতে হবে। আবার কনটেস্ট সমূহের প্রাইজ আপনারা $PUSS এর মাধ্যমে পাবেন। হ্যাংআউটে অংশগ্রহণ করলেও সেখানে $PUSS এর মাধ্যমে প্রাইজ পাবেন। ভবিষ্যতে আমরা আরো কিছু ট্রেডিং সার্ভিস চালু করবো তখন সেখানে খুব সহজেই বাই-সেল করতে পারবেন। এখন এটা DEX এ আছে অর্থাৎ Decentralized এক্সচেঞ্জ কিন্তু CEX যেটা Centralized এক্সচেঞ্চ, সেটা হলে মার্কেটে বাই-সেল আপনি স্পট এ গিয়ে লিমিট ওর্ডারে সেল করতে পারবেন। তারপর লিমিট ওর্ডারের বিষয়টি উপস্থাপন করেন দাদা ব্যাখ্যাসহ। বাই কত তে করবো এবং সেল কত তে করতে চাই সেই সুযোগটা এখানে আছে কিন্তু DEX এ সেটা নেই এবং সেখানে বেশ কিছু ফি কাটে, সেটা হলো ১%।

আর একটা জিনিস আপনাদের জানতে হবে DEX এর ক্ষেত্রে, সেটা হলো লিকুইডিটি কি? যেহেতু ডিসেন্ট্রালাইজড একচেঞ্জ, আপনি যে বাই করবেন সে টাকা কোথা হতে আসবে, আপনি যে $PUSS কিনবেন সেই ফান্ডটা কোথা হতে আসবে, যদি এই ফান্ড না থাকে তাহলে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, সেটা হলো লিকুইডি। এই লিকুইডিটিতে $PUSS থাকবে আবার Tron ও থাকবে। এটা হলো নিয়ম। যখন খুব হাই ভলিয়ম ট্রেড করতে হয় তখন খুব হাই ভলিয়মের লিকুইডিটি থাকতে হবে। আপনি যদি এখন ১০০ Tron দিয়ে $PUSS কেনেন তাহলে প্রাইস ইমপ্যাক্টটা খুব একটা বেশী পড়বে না কারন সেটা কাভার করার লিকুইডিটি আছে। -0.03% এর মতো ইমপ্যাক্ট পড়বে কিন্তু যখন আপনি এটা বাড়িয়ে ১০০০ পর্যন্ত করবেন তখন দেখবেন -0.34% ইমপ্যাক্ট তারমানে লিকুইডিটি কম বলে বেড়ে গেছে।

যখন সেটা ১০,০০০ করবেন তখন দেখবেন যে, 3.34%, কারেন্ট যে প্রাইস টা আছে এর চেয়ে 3.34% বেশী দামে কিনতে হবে। আবার সেল করার সময় 3.34% কম দামে সেল করতে হবে। লিকুইডিটি না থাকলে সেটা বাড়ে আবার কমে। যখন আবার ১,০০,০০০ করে দিবেন তখন 25% কমে যাবে। মানে যদি কিনতে হয় তাহলে 25% বেশী দামে কিনতে হবে আর যদি বিক্রি করতে হয় তাহলে 25% কম দামে বিক্রি করতে হবে। এটাই হচ্ছে লিকুইডিটি। আর লিকুইডিটি আমরা ধীরে ধীরে বাড়াচ্ছি, এখন লিকুইডিটি ৯২,০০০ হাজার ডলার। এই লিকুইডিটি আরো বাড়বে, যখন লিকুইডিটি বাড়বে তখন বড় বড় বাই-সেল হবে। যখন লিকুইডিটি বাড়ে না তখন বড় বড় বাই-সেল করা কঠিন। সে ক্ষেত্রে মার্কেট অনেক বেশী ফ্লাকচুয়েট করবে । আমি যে দামে কিনেছি তার চেয়ে 25% বেশী দামে কিনেছি তার মানে মার্কেট প্রাইস এক লাগে 25% উপরে উঠে যাবে।

Untitled-04.png

সেটাকে বলে পাম্পিং, এটা করেই শুধুমাত্র সেই সুযোগে বাই করবে এবং তখন তারা প্রফিট করবে। এখানেও একটা হিউজ পাম্প হয়ে গেছে, যেটা আমাদের ভারতীয় টাইম ভোর সাড়ে চারটায় হয়েছিলো। ওটা দেখেছিলাম, ওখান থেকে কেউ কেউ বেশ ভালো প্রফিট করেছেন। এখন একটা মোটামুটি মার্কেটটা স্টাবল ৬ দিন ৭ ঘন্টা হয়ে গেছে। যারা যারা খেলোয়াড় ছিলো তারা মোটামুটি বেড়িয়ে গেছেন। মার্কেট এখন আর খুব বেশী আপ-ডাউন করবে না, ধীরে ধীরে বাড়বে কিন্তু আস্তে আস্তে। এই টোকেনটা এই রকম টোকেন না, বিটকয়েন বা এই রকম কিছু না, বিশাল দাম বাড়িয়ে আপনাকে কোটিপতি বানিয়ে দিলো। একটা টোকেন থাকা দরকার কমিউনিটিতে, একটা টোকেন আছে। এই টোকেন দিয়ে আমরা কিছু কাজ করবো, এই জন্য আপনাদের কাউকেই বলা হয় নাই যে, আপনারা বিশাল অংকের টাকা ঢোকান। আজকে বিনিয়োগ করলে কালকে লাখপতি হবেন।

