সবুজ প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। না থুক্কু একদমই সুস্থ নেই। আবার ঠান্ডা-কাশি শুরু হয়েছে। হঠাৎ গরমের মাত্রা বেড়ে গিয়েছিলো তারপর আবার ঠান্ডা ফিরে আসতে। এই যাওয়া আসার মাঝে আমি অসুস্থ হয়ে গেছি। আরো একটা কারণ আছে অবশ্য আর সেটা হলো শহরের দূষণের মাত্রা খুব খারাপ অবস্থায় আছে। এর মাঝে টানা তিন দিন পুরো বিশ্বে দূষণের শীর্ষে ছিলো ঢাকা শহর। এখন মাস্ক ব্যবহার করে বের হলেও সুস্থ থাকার কোন সুযোগ নেই, যেটা আমি বেশ কঠিন ভাবে টের পাচ্ছি।

কাশির যন্ত্রণা কথাই বলতে পারছি না। এর সাথে যোগ হয়েছে নতুন এক আতংক। ভাইরাসজনিত এক সমস্যা, আমাদের এক ক্লায়েন্ট দেখলাম ফেসবুকে একজনের ছবিসহ একটা পোষ্ট করেছেন। প্রাথমিক অবস্থায় চোখ একটু চুলকায় তারপর সেটা লাল হয়ে বেশ ফুলে যায়। তার পরিচিত কয়েক জনের নাকি এমনটা হয়েছে। সেহেতু সে একটা আন্তর্জাতিক এনজিওতে চাকুরী করে, সেহেতু সচেতনতামূলক পোস্ট হিসেবে বেশ সুন্দরভাবে সেটা তুলে ধরেছেন। আর সবাইকে পরামর্শ দিয়েছেন মাস্ক পড়ার সাথে সাথে হাত-মুখ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার। কি খারাপ একটা অবস্থা চারপাশে!

IMG_20240405_111637.jpg

যাইহোক, সমস্যাগুলো আমাদের তৈরী এবং এর স্বীকারও হচ্ছি আমরা। এই ভোগান্তির শেষ হবে না কোন দিনও কারন আমরা ভোগান্তি ও যন্ত্রণাগুলোকে দাওয়াত দিয়ে ডেকে এনেছি। সবুজ প্রকৃতি ও সতেজতা নষ্ট করে দূষণের মাত্রা যত বাড়াচ্ছি নানা ধরনের রোগ জীবাণুকে ততো বেশী আমাদের দিকে আহবান জানাচ্ছি। এই কঠিন সত্যটা আমাদের বুঝতে খুব বেশী কষ্ট হচ্ছে। আবার বুঝেও সেটা না বুঝার ভান ধরে থাকছি। কিন্তু সমাধানের পথে হাঁটার চেষ্টা করছি না। একটা সময় শহরের চারপাশটা বেশ সুন্দর ও সবুজে ভরা ছিলো কিন্তু এখন আর সেই দৃশ্যগুলো খোঁজেও পাওয়া যায় না।

IMG_20240405_112336.jpg

IMG_20240405_114722.jpg

শুধু শহর কেন? একটু চিন্তা করে দেখুন তো গ্রামীণ পরিবেশে আগের মতো সবুজ প্রকৃতি কি এখন দেখা যায়? একদমই না, কারন মানুষের চাহিদা এখন চরম পর্যায়ে যার কারনে গাছ না লাগিয়েই যতটুকু আছে ততটুকুই কেটে সাবার করে ফেলছে। একটা সময় গ্রামীণ সড়কগুলোর পাশে বেশ সুন্দর গাছের সারি দেখা যেতো, এখন একদম ফাঁকা। যার কারনে সমস্যা শুধু শহরের মাঝেই সীমবদ্ধ নেই বরং গ্রামীণ পরিবেশেও ছড়িয়ে গেছে।

IMG_20240405_105811.jpg

যাইহোক, সমস্যা থাকুক বা না থাকুক, হাত-মুখ পরিস্কার কিংবা পরিচ্ছন্ন রাখাটা খুবই জরুরী। আমাদের শারীরিক অনেক সমস্যার শুরু হয় এখান হতে। আর সেই সময়টা খুব একটা ভালো না। কারণ শীতের সিজনে যেহেতু বৃষ্টিপাত হয় না সেহেতু পরিবেশে অনেক বেশী ধুলোবালি থাকে এবং দূষণের মাত্রাটাও অনেক বেশী বেড়ে যায়। সতর্কতা এবং সুন্দর অবস্থানই পারে এথেকে আমাদের সুস্থ রাখতে। তবে সবচেয়ে বড় কথা হলো সুন্দর ও সবুজ প্রকৃতি ছাড়া আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না।

IMG_20240405_114354.jpg

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আপনি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সবুজ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। সবুজ প্রকৃতির ফটোগ্রাফি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর সবুজ প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 yesterday 

আসলে ভাইয়া প্রাকৃতি ও সবুজের সমারহ সবারই মন কেড়ে নেয়। প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিতে পারলে তখন আনমনা হয়ে অনেক সুখ অনুভূত হয়। কবিতায় যেমন আপনি পারদর্শী তেমনি ফটোগ্রাফিতেও দক্ষ। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 yesterday 

সিজন চেঞ্জ এর এই সময়টায় সবাই কমবেশি অসুস্থ হয়ে পড়বে। তবে শহরাঞ্চলে মূলত বিভিন্ন রকম অসুখের উৎপত্তি বেশি দেখা যায়। সচেতনতামূলক পোস্ট দেখে সেখান থেকে সচেতন হওয়া জরুরী। না হলে সবাইকে এই বিপদের মধ্যে পড়তে হবে। আর একদম ঠিক বলেছেন ভাইয়া গ্রামের প্রকৃতিও এখন শহরের মতোই গাছ-গাছালিহীন হয়ে যাচ্ছে। পরিবেশ দিন দিন দূষিত হয়ে যাচ্ছে।

 yesterday 

আশা করি ভাইয়া, ভালো আছেন? আসলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুবই দারুণ হয়ে থাকে। গ্ৰাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য দেখলে হৃদয়ের মাঝে প্রশান্তি চলে আসে। সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আপনার সবুজ প্রকৃতির ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো দুর্দান্ত পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।

 yesterday 

সুস্থ থাকাটা এখন ভীষন কষ্টের।পরিবেশ দূষন খুব বেশী হারে বৃদ্ধি পাচ্ছে। সচেতনতা অবলম্বন না করলে আসলে আমাদের ভালো থাকাটা সম্ভব হবে না।আমরাই তো পরিবেশ নষ্ট করছি দিনের পর দিন।আর তাই ভুগতে হবে আমাদের সবাইকে।আপনি সবুজ প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগলো। এ ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখতে সব সময়ই ভালো লাগে আমার।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 yesterday 

আসলেই ভাই এখন গ্রামেও সবুজ প্রকৃতি তেমন দেখা যায় না। গাছপালা কেটে বসতবাড়ি কিংবা কলকারখানা নির্মাণ করে ফেলছে। তাছাড়া অনেক মানুষ অযথাই গাছপালা কেটে ফেলে। আসলে আমরা কারণ অকারণে প্রকৃতির উপর অনেক নির্যাতন করে থাকি। তাই প্রকৃতিও আমাদের উপর মাঝেমধ্যে চরমভাবে প্রতিশোধ নিয়ে থাকে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।