$PUSS কয়েন নিয়ে প্রথম Meetup এর অনুভূতি (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। এটা সত্য যে প্রকৃতি এবং ব্যক্তিগত অবস্থান আমাদের জীবনের গতিকে দারুণভাবে প্রভাবিত করছে। এটা করতেই থাকবে কিন্তু তবুও আমাদের চেষ্টা করে যেতে হয়, সুন্দর অবস্থান ধরে রাখার জন্য। তবে প্রকৃতি ভালো থাকলে মানসিকতা ভালো থাকার একটা দারুণ সুযোগ পেয়ে যায়। এই তো সেদিন যেদিন $PUSS টোকেনের প্রথম Meetup এর উদ্দেশ্যে গুলশান গিয়েছিলাম, সেদিন কিন্তু প্রকৃতি ও পরিবেশের সুন্দর একটা অবস্থা ছিলো, যার কারনে আমাদের আয়োজনটা আরো সুন্দর ও উপভোগ্য হয়েছিলো।

$PUSS নিয়ে আমাদের চেষ্টা কিংবা ভাবনার কোন কমতি নেই, আমাদের টীম প্রতিনিয়ত নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে কাংখিতভাবে এবং কাংখিত মানের অবদান রাখার। কারন একটা কয়েন মানেই শুধু মুখের কথা না, এর পেছনে অনেক শ্রম, সময় এবং বুদ্ধি ব্যয় করতে হয়। দাদা নিজেও সেটা বেশ টের পাচ্ছেন এবং প্রতিনিয়ত নিজের অবস্থান হতে পর্যাপ্ত সময় দিয়ে যাচ্ছে, যা দাদার উপরও বেশ চাপ সৃষ্টি করেছে। ইতিমধ্যে দাদা নিজেও সেটা একাধিক হ্যাংআউটে প্রকাশ করেছেন। আসলে এটাই বাস্তব, টোকেন ক্রিয়েট করাটা খুবই সহজ কিন্ত একটা কাংখিত অবস্থান তৈরী করা বেশ কষ্টকর।

IMG_20240928_180138.jpg

IMG_20240928_180152.jpg

যদিও আমি খুব একটা সময় দিতে পারি না কারন আমার অফিস আছে আর এই সময়টায় অফিসে কাজের চাপটাও একটু বেশী থাকে তুলনামূলকভাবে। যেহেতু এখন ইনকাম ট্যাক্স এর রিটার্ন জমা দেয়ার সময়। তবে যেটা সত্য, সেটা হলো আমাদের টীম প্রায় ২৪ ঘন্টাই কাজ করছে। এক টীম যেমন সকালে এ্যাকটিভ থাকছে ঠিক তেমনি আরেক টীম রাতে এ্যাকটিভ থাকছে। আরেক টীম আবার সারাদিনই এ্যাকটিভ থাকছে। আসলে বেশ কঠিন একটা অবস্থায় আছে আমাদের টীম, তাদের প্রচেষ্টা এবং দাদার সাপোর্ট এর কারনে বেশ ষ্ট্রং পজিশনে আসতে পেরেছে আমার বাংলা ব্লগের এই নেটিভ কয়েন।

IMG_20240928_180204.jpg

IMG_20240928_193839.jpg

মূল প্রসঙ্গে ফিরে আসছি আবার, যেদিন দুপুরের আকাশটা যেমন উজ্জ্বল ও চমৎকার ছিলো, ঠিক তেমনি বিকেল এবং সন্ধ্যার দৃশ্যগুলোও মুগ্ধকর ছিলো। যেহেতু আমি দুপুরের সময় বের হয়েছিলাম সেহেতু আমি দুপুরের দৃশ্য, বিকেলের দৃশ্য এবং রাতের দৃশ্য ক্যাপচার করার সুযোগ পেয়েছিলাম। তবে সন্ধ্যার ঠিক আগ মুহুর্তের পরিবেশটা আমার কাছে সবচেয়ে বেশী ভালো লেগেছিলো। ঢাকার আকাশ খুব কম সময়ের জন্যই এমনটা হয়ে থাকে। কারন এতো দূষণের মাঝে এমন সুন্দর দৃশ্য খুব একটা দেখা যায় না। আর যেহেতু আমরা রুফটপে ছিলাম সেহেতু চমৎকার দৃশ্য গুলো আরো সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম।

IMG_20240928_193847.jpg

IMG_20240928_193854.jpg

প্রকৃতি সত্যি আমাদের দারুণভাবে প্রভাবিত করে সেদিন সেটা আবারও অনুভব করেছিলাম। বিকালের দৃশ্যগুলো এর আগের পর্বেই আপনারা দেখেছিলেন। আজকে দেখবেন সন্ধ্যার সেই মুগ্ধকর দৃশ্য এবং রাতের ঢাকার আলোকিত দৃশ্য। সহজভাবে বলি, একটা খাওয়ার আগে ক্যাপচার করার দৃশ্য, আর আরেকটা খাওয়ার পরের দৃশ্য হা হা হা। ভালো লাগার মুহুর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, ঠিক তেমনি সেদিনের সুন্দর মুহুর্তগুলোও দ্রুত শেষ হয়ে গিয়েছিলো। $PUSS এর Meetup টা সত্যি দারুণ ও উপভোগ্য ছিলো।

তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪ইং।
লোকেশনঃ গুলশান, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আসলে প্রকৃতির সাথে আমাদের মনের দারুণ একটা কানেকশন রয়েছে। যাইহোক সেদিনের বিকেলের দৃশ্য অর্থাৎ খাওয়ার আগ মুহূর্তে ক্যাপচার করা দৃশ্য গুলো যেমন উপভোগ করেছি,তেমনি সন্ধ্যার দৃশ্য অর্থাৎ খাওয়ার পরে ক্যাপচার করা দৃশ্য গুলোও বেশ উপভোগ করলাম ভাই হা হা হা। যাইহোক ভালো কথা মনে করেছেন,আগামী মাসের প্রথম সপ্তাহে আমাকেও ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

অফিসের সব কিছু রেডি করার দায়িত্ব আমার, গতকাল মাত্র অফিসেরগুলো শেষ করলাম এখন বাকি আছে আমারটা।

 7 days ago 

সত্যি ভাইয়া একটি কয়েন প্রপারলি প্রমোট করা মোটেও খুব সহজ কথা নয়। এজন্য অনেক পরিশ্রম করতে হয়। আর সময় দিতে হয়। তবে দাদা এবং আপনারা সকলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ভাইয়া। আশা করছি ভালো কিছুই হবে। Meetup এর অনুভূতি সম্পর্কে জেনে ভালো লাগলো।

 6 days ago 

খুবই কঠিন একটা ব্যাপার যা এখন আমরা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি হি হি হি।

 6 days ago 

$PUSS কয়েন নিয়ে প্রথম Meetup এর অনুভূতি এর আগের পর্বটিও পড়েছি। আর আজ শেষ পর্বটি পড়ে আরো ভালো লাগলো। সেদিনের পরিবেশ ও পরিস্থিতি সত্যিই আপনাদের অনুকূলে ছিল। দাদা সহ আপনারা প্রত্যেককেই দারুন ভাবে কাজ করে যাচ্ছেন $পুসকে এগিয়ে নিতে। আপনাদের প্রত্যেকের এই পরিশ্রম কখনোই বিফলে যাবে না। নিশ্চয়ই একদিন সবাই আলোর মুখ দেখবো।