আবেগের কবিতা || হৃদয়ের আকাংখায় সম্বন্ধ গড়ি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে শীতের শীতলতা ছাড়িয়ে বেশ উষ্ণতা উপভোগ করছি। আর তার সাথে সাথে মশার উৎপাতে বেশ অস্থির হয়ে উঠছি। আসলে আমরা যারা শহরের চারপাশে মানে কাছাকাছি থাকি, এই সময়টা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে থাকে। কারণ শীতের শেষের দিকে হঠাৎ করে উষ্ণতা কিছুটা বেড়ে যায় এবং তার সাথে সাথে বাতাসের গতিও একটু বেশী থাকে। ফলশ্রুতিতে ধুলোবালি বেড়ে দূষণের মাত্রা যেমন বেড়ে যায় ঠিক তেমনি হালকা গরমের সাথে মশার যন্ত্রণা দ্বিগুন হয়ে যায়।

বিশেষ করে সকাল এবং সন্ধ্যার দিকে মশারা যেন সমাবেশ করতে শুরু করে, মিছিল নিয়ে শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। গতকালতো প্রায় সারাদিনই ফ্যান চালিয়ে শীতলতা ধরে রাখার চেষ্টা করেছিলাম। যাইহোক, আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, আর কবিতা মানেই হৃদয়ের অনুভূতির ভিন্ন প্রকাশ। তবে আমি আবার শুধু হৃদয়ের কল্পনা নয় বরং মাঝে মাঝে বাস্তবতাকেও প্রাধান্য দেয়ার চেষ্টা করি। আজকে ঠিক তেমনি বাস্তবতার সাথে আবেগের অনুভূতির সংঘাত এর বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। যথারীতি আশা করছি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।

ai-generated-8612487_1280.jpg

সময় এক নির্মম হাতিয়ার
পরিস্থিতির সাথে বদলে দেয় আবেদন,
সম্পর্ক এক অভিলাষিত আবদার
ভালোবাসার সাথে বদলে দেয় জীবন।

সময়ের সাথে হৃদয়ের আবেদন
বিলীন হয়ে যায় রাতের স্বপন,
সম্পর্কের সাথে হৃদয়ের বন্ধন
নিঃসঙ্গ হয়ে যায় আবেগের কথন।

ভালোবাসা এক বিমল নিবেদন
হৃদয়ের চঞ্চলতায় আবেগ সমর্পণ,
কল্পনার সীমানা মাড়িয়ে বাস্তবতা
জল্পনার সমুদ্রে ছড়ায় হতাশা।

সময়ের সাথে ভালোবাসার সংঘাত
বাস্তবতার সাথে কল্পনার বিবাদ,
হৃদয়ে আবেগের উত্তাল ঢেউ
রাত্রি নিশিতে ঘুম ভাঙায় কেউ।

তবুও আমরা ছুটে চলি
সময়ের সাথে আপোষ করি,
সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকি
হৃদয়ের আকাংখায় সম্বন্ধ গড়ি।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

সময়ের সাথে আপোষ আমাদের করতেই হয়। শুধু সময়ের সাথে কেন, জীবনে অনেক পরিস্থিতির সাথেই আপোষ করতে হয়। সেখানে সব কিছুই পরিবর্তনশীল । আর কল্পনা তা কেবল শুনতে ভালো লাগে। বাস্তব জীবনে কল্পনার গুরুত্ব বেশি দিলে কেবল কষ্টই কষ্ট। সেখানে পাওয়া বলে আর কিছুই থাকে না। ভালো লাগল আপনার কবিতাটি।

 17 days ago 

একদম যথার্থ বলেছেন আপনি, এই আপোষ করতে পারা আর না পারার কারনেই হয়তো আমাদের জীবনে যত উত্থান পতনের ঘটনা ঘটে। ধন্যবাদ।

