“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৬৭৬ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯৭। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৭৪জন।
হ্যাংআউট-১৫০
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। সবাইকে স্বাগতম জানান যারা সময়ের সাথে সাথে আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করেছেন। তারপর সবাই কেমন আছেন সেটা জানতে চান এবং নিজের অনুভূতি শেয়ার করেন। আশা প্রকাশ করেন সবাইকে নিয়ে অনেক সুন্দর কিছু মুহুর্ত উপভোগ করতে পারবেন আজকের হ্যাংআউটের মাধ্যমে। এরপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।
এরপর কথা বলি আমি
@hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৫০তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে কিছু বলতে চাই, এই মুহুর্তে আমার আন্ডারে ২০জন গেষ্ট ব্লগার রয়েছেন, তাদের মাঝে ৪জন ইনএ্যাকটিভ, একজনের স্ট্যাটাস পেন্ডিং আছে এবং বাকি ১৫জন ইউজার এ্যাকটিভ আছেন। গত সপ্তাহেও আমি একই কথা বলেছিলাম, জেনারেল রাইটিং এর থেকে সৃজনশীলতা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা আমরা বেশী পছন্দ করি, সুতরাং হতাশা কি? টাকা কি? এসব বিষয় বাদ দিয়ে সকল গেষ্ট ব্লগারদের অনুরোধ করবো বাস্তব জীবনের কিছু শেয়ার করুন।
এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহের জন্য আমার আন্ডারে ছিলেন, তাদের অনেকের ডিসকর্ড এনগেজমেন্ট বেশ খারাপ ছিলো। tauhida, maria47 এবং bdwomen আপনাদের ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে।
@rahnumanurdisha এবং
@tauhida আপনাদের টোটাল এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে, না হলে সুপার এ্যাকটিভ তালিকায় আসতে পারবেন না। সবশেষে, ভেরিফাইড মেম্বারদের অনেকেই শর্ট পোষ্ট করছেন, এটা সত্যি অনাকাংখিত এবং অপ্রত্যাশিত। ব্যস্ত থাকলে কিংবা সময় না থাকলে পোষ্ট করা হতে বিরত থাকুন কিন্তু নিজের রেপুটেশন নষ্ট করবেন না। ধন্যবাদ।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@nusuranur আপু,
@razuan12 আর্ট পোস্টে উপকরণ এর ছবি দেওয়ার চেষ্টা করবেন। এতে পোস্টটি আরো কোয়ালিটিফুল হয়।
@mahbubul.lemon আপনার আইডি যখন আমি চেক করেছি তখন কমেন্ট স্কোর ছিলো অনেক ভালো।মানে টায়ার এ থাকার মতোন।কিন্তু কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত লিস্ট এ কমেন্ট এর সংখ্যা ছিলো অনেক কম। সে কারণে আপনাকে টায়ারে রাখতে পারিনি।তাই আমি সবসময় সবাইকে বলি যে, মাঝে মাঝে গ্যাপ দিয়ে একটিভিটিস বজায় রাখার মানে আর একেবারে জিরো একটিভিটিস একেবারে সেইম। তাই এই কাজটা করবেন না, যদি আপনারা টায়ারে থাকতে চান। এবার আমার আন্ডারের সব ইউজারদের ই একটিভিটিস খুব ই লো ছিলো। সেটা কমেন্ট এবং ডিস্কোর্ড দুইটির ই। হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্যে। আর কয়েকদিন এটা ইতিমধ্যে আমাকে জানিয়েছে ও। আশা করছি সকলের সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে।
আর এবার এবিবি স্কুল থেকে একটিভ লিস্ট এ আনা হয়েছে
@ti-taher,
@tanha001,
@sadia23,