আমি কাউকে এভাবে প্ররোচিত করবো না যেটা কনটেস্টে বলেও দিয়েছি। সেখানে আমি বলেছিলাম মিনিমাম ১০ হাজার $PUSS কিনতে সেটাতে মনে হয় ৩ডলার বা তার কম লাগবে। তারমানে আপনি ২/৩ ডলার খরচ করতে পারেন। কারন সেটা আপনার সামর্থ আছে আর সামর্থ না থাকলে করার দরকার নেই। এরপরও যদি আপনি কিনতে চান স্টিমিট এর আর্নিং দিয়ে আপনি কিনতে পারেন, সেটা আপনার ইচ্ছা সেটা আমরা বলবো না। তবে একটা অনুরোধ করবো যে খুব বেশী বিনিয়োগ করবেন না। কারন এটা আসলে নতুন এবং পরীক্ষামূলক প্রজেক্ট, দ্বিতীয়ত হলো এটা নিয়ে বিজনেস করার মানসিকতা নেই আমাদের। এখানে কয়েন তৈরী করলাম-আপনাদের সবাইকে বললাম কিনুন তারপর আমরা বেঁচে দিয়ে মার্কেট হতে বেরিয়ে গেলাম, এই রকম কোন মানসিকতা নেই। এখানে অল্প অল্প করে কিনবেন যেটা আপনার কাজে লাগবে।

এক মাসে ১০ ডলারের পুশ কিনলেন, পরের মাসে সেটা দেখলেন সেটা ১৫ ডলার হয়ে গেছে আপনি সেল করতে পারেন। চুপ করে বসে থাকলেন কখন আবার দাম পড়বে, দাম পড়লে আবার ১০ ডলারের কিনলেন। বা হোল্ডও রাখতে পারেন, আজকে ১০ ডলারের কিনে এক বছরের জন্য রেখে দিলেন। এই ধরনের কাজ করতে পারেন। ক্রিপ্টো মার্কেট নিয়ে প্রেডিকশন করা যায় না। এ প্রসঙ্গে দাদা বিটকয়েন এর অতীত রেকর্ড এর বিষয়টি উপস্থাপন করেন। তারপর দাদা Sunpump নিয়ে বলেন, এই মুহুর্তে এখানে প্রায় ৮৮ হাজার টোকেন আছে। সেখানে আমাদের $PUSS এর অবস্থান কখনো ৫৮ আবার কখনো ৬০। তার মানে এই ৮৮ হাজার টোকেনের মাঝে আমাদের $PUSS ৫৮তম। বাদ বাকি টোকেনগুলো কিন্তু শেষ, অর্থাৎ তারা শর্টটাইম বাই-সেল করে বেরিয়ে গেছেন। দাদার কাছে প্রচুর ট্রন আছে, চাইলে সেখানে দাদা প্রচুর প্রফিট করতে পারতেন। সেখানে এখন খুবই একটা বাজে অবস্থা চলছে, একটা গ্রুপ কাজ করছে সেখানে, কয়েন বের করে তারপর লাভ করে বেরিয়ে যায়।

পুশ সেই রকম কোন প্রজেক্ট না, এটা একদমই ফান এর জন্য করা হয়েছে। এটা শুধুমাত্র মজার কয়েন। এটাও মাথায় রাখবেন যে এই কয়েন নিয়ে স্ক্যাম করার সম্ভাবনা খুবই কম। আপনি আজকে দশ ডলার দিয়ে কিনলেন, রাতারাতি শূণ্য হয়ে গেলেন এমন হবে না। এটায় স্ট্রং সাপোর্ট আছে। আমরা প্রতিদিন লিকুইডিটি এ্যাড করছি, লিকুইডিটি এ্যাড করলে আপনার যাইহোক না কেন কিছু থাকবে। এখানে হিউজ পাম্পিং বা ডাম্পিং হবে না। আপনার ফান্ড জিরো হবে না, আবার আপনার ফান্ড খুব বেশী গ্রোও করবে না। সবাইকে সতর্ক করা হলো এটা কোন সিরিয়াস প্রজেক্ট না, শখের জন্য করা হয়েছে। মজার উপকরণ এখনো আনা হয় নাই, সেগুলো আস্তে আস্তে হবে। এটা কমিউনিটিতে ব্যবহার করা হবে। এরপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন @tasonya এবং @monira999 । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @kibreay001। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @mohamad786

