জীবনের গল্প || ব্যক্তি স্বাধীনতার বিচ্যুতি
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে কতটা সময় সুন্দর মানসিকতা নিয়ে সুস্থ থাকতে পারবো সেটার নিশ্চয়তা দিতে পারছি না। কারণ প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতিতে নিজের সুন্দর অবস্থান কিংবা মানসিকতা ধরে রাখাটা ভীষণ কষ্টকর। এই কারণে মাঝে মাঝে আমরা চাইলেও নিজেকে স্বাভাবিক রাখতে পারি না, চাইলেও ভিন্ন অবস্থান হতে ফিরে আসতে পারি না, পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে ভুল কিছু করে ফেলি এবং ভুল পথে চলে যাই, তারপর শত আফসোস করেও সেখান হতে আর ফিরে আসতে পারি না।
আসলে এখানে একটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে এটা আলোচনার বেশী দাবী রাখে। কারণ আজকের এই রকম পরিস্থিতি হওয়ার পিছনে এর ভূমিকাটা সবচেয়ে বেশী আর সেটা হলো স্বাধীনতা। না এই স্বাধীনতা মানে সেই স্বাধীনতা না বরং এটা হলো ব্যক্তি স্বাধীনতা । যেটাকে আমরা এখন বলে থাকি ব্যক্তিগত ফ্রিডম। এই ফ্রিডম আমাদের আজকের এমন অধঃপতন এবং নৈতিক অবক্ষযয়ের মূল কারণ। কি বিশ্বাস হচ্ছে না? একটু চিন্তা করে দেখুন, তাহলে বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন।
ব্যক্তি স্বাধীনতা পেয়ে আমরা কতটা ভালো হয়েছি, কতটা উন্নত করতে পেরেছি নিজেদের জীবনকে? এর সঠিক কোন ব্যাখ্যা কি আপনার কাছে আদৌ আছে? আমার দৃষ্টিতে কোনটাই নেই, কারণ ব্যক্তি স্বাধীনতার সঠিক ব্যবহার আমরা করতে পারি নাই, যেমন পারছি না অস্ত্রের সঠিক ব্যবহার করতে। নিরাপত্তার অজুহাতে আমরা যেমন আজকে বিনা প্রয়োজনে অন্যের উপর আক্রমন করে বসি ঠিক তেমনি স্বাধীনতার সুযোগ নিয়ে যখন যা খুশি তাই করার চেষ্টা করছি, যার ফলাফল পাশের মানুষদের বিরক্ত করি, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করি।
যেখানে ব্যক্তি স্বাধীনতা নিয়ে আমাদের নিজেদের অবস্থান সুন্দর করার কথা ছিলো, যেখানে আমরা শিক্ষা-সাহিত্য কিংবা গবেষণার মাধ্যমে বাস্তবিক কিংবা যাবতীয় সকল সমস্যার সমাধান খোঁজার চেষ্টা না করে ভিন্ন কিছু নিয়ে মত্ত আছি। আর কেউ সেটায় নিষেধ করতে আসলে তখনই আমরা হৈ চৈ করা শুরু করে দেই, ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার আওয়াজ তুলি। এখানেই আমাদের সমস্যা, স্বাধীনতার ভিন্ন অর্থ আমরা তৈরী করে ফেলেছি, ভালো হোক কিংবা মন্দ হোক, যাই চাই সেটাকে সুসম্পন্ন করতে পারাটাই যেন আমাদের কাছে স্বাধীনতা।
কেউ নিজেদের কাজে ব্যাঘাত ঘটাতে পারবে না, কেউ জোর করে নীতি বাক্য শেখাতে পারবে না, ভুল কিংবা সঠিক যেটাই করি সেটায় কেউ বাধা দিতে পারবে না, এসবই আমাদের কাছে ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এটা যে কতটা ক্ষতির কারণ হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, আমাদের সুন্দর জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে সেটা আমরা স্বীকার করতে চাইছি না। কারণ স্বাধীনতা উপভোগ করতে গিয়ে আমরা এর ভিন্ন অর্থ নিজেদের হৃদয়ে গেঁথে নিয়েছি, আর সেখান হতে ফিরে আসতে চাইছি না, পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Upvoted! Thank you for supporting witness @jswit.