@afrinkhanupoma। ১ম এই আপনাদের জানাই শুভেচ্ছা। অনেকটা সময় কাটিয়ে এই অবস্থানটিতে আসতে পেরেছেন।আপনারা যদি এই সপ্তাহে ভালোভাবে কাজ করেন তবে নেক্সট সপ্তাহতেই টায়ারে যেতে পারবেন। আর আপুদের কোনো ব্যাক্তিগত সমস্যা হলে নির্দ্ধিধায় আমার সাথে যোগাযোগ করবেন, ধন্যবাদ।
এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, আসলে গত সপ্তাহে অ্যাবিউজ এর অবস্থা মোটামুটি স্বাভাবিক ছিলো কিন্তু আমাদের কিছু ভেরিফাইড মেম্বারদের কিছু পোষ্ট নিয়ে হাতাশা প্রকাশ করছি। একজন ইউজারের নাম বলেন তিনি হলেন
@asadul-islam, তার সমস্যাগুলো তুলে ধরেন এবং কাংখিত পরামর্শ দেন। সুপার এ্রাাকটিভ তালিকায় থাকার পরও সাইফক্সের সাপোর্ট তার জন্য নিশ্চিত করতে পারেন নি। তারপর বলেন, কষ্ট করে সুপার এ্যাকটিভ তালিকায় আসার পরও যদি পোষ্ট কোয়ালিটি খারাপ হয় তাহলে সাইফক্স হতে সাপোর্ট দেয়া যায় না। কোয়ালিটিলেস পোষ্টের ক্ষেত্রে সাইফক্সের ভোট ভেল্যু যায় না। ভিডিওগ্রাফি পোষ্ট এর নামে শুধুমাত্র পোষ্ট সংখ্যা বৃদ্ধি না করে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করতে অনুরোধ করেন, হয়তো ভবিষ্যতে ভিডিওগ্রাফি ডিএ্যাপ চলে আসতে পারে, যেহেতু স্টিমিট এর ফিউচার অনেক ভালো তখন সেখানে ভালো সুযোগ পেয়ে যাবেন।
তারপর সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভিডি রিপোর্ট চ্যানেলে ইতিপূর্বে পোষ্ট লিংক সাবমিট করতে বলা হয়েছিলো সেটা করতে নিষেধ করেন। কারন ইতিমধ্যে দেখা গিয়েছে পোষ্ট পে-আউটের লাষ্ট মুর্হুতে ডাউনভোট দেয়া হচ্ছে, যার কারনে সেই পোষ্টে সাপোর্ট নিশ্চিত করার সুযোগ থাকছে না। তাই এখন হতে দাদা নিজেই এটা চেক করবো এবং ডিবি পাওয়ার পরের দিন সেটার রিপোর্ট প্রকাশ করবেন সেই চ্যানেলে, পুরো বিষয়টি দাদা নিজে করবেন এবং সেটার রিকভারি সাপোর্ট নিশ্চিত করবেন। আপনারা চ্যানেলটি চেক করলেই পুরো বিষয়টি বুঝতে পারবেন। পাউওয়ার আপ প্রতিযোগতার ফলাফল প্রকাশ করা হয়েছে, কারো কোন সমস্যা থাকলে তাকে জানাতে বলেন।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুরুতেই সুমন ভাইকে ধন্যবাদ জানান ডাউনভোটের বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এরপর শুভ ভাই পুনরায় বিষয়টিকে উপস্থাপন করেন এবং সবার কাছে জানতে চান এ বিষয়ে কারো কোন প্রশ্ন আছে কিনা এবং বুঝার ক্ষেত্রে কোন সমস্যা আছে কিনা। এরপর টুইটার নিয়ে কথা বলেন, প্রতিনিয়ত সবাই এ্যাকটিভ থাকছেন, এই সপ্তাহে কাংখিত এ্যাকটিভ ইউজারের সংখ্যা প্রায় ৫০ এর কাছাকাছি চলে আসছে । সর্বদা অনেক অনেক ইউজার এ্যাকটিভ থাকছেন এবং ভালোভাবে কাজ করছেন। তারপর রিপোর্ট নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।
তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতে ডাউনভোট নিয়ে কথা বলেন এবং শুভ ভাইয়ের সাথে সহমত পোষণ করেন। আমাদের বর্তমানে বিশেষ করে স্টিমিট এর যে বটগুলো ডেভেলপমেন্ট করছি, আমরা চাচ্ছি সেগুলো আরো ভালো লেভেল এর হয়। যেহেতু আমরা ইউটনেস চালু করেছি সেহেতু আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। স্টিমিট ডট ব্লগ নিয়ে কথা বলেন, খুব দ্রুত সেটা নিয়ে আসার আশা প্রকাশ করেন। যদি সেটা চালু হয়ে যায় তাহলে বর্তমান সমস্যাগুলো আর থাকবে না, যেমন পোষ্ট খুজে পাওয়া যাচ্ছে না, ভোট দেখা যাচ্ছে না। আমাদের নিজস্ব সাইট থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না। সুপার এ্যাকটিভ তালিকায় সংখ্যা কিছুটা কমে গেছে, তাই দুটো সাপোর্ট দেয়ার চেষ্টা করছি। এবিবি ফিচার্ডে যারা নির্বাচিত হচ্ছেন তাদেরগুলো একটু কনসিডারে রাখা হচ্ছে।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর
@alsarzilsiam ভাই বলেন, প্রথমে লেভেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই, বর্তমানে লেভেল তিনের পাশকৃত একজন মেম্বার রয়েছে। তার পরিক্ষা চলছে বিধায় তিনি এক্টিভিটিস ধরে রাখতে পারছেন না, এই বিষয়টি তিনি আগে জানিয়েছিল। এ সপ্তাহে ক্লাস করানোর মতো দুইজন রয়েছেন। এনাউন্সমেন্ট এর মাধ্যমে ক্লাসের সময় এবং তারিখটি জানিয়ে দেওয়া হবে। এছাড়াও সবার উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি কোন ধরনের সমস্যা থাকে অবশ্যই আপনারা ক্লাসে যুক্ত হয়ে সে সব ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করবেন।
যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি তাই কমেন্ট মনিটরিং বিষয়ে কিছু কথা বলতে চাই। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন, মোটামুটি ভালো করেছেন। তবে বেশ কিছু বানানের ত্রুটি দেখতে পেয়েছি। যেগুলো অপ্রত্যাশিত এবং একটু রিভাইস দিলেই সে বানানগুলো ঠিক হয়ে যায়। ছোট ছোট বানানের কারণে সম্পূর্ণ একটি বাক্যের মানেটাই পরিবর্তন হয়ে যায়, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন।
এরপর কমিউনিটির মডারেটর
@rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে পাঁচজন মেম্বার আছেন। তাদের ভেতর দুজন ছুটিতে আছেন। বাদবাকি যারা আছেন তারা যেহেতু নতুন তাই তাদের অ্যাক্টিভিটি নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। কয়েকদিন গেলে তখন তাদের অ্যাক্টিভিটিস বোঝা যাবে। তবে নতুন যারা এসেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যেহেতু লেভেল থ্রী পাস করে এসেছেন আপনাদের পোস্ট দেখে যেন সেটা বোঝা যায় যে আপনারা লেভেল থ্রি পাস করেছেন। কারণ লেভেল থ্রিতে চমৎকার করে সবকিছু শেখানো হয়। যদি লেভেল থ্রি পাস করে আসার পরেও আপনাদের পোস্টে যথাযথ মার্কডাউন এর ব্যবহার না থাকে তাহলে ব্যাপারটা দৃষ্টিকটু দেখায়। আরো একটা ব্যাপার আপনারা চেষ্টা করবেন আপনাদের পোস্ট সাবমিট করার আগে একবার চোখ বুলিয়ে নিতে। ধরুন একটা পোস্ট পড়তে গেলাম শুরুতেই যদি দেখি বানান ভুল তখন বিষয়টা খুবই খারাপ লাগে। আশা করি এখন থেকে এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন।
আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের সবার কমেন্ট অ্যাক্টিভিটিস আমার কাছে মোটামুটি ভালোই মনে হচ্ছে। অনেককেই দেখেছি তারা কোয়ান্টিটির পেছনে না ছুটে ভালো কোয়ালিটির কমেন্ট করার দিকে মনোযোগী হয়েছেন। এই ব্যাপারটা খুবই ভালো একটা লক্ষণ। কিছু মেম্বার তাদের ব্যক্তিগত সমস্যার কারণে কমেন্ট করেছেন। বাদবাকি সব ঠিক আছে।
