ABB Contest Result- 39 || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৯ ফলাফল ঘোষণা
হ্যালো বন্ধুরা,
প্রতিযোগিতার বিষয় ছিলো :
শেয়ার করো তোমার সেরা স্বাদের ঝাল ভর্তার রেসিপি।
প্রতিযোগিতার সময় ছিলো:
৬ জুলাই ২০২৩ হতে ১৩ জুলাই ২০২৩ পর্যন্ত ।
প্রতিযোগিতার ঘোষণার পোষ্ট:
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৩৯
চলুন তাহলে দেখে নেই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ও পোষ্ট লিংকগুলো-
স্থান | নাম | পোষ্ট লিংক | প্রাইজ |
---|---|---|---|
১ম | @santa14 | লিংক | ১০০ স্টিম |
২য় | @rahimakhatun | লিংক | ৮০ স্টিম |
৩য় | @sshifa | লিংক | ৭০ স্টিম |
৪র্থ | @morioum | লিংক | ৫৫ স্টিম |
৫ম | @isratmim | লিংক | ৩০ স্টিম |
৬ষ্ঠ | @monira999 | লিংক | ২০ স্টিম |
৭ম | @saymaakter | লিংক | ১৫ স্টিম |
বিশেষ পুরস্কার | @tanuja | লিংক | ৩০ স্টিম |
বিজয়ীদের পুরস্কার প্রেরণ-
প্রতিযোগিতাটির স্পন্সর ABB- Featured
এছাড়াও লিকুইড স্টিম প্রাইজের পাশাপাশি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদার পক্ষ হতে রয়েছে আরো কিছু বিশেষ পুরস্কার। চলুন সেই সকল বিজয়ীদের নাম ও পোষ্ট সমূহ দেখি-
স্থান | নাম | পোষ্ট লিংক | প্রাইজ |
---|---|---|---|
বিশেষ পুরস্কার | @nevlu123 | লিংক | $20 Upvote ১টি |
বিশেষ পুরস্কার | @pujaghosh | লিংক | $20 Upvote ১টি |
বিশেষ পুরস্কার | @wahidasuma | লিংক | $20 Upvote ১টি |
বিশেষ পুরস্কার | @tangera | লিংক | $20 Upvote ১টি |
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।




250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
আমার বাংলা ব্লগ কমিউনিটির ৩৯ তম প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেচ্ছেন তাদের সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। আর যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন এবং যারা বিশেষ পুরুস্কার লাভ করেছেন তাদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। সম্পূর্ণ রিপোর্টটি বেশ সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এবারের প্রতিযোগিতাটি দারুন ছিল। মজার মজার সব ভর্তার রেসিপি দেখে অনেক ভালো লেগেছে। ঝাল ঝাল ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে বিজয়ী করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আসলে ভাইয়া এবারের প্রতিযোগিতা দারুণ ছিল। সত্যি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক ধরনের ভর্তা রেসিপি দেখতে পেলাম। ঝাল ভর্তা সবাই অনেক পছন্দ করে, আর মজা ও হয় অনেক। যারা বিজয়ী হয়েছেন তাদের সবার জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
সত্যি এবারের প্রতিযোগিতা দারুন ছিল। আসলে আমি কখনোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মিস করতে চাই না। তবে এবারে বিভিন্ন ব্যস্ততার কারণে বিশেষ করে আমার এক্সাম এর কারণে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের এন্ট্রি গুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল। যারা যারা প্রাইস পেয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন।
সত্যি বলতে আমি খুব খুব ঝাল লাভার🤭।আর এই প্রতিযোগিতায় আমি অংশ গ্রহণ করবো না তা কি হয়।আসলেই অনেক বেশি ভালো লেগেছে অংশ নিয়ে।অনেক অনেক ধন্যবাদ দাদা এবং এডমিন ভাই এবং আপুকে। আমাকে প্রথম সিলেক্ট করার জন্য।অনেক অনেক ধন্যবাদ🙏🙏❤️
এবারের প্রতিযোগিতা টি সবার জন্য খুবই উত্তেজনাপূর্ণ ছিল। অনেক সদস্যরাই এখানে অংশগ্রহণ করেছে তাদের পছন্দমত ঝাল ভর্তা নিয়ে। আমি আমার পছন্দের ঝাল ভর্তা রেসিপিটি দিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে চতুর্থ স্থান অধিকার করতে পেরে খুবই ভালো লাগছে।
এবারের এই প্রতিযোগিতাটা সত্যি দারুন ছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা লোভনীয় কিছু ঝাল ঝাল রেসিপি দেখতে পেয়েছি।
এবারের কনটেস্টের ফলাফলের রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো। অনেক রকমের ভর্তা আমরা দেখতে পেলাম।ভর্তা সবাই খুব পছন্দ ও করে।বিজয়ীদের জন্য রইলো অভিনন্দন।
প্রথমেই এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বেশ ইউনিক ঝাল ভর্তা রেসিপি শেয়ার করেছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতাটি সফল হয়েছে বলে আমি মনে করি। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৯ ফলাফল দেখে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত ভর্তা তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নিজের মতোন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করেছি ভাগ্য ছিল না তাই কিছু হতে পারে নি। যারা বিজয় হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।