 17 days ago 

এই বারের শীত যেন হঠাত করেই বিদায় নিল। এই ট্রানজিশানটা অন্য বারের তুলনায় বেশ তড়িৎ গতিতে হচ্ছে বলে মনে হচ্ছে।

সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন ভাই। আসলেই, সময়ের পরিক্রমায় সবই বিলিন হয়ে যায়। কিছু টিকে থাকে না। তারপরও আমাদের চলতে হয়, জীবন চালাতে হয়।

ভাল থাকুন।

 17 days ago 

আসলেই ভাই সম্পর্কটা একদমই ভিন্ন রকম এবং এটি কখন কোন দিকে মোড় নেয় সেটা কেউ বলতে পারে না। যাইহোক অসাধারণ কবিতা ছিল ভাই। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 days ago 

সময় একটি নির্মম শক্তি, যা পরিস্থিতির আবেদনের সাথে সম্পর্কের রূপ বদলে দেয়। যেখানে সম্পর্ক এক ধরনের অভিলাষ, ভালোবাসা যা জীবনকে নতুন এক অর্থ দেয়। কবিতার মধ্যে রয়েছে হৃদয়ের মিষ্টি আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবতার কঠিন সত্য ও কল্পনার মধ্যে এক অবশ্যম্ভাবী দ্বন্দ্ব। তবুও, মানুষের এই নতজানু হৃদয় কখনোই থামে না, ভালোবাসার জন্য ছুটে চলে, সম্পর্কের আড়ালে নিজেদের আবেগ গোপন করে। একদিকে আশা, অন্যদিকে হতাশা কিন্তু এই মিশ্র অনুভূতির মধ্য দিয়েই আমরা আমাদের জীবন, সম্পর্ক ও ভালোবাসা নির্মাণ করি। আপনার কবিতাটি অসাধারণ হয়েছে পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 17 days ago 

দারুন দারুন কবিতা আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে শেয়ার করে থাকেন।ভিন্ন ভিন্ন অনুভূতিতে কবিতা গুলো দারুন লিখেন।আজকের কবিতাটি ও খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 17 days ago 

আসলেই ভাই মশার উৎপাত অনেক বেড়েছে। মাঝেমধ্যে তো মনে হয় মশা আমাদেরকে তুলে নিয়ে যাবে হা হা হা। যাইহোক সময়ের সাথে আমাদের সবারই আপোষ করতে হয় ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

মশার উপদ্রুপ এত বেড়ে গেছে ধারণার বাইরে।আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এই মশার ব্যাপারে।মশার মাধ্যমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সবাই। সময়ের সাথে সবকিছুই পরিবর্তন। বাস্তবতা ও কল্পনা দুটোর মাঝে আছে অনেক পার্থক্য। বেশ দারুন একটি কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 days ago 

পোস্ট পড়ছি আর হাসছি কারণ আমার চারপাশে এখন যেন মশারা বেশ ভালোই উৎপাত শুরু করে দিয়েছে। কমেন্ট করতেও পারছি না। যাই হোক কবিতাটা বেশ ভালো লেগেছে ভাইয়া। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। অনেক কিছুই গঠিত হয় আবার ভেঙে যায়। আপনার লেখা কবিতা তো সবসময়ই অসাধারণ হয়।

 17 days ago 

সময়, সম্পর্ক ও ভালোবাসার পরিবর্তনশীলতা যেন শব্দের গভীরতায় প্রাণ পেয়েছে। বিশেষ করে "সময়ের সাথে ভালোবাসার সংঘাত, বাস্তবতার সাথে কল্পনার বিবাদ" লাইন দুটি একদম হৃদয় ছুঁয়ে গেল।

আর মশার কথা কি আর বলবো ভাই,মনে হয় মশা মানুষের আজও বসবাস করে না,উল্টো আমরাই মশার রাজ্যে বসবাস করি। এক কথায়,মশায় অতিষ্ঠ হয়ে গেছি।