এরপর কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার! এই সপ্তাহে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টের কোনো সদস্যকেই এক্টিভ লিস্টে পাঠানো যায়নি। কারণ যারা বর্তমানে টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে আছেন তাদের কারোরই অ্যাক্টিভিটিস ঠিক নেই। এমনকি অনেকে পোস্ট করছেন না। আশা করছি আপনারা এক্টিভিটিস করবেন যেসব সদস্য সদ্য লেভেল ২ পাস করেছেন তাদের পোস্টের মান যথেষ্ট ভালো। আশা করছি আপনারা এই মান ধরে রাখবেন যেসব সদস্যরা লেভেল ১ এর ক্লাস করলেন তাদের প্রশ্ন পত্র দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আগামী রবিবারের মধ্যে লিখিত পরীক্ষা দিয়ে দেবেন।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তাদের মধ্য থেকে দু-একজন ছাড়া বাকি সকলেরই দেখলাম বানানের খুব বেশি ভুল ছিল। এছাড়া ভয়েস টাইপিং এর ফলেও অনেক বানান ভুল ছিল। বারবার বলা হচ্ছে কমেন্টস করে একবার চেক করে দেখবেন কিন্তু তারপরও এই ভুলগুলো থেকেই যাচ্ছে। আরেকটি ব্যাপারে বলতে চাচ্ছি অনেকেই দেখছি ডাই এবং অরিগ্যামি এই দুটি পোস্ট মিলিয়ে ফেলছেন। ডাই এবং অরিগ্যামি দুটোই একেবারে ভিন্ন। অনেকেই দেখছি ক্লেল দিয়ে তৈরি কোন একটি জিনিস অরিগ্যামি বলে চালিয়ে দিচ্ছেন। হয়তো কেউ কেউ না বুঝেই এই ভুলটি করে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেমে পড়বেন যারা বেস্ট ব্লগারের নমিনেশনে রয়েছেন। কারণ এক্ষেত্রে তাদের পোষ্ট ভেরিয়েশনের অনেক পার্থক্য হবে। এ ব্যাপারটি খেয়াল রাখবেন, এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।
এরপর শুভ ভাই ফিরে আসেন, শুরুতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেন বিশেষ করে গেষ্ট ব্লগারদের, আমার বাংলা ব্লগ সাবস্ক্রাইব করতে হবে, উইটনেস ভোট দিতে হবে, এরপর সকলের উদ্দেশ্যে বলেন আরএমই দাদাকে প্রক্সি সেট করতে হবে। তারপর কারা কারা প্রক্সি ভোট সেট করেছেন সেটা জানতে চান । তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন । তার সাথে সাথে সবাইকে কমেন্ট করার পাশাপাশি আপভোট দেয়ার অনুরোধ করেন, নতুনদের সঠিক পরামর্শ দিয়ে উৎসাহ দিতে বলেন। এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।
তারপর নতুন যারা ভেরিফাইড মেম্বার হওয়ার সুযোগ পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানান শুভ ভাই। এরপর এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট সেখানে রয়েছে, সবাইকে সেগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের একটু বাড়তি সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবাইকে কোয়ালিটি এবং ভালো পোষ্ট শেয়ার করার আহবান জানান। তারপর কথা বলেন এবিবি ফান নিয়ে, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন, সবাইকে লেগে থাকার অনুরোধ করেন। এর আরো একটা সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন। তারপর এবিবি ফানে প্রশ্ন দেয়ার বিষয়টি উপস্থাপন করেন, যাদের প্রশ্ন নির্বাচিত হচ্ছে তাদের বেনিফিশিয়ারীর মাধ্যমে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে।
তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, যেহেতু গত সপ্তাহে আমাদের মাসিক মিটিং ছিলো যার কারনে রবিবারের আড্ডা শো অনুষ্ঠিত হয়নি, তারপর বলেন যারা রবিবারের আড্ডায় অতিথি হয়ে আসতে চান তারা অবশ্যই আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ রাখবেন। তারপর আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষ পূর্তি নিয়ে কথা বলেন, সবার কাছে জানতে চান তৃতীয় বর্ষপূর্তি কত তারিখে। আশা প্রকাশ করেন বেশ সুন্দর আয়োজন করা হবে এবার। তারপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, দাদা কর্তৃক লোগো প্রতিযোগিতা চলছে, সেটা নিয়ে কথা বলেন এবং সবাইকে অংশগ্রহণ করার উৎসাহ দেন। তারপর সাইফক্স এবং সুপার এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, সবাইকে পোষ্টের কোয়ালিটি ধরে রাখার অনুরোধ করেন।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা, শুরুতেই দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন,
@ronggin,
@mohinahmed এবং @@
@monira999। এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@ashik333। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন
@narocky71। তারপর দাদা এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, যে যা পারবেন ততোটুকু এবিবি চ্যারিটি দেয়ার আহবান জানান, কমপক্ষে প্রতি সপ্তাহে এক স্টিম দেয়ার অনুরোধ করেন, তাহলে ক্যাম্পিং এর সময় বাড়তি স্টিম দেয়ার প্রয়োজন হয় না। একজন ইউজার মাসে চার স্টিম দিলে, একশজন ইউজারে চারশো স্টিম হয়ে যায়। তাই সবাইকে অনুরোধ করেন প্রতি সপ্তাহে এক স্টিম হলেও চ্যারিটি দেয়ার জন্য।
তারপর দাদা bulliobstackers ও ডাউনভোট নিয়ে কথা বলেন, যদিও এটা নিয়ে আপনারা অনেকেই ওয়াকিফহাল ছিলেন না। এই ডাউনভোট কিন্তু স্টিমিট এর একটা ফিচার্স, অর্থাৎ আপভোট যেমন থাকে ডাউনভোটও তেমন একটা ফিচার। ডাউনভোট একটা দরকারী ফিচার্স, কারন ডাউনভোট না থাকলে যারা স্ক্যামার, যারা কপিরাইট ইনফ্লিঞ্জার, যারা স্প্যামার, যারা অ্যাবিউজার, এদের পোষ্টের পে-আউট জিরো করা যায় না যদি এটা না থাকতো। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার্স, তা না হলে এদের ঠেকিয়ে রাখা যেতো না। সবাই এসে গাদা গাদা পোষ্ট করতো, সবাই এসে ফার্মিং করতো, যেটা আসলেই খুবই কষ্টকর হয়ে যেতো। ডাউনভোট আছে বিদায় যারা এমনটা করছে তাদের ডাউনভোট দিয়ে রিওয়ার্ডসটা জিরো করে দিতে পারি। রিওয়ার্ডস জিরো করাটা হলো যে টাকাটা তার পাওয়ার কথা ছিলো সেটা আবার রিওয়ার্ডস পুলে ফেরত চলে যাবে। সে ক্ষেত্রে অ্যাবিউজারদের ফান্ডিংটা বন্ধ হয়ে যাবে।
তারপর বলেন এই ফিচারটা যদি অসৎ উপায়ে কেউ ব্যবহার করেন, সেটাও একটা খুবই মাথা ব্যথার কারন। এখন যদি কেউ অসৎ হয় বা বদমাশ টাইপের হয় সেক্ষেত্রে সে ইচ্ছে করেই করছে, যেমন এই bulliobstackers, এ বহুত বড় একটা বদমাশ। এর কেস হিস্ট্রিটা হলো, অনেক আগে স্টিমিট টিমের সাথে কন্ট্রাক করে অ্যাবিউজ নিয়ন্ত্রনের একটা সিস্টেম চালাতো, আমরা যেমন অ্যাবিউজ ওয়াচার চালাচ্ছি এখন। সেখানে সে নিজেই নিজের আইডি খোলে, নিজেই অ্যাবিউজ করে নিজেই আবার ধরতো ডিটেক্টিভ আইডি দিয়ে। তারপর সেই কাজ শো করে স্টিমিট টিম হতে রিওয়ার্ডস নিতো। তাহলে এ কোন টাইপের বদমাশ আপনারা চিন্তা করে দেখুন। শুধুমাত্র রিওয়ার্ডস নেয়ার জন্য এর ১৬০/১৬৫ টি অ্যাবিউজার আইডি ছিলো। আর ১৫/২০টি আইডি ছিলো ডিটেক্টিভ। সবগুলো আইডিই ছিলো তার নিজের। নিজেই অ্যাবিউজ করে নিজেই নিজেকে ধরতো কাজ দেখানোর জন্য।
