$PUSS আলোকিত হোক আরো সুন্দরভাবে

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। শীতল পরিবেশের সাথে বেশ চঞ্চল থাকার চেষ্টা করছি। সত্যি বলতে মাঝে তিন তিনটি দিন বেশ শীতল ছিলো, অনেকটা সেই শীতকালের মতো। যা বেশ এনার্জি হিসেবে কাজ করেছে আমার ক্ষেত্রে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হয়েও শেষ পর্যন্ত আর বৃষ্টিপাত হয়নি। তবুও ভালো যে পরিবেশটা শীতল ছিলো। প্রকৃতি সর্বদা তার নিজস্ব গতিতে চলে এবং চলবে, হয়তো সেখানে আমাদের ভবিষ্যৎ বাণী করা বেশ দুস্কর। অবশ্য ঢাকার বাহিরে অনেক অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে শুনেছি।

যাইহোক, আজ পুশ নিয়ে কথা বলবো, কারন পুশ এই মুহুর্তে দারুণ একটা শক্তিশালী অবস্থান তৈরী করেছে এবং ক্রমাগতভাবে আরো সুন্দর অবস্থানের দিকে ছুটে যাচ্ছে। এটা হয়তো হওয়ার কথাই ছিলো, কারণ যে কয়েনের পিছনে দাদা আছেন এবং দাদা কঠিনভাবে সেখানে পরিশ্রম করে যাচ্ছেন, সেই কয়েনের সুন্দর অবস্থান তৈরী না হয়ে উপায় নেই। তবে এখানেও একটা কথা আছে আর সেটা হলো আমরা কতটা দাদাকে সহযোগিতা করেছি বা করছি? এই প্রশ্নটা আমাদের সবাই নিজকে নিজ করা উচিত। কারণ এই কমিউনিটি আমাদের শুরু একটা বাড়তি আয়ের ব্যবস্থা করে নাই বরং স্বচ্ছল হওয়ার একটা পথ তৈরী করে দিয়েছে।

puss mini banner20.png

বিগত প্রায় তিনটি বছর ধরে আমরা এই কমিউনিটি হতে সাপোর্ট পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি। হ্যা, আপনি হয়তো বলতে পারেন আমরা প্রচুর পরিশ্রম করছি, এনগেজমেন্ট ধরে রাখছি এবং পোষ্ট কোয়ালিটি বৃদ্ধি করে যাচ্ছি। কিন্তু এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই পরিশ্রম গুলো যদি অন্য কোন কমিউনিটিতে করেন তাহলে কি এই সাপোর্ট পাবেন? এর ৫০% সাপোর্ট পাবেন? একদমই না, কারণ আমরা বাংলা ব্লগ যতটা উদার মানসিকতা নিয়ে সবাইকে সাপোর্ট করে গেছে, এই প্লাটফর্মে এমন কোন কমিউনিটি এভাবে সাপোর্ট করবে না। এখন আছি পুশ এর বিষয়ে, শুরু হতেই দাদা সবাইকে পুশে সাথে থাকার আবহান জানিয়ে আসছেন। কিন্তু এখানেও আমরা দাদার কথা শুনি নাই।

ঠিক আছে বিনিয়োগ করি নাই, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে নাহয় কিছু বললাম না। কিন্তু কমিউনিটির নেটিভ কয়েন হিসেবে এর প্রতি আমাদের তো একটা দায়িত্ব থাকতে পারে নাকি? কারণ যে কমিউনিটি হতে সাপোর্ট পাচ্ছি, স্বচ্ছলভাবে জীবন যাপন করতে পারছি, সেই কমিউনিটির প্রতি কিছুটা দায়িত্বশীল হওয়া অবশ্যই প্রয়োজন। বিশেষ করে প্রমোশন এর ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান হতে কিছুটা হলেও ভূমিকা পালন করা উচিত। কিন্তু সেটা কি আমরা পালন করতে পারছি? সহজ টাস্ক দেয়া হলেও সেখানে সকলের উপস্থিতি আমরা নিশ্চিত করতে পারছি না, এটা সত্যিই দুঃখজনক।

সময় সত্যি মাঝে মাঝে আমাদের বেশ বিব্রত করে দেয়, সুযোগগুলো নষ্ট করে আমরা বেশ আফসোস করতে থাকি। কারণ আমরা সময়ের কাজ সময়ে করি না এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ের গুরুত্ব বুঝতে পারি না, যার কারনে একটা সময় পর আমরা ভীষণ রকমের হতাশায় পড়ে যাই। সুতরাং আমরা যদি সময়ের সাথে গতিশীল থাকতে চাই, দায়িত্বের সাথে নিজের অবস্থান পরিস্কার করতে চাই, তাহলে অন্তত পুশের টাস্কগুলো সুসম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করতে হবে। তারপরও যদি আমাদের কোন সমস্যা কিংবা সংশয় থাকে মনে, তাহলে অবশ্যই টিকেট কেটে সেটা পরিস্কার হয়ে নিবো।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

আসলেই দাদা আমাদেরকে প্রতিনিয়ত এতো এতো সাপোর্ট দেওয়ার পরেও, আমাদের কমিউনিটির বেশিরভাগ ইউজার কথা শুনতে চায় না। এটা আসলেই বেশ দুঃখজনক। পুস এখন নিঃসন্দেহে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা যদি ঠিকঠাক মতো প্রমোশন করি,তাহলে পুস অনেক দূর যাবে ইনশাআল্লাহ। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।