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @bristychaki গান, @neelamsamanta গান, @aongkon গান, @bristy1 গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @kausikchak123 কবিতা আবৃত্তি, @kibreay001 কবিতা আবৃত্তি এবং সবশেষে @ah-agim কবিতা আবৃত্তি আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS.png

Sort:  
 5 months ago 

আমার বাংলা ব্লগের ১৬০ তম হ্যাংআউট রিপোর্ট টি দেখে ভীষণ ভালো লাগলো ৷ অনেক গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে পারলাম ৷ বিশেষ করে দাদা পুস টোকেন নিয়ে অনেক কথাই বলেছেন ৷ পুস টোকেন নিয়ে এই বিষয় গুলো জানতে এবং বুঝতে পেরে ভীষণ ভালো লাগছে ৷ যাই হোক , সম্পূর্ণ হ্যাংআউটি বেশ দারুণ ভাবে তুলে ধরেছেন ৷ ধন্যবাদ দাদা আপনাকে

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

সব সময়ের মতো এই সপ্তাহের হ্যাংআউট টাও খুব ভালো লেগেছিল। অনেক ভালো মুহূর্ত কাটিয়েছিলাম হ্যাংআউটে। প্রত্যেকটা এডমিন মডারেটর ভাইয়া এবং আপুদের গুরুত্বপূর্ণ কথা, আর শেষে থাকা বিনোদন পর্ব, সব মিলিয়ে ভালোই উপভোগ করি। অনেক মূল্যবান বিষয় নিয়ে ও আলোচনা হয়েছিল হ্যাংআউটে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে হ্যাংআউট রিপোর্টটি আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য।

 5 months ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আসলে বৃহস্পতিবার মানে আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের জন্য এক আনন্দঘন মুহূর্ত। দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটির $puss টোকেন সম্পর্কে বেশ দারুন আলোচনা করেছিল। সকল এডমিন মডারেটর তাদের নির্ধারিত কথাগুলো বলেছিল। সময়টা অতিবাহিত করেছিলাম বেশ ভালো লেগেছিল।

 5 months ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আমরা সবাই সারা সপ্তাহ ধরে এই একটি দিনের জন্য অপেক্ষা করি।আমি পুরো হ্যাংআউটটি খুব সুন্দর ভাবে উপভোগ করছি।যাইহোক আজকে হ্যাংআউট রিপোর্টটি পড়ে আরো বেশি ভালো লাগলো।ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

এবারের হ্যাং আউটের প্রথম দিকের কিছু কথা আমার মিসিং হয়ে গিয়েছিল।যা কিনা আজকের পোস্টের মাধ্যমে জানতে পেলাম। আপনার এই পোস্টটি যে কতটা মূল্যবান সেটা আজ বুঝলাম। বেশ দারুন করে পুরো অনুষ্ঠানটি এখানে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

গত সাপ্তাহের হ্যাং আউটে কয়নের দাম কেন উঠানামা করে সেই বিষয়টা বুঝলাম। আর পুশ টোকেনটা কেউ কিনলে সে যে একেবারে ফকির হবে না সেটাও বুঝতে পারলাম। কম বেশি লাভ হবে। সেই জন্য অল্প করে হলেও পুশ টোকেন কিনবো, ইনশাআল্লাহ।

 5 months ago 

গত বৃহস্পতিবার এর হ্যাংআউট অনুষ্ঠানে হঠাৎ করে কথা শোনার সময় ওয়াইফাই কানেকশন চলে যায়। তাই প্রথম দিকের কথাগুলো শুনতে পারি নাই। আজকে যখন বিস্তারিত জানতে পারলাম অনেক ভালো লেগেছে। এই ধরনের রিপোর্ট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ লিখিতভাবে সবগুলো জানা সম্ভব হয়।

 5 months ago 

আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬০ দেখে সেই তিন বছর আগের যখন হ্যাংআউট নম্বর ২, ৩, ৪, ছিল হঠাৎ করে ঠিক সেই সময়ের কথা বড় বেশি মনে পড়ছে। সেই শুরু থেকে আপনি আজও ধারাবাহিকতা বজায় রেখেছেন এত চমৎকার একটি প্রতিবেদনের। প্রতিশত সপ্তাহে এত চমৎকার একটি রিপোর্ট আমাদেরকে উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।

 5 months ago 

পুনরায় হ্যাংআউট রিপোর্টটি দেখতে পেরে অনেক ভালো লাগলো।
এরই মধ্যে দিয়ে ১৬০ তম পর্ব শেষ করলাম আমরা।
এদিনও হ্যাংআউটের বেশ গুরুত্বপূর্ণ কথা শুনেছি সেই সাথে বিনোদন পর্ব অসাধারণ ছিল।