তারপর এক সময় এটা ফাঁস হয়ে যায়। তখন স্টিমিট টিম তার থেকে ডেলিগেশন কেড়ে নেয় এবং তাকে রিওয়ার্ডস দেয়া বন্ধ করে। তখন হতে সে অ্যাবিউজ কথাটা শুনতে পারে না, অ্যাবিউজ শব্দটা শুনলেই নাকি তার মাথায় রক্ত উঠে যায়। তখন হতেই সে সবাইকে ডাউনভোট দিয়ে বেড়ায়। এতোদিন পর্যন্ত আমাদের কাউকে ডাউনভোট দেয় নি, এখন দেয়া শুরু করেছে কারন তার যতগুলো আইডি আছে সবগুলো আইডি ব্লকলিষ্টেড অ্যাবিউজ ওয়াচারে। সেক্ষেত্রে তার রিওয়ার্ডস দশ ভাগের এক ভাগে নেমে এসেছে। এখন এই মুহুর্তে তার নিজের কোন পোষ্টে ভোট নিতে পারছে না, সে শুধুমাত্র অন্যদের ভোট দিয়ে সেখান হতে কিউরেশন রিওয়ার্ডস নিতে পারছে। সেটা আবার আমরা বন্ধ করতে গেলে একজন নিরপরাধ লোকের যাবতীয় রিওয়ার্ডস জিরো করে দিতে হয়, সেটাতো সম্ভব না। এখন তার ইনকামটা দশ ভাগের এক ভাগে নামিয়ে দেয়া হয়েছে। আর এই রাগে সে ডাউনভোট দেয়, তার ডাউনভোটের ভেল্যু ৫০ সেন্ট হতে ৭০ সেন্ট এর ভিতর।
সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, যারা যারা ডাউনভোট পাবে তাদের আর রিপোর্ট করা লাগবে না। আর সেই চ্যানেলের নামও চেঞ্জ করে দিয়েছি। আমিও রিপোর্ট করবো, প্রতিদিন আগের দিনের ডাউনভোগগুলো এনালাইসিস করে কার কত লস হয়েছে, তার যে কোন একটা রিসেন্ট পোষ্টে, একদিন বা কয়েক দিন পুরনো পোষ্টে সেই এমাউন্টের সমান বা তার থেকে একটু বেশী পরিমানে বেশী রিওয়ার্ডস এর ভোট দেয়া হবে। যেমন আজকে ২২ সেন্ট এর রিকভারী পোষ্ট ছিলো সেখানে ৬০ সেন্ট এর ভোট দেয়া হয়েছে। সে ক্ষেত্রে তার লসটা পুশিয়ে যাবে। তাতে কি হবে? ও ভবিষ্যতে যত খুশি দিতে থাকবে তাতে আমাদের কোন দায় থাকবে না। বরং ওর যা ক্ষতি আমরা সেটা করে দিয়েছি। ওর এখন দেখলাম উইকলি ইনকাম হচ্ছে পাঁচ ডলার। আগে উইকলি ইনকাম ছিলো ৭০-৮০ ডলার। মোটামুটি টাইট ভালোই দেয়া হয়েছে।
এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে তিনটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন।
তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসর নিয়ে আজ শুভ ভাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন যেহেতু আজ অংশগ্রহণকারীর সংখ্যা একটু বেশী। তারপর একে একে
@mahbubul.lemon গান,
@afrinkhanupoma গান,
@bristy1 গান,
@aongkon লালনগীতি,
@neelamsamanta মুক্ত গদ্য,
@tithyrani কবিতা আবৃত্তি,
@saymaakter কবিতা আবৃত্তি, তার শুভ ভাই কবিতা আবৃত্তি করেন এবং সবশেষে
@selinasathi1 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।
তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ইতিমধ্যে আমরা ১৫০ তম হ্যাংআউট শেষ করে ফেললাম।
অতি সপ্তাহের মতো এই সপ্তাহে ও হ্যাংআউটের সার্বিক বিষয়ে পুনরায় রিপোর্ট আকারে পেয়ে সত্যিই অনেক ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ধন্যবাদ ভাইয়া আমি চেষ্টা করে যাবো। যাতে টায়ার অন এ থাকতে পারি এবং ভালো কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি । অনেক কষ্টের পর ভেরিফাইড হয়েছে। যাতে করে ভালো কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারে দোয়া করবেন ।
এবারে ১৫০ তম হ্যাংআউট কিন্তু বেশ জমে গিয়েছিল। আসলে দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেলো। আমরা সবাই একসাথে কাজ করছি। এমনকি প্রতি সপ্তাহে হ্যাংআউটের মাধ্যমে সবকিছুর আপডেট জানতে পারি। তাছাড়া এ সপ্তাহে কিন্তু সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছিল। দাদা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। এছাড়াও সবকিছু মিলে বেশ ভালোই এনজয় করেছি। এত সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট পাবলিশ করার জন্য ধন্যবাদ।
গত ১৫০ তম পর্বের হ্যাংআউট অনুষ্ঠানটি বেশ উপভোগ করেছিলাম।পুরো অনুষ্ঠানটি খুব সুন্দর করে পোস্ট আকারে শেয়ার করেছেন ভাইয়া প্রতি সপ্তাহের মতো।নিজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে চেষ্টা করব।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
পুরো হ্যাং আউট রিপোর্ট পরে ভালো লাগলো। নিজের নামটা ব্লগার অফ দ্যা উইকে দেখে খুবই খুশি লাগছে।দাদা নিজে যেহেতু ডাউন ভোট নিয়ে তদারকি করছেন তাহলে কোনো সন্দেহ নেই যে ভালো কিছু হবে না।স্টিম কে আমার বাংলা ব্লগ পরিবর্তন করে দিয়েছে।এগিয়ে যাক আমার বাংলা ব্লগ জয় হোক বাংলা ভাষার।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার গোছানো সুন্দর উপস্থাপন এর জন্য।ভালবাসা নিরন্তর 💝
দেখতে দেখতে ১৫০ তম হ্যাংআউট অতিক্রম করে ফেললাম আমরা। মনে হয় এই সময়টা বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিলো। এই হহ্যাংআউটে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, সেই সব কথাগুলোই আপনি অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ।
দেখতে দেখতেই দেড়শ তম হ্যাং আউট পার করে ফেললাম। একদম শুরু থেকেই কমিউনিটিতে না থাকলেও বেশ অনেকদিন হয়ে গেল। আর বরাবরের মতো এই সপ্তাহে আপনি হ্যাংআউটের রিপোর্টটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই সপ্তাহে শুরু থেকে প্রায় শেষ পর্যন্তই হ্যাংআউট এ উপস্থিত ছিলাম। তবে যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের জন্য এটা অনেক উপকারী হবে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সাপ্তাহিক হ্যাংআউটের রিপোর্ট নিয়ে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রতি সপ্তাহের মতোন এ সপ্তাহের হ্যাং আউট এর সার্বিক রিপোর্ট টি খুব দারুণ ভাবে উপস্থাপন করেছেন ভাই। আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তির শুভক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার জন্য প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। আর গত বারের হ্যাং আউট এর কুইজ পর্ব এবং এন্টারটেইনমেন্ট পর্বটি আসলেই অনেক বেশি উপভোগ করেছি। ধন্যবাদ ভাই।
প্রতি সপ্তাহের হ্যাংআউট মানে অনেক তথ্যমূলক কথাবার্তা। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে। কাজের কতটুকু অগ্রগতি হলো কিংবা কাজের কতটুকু পিছিয়ে আমরা সেই বিষয়ে সম্পর্কে খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া বিনোদনের ব্যবস্থা থাকে। অনেক ধন্যবাদ খুব সুন্দর করে লিখিত আকারে আবার রিপোর্ট টি আমাদের সাথে শেয়ার করলেন।