আবেগের কবিতা || যন্ত্রণার আড়ালে হাসি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও ঠান্ডার সমস্যা এখনো পুরোপুরি সারে নাই। আসলে সারবে কিভাবে? পরিবেশের দূষণের যে মাত্রা সেখানে বেঁচে আছি এটাই তো বেশী। গতকাল পত্রিকায় দেখলাম, ঢাকা শহরের দূষণের হার বেশ ভয়াবহ, বিশেষজ্ঞরা জরুরী অবস্থা ঘোষণার অনুরোধ জানিয়েছেন। কারন সাধারণ মানুষের জীবন এখন অনেক বেশী ঝুঁকিতে আছে। আর দূষণের মাত্রা অতীতের সকল রেকর্ড নাকি ইতিমধ্যে ছাড়িয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন অবস্থা কতটা নাজুক।

যাইহোক, এসব নিয়ে খুব বেশী কথা বলতে চাই না, কারন যাদের যা দেখার দরকার তারা একদমই সেসব দেখছেন না, তাইতো দূষণের এমন মাত্রা। তার চেয়ে চলুন একটা কষ্টের কবিতা পড়ি আজ, একটু ভিন্নভাবে এবং ভিন্ন শব্দের অনুভূতি নিয়ে সাজানোর চেষ্টা করেছি কবিতাটি, যথারীতি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

heart-570962_1280.jpg

সময়ের স্রোত আটকে দেয় সব
জীবনের কত স্বপ্ন, কত আহ্লাদ,
হৃদয়ের ভেতরে বাড়তে থাকা কথা
অনুভূতির কত গল্প, কত যন্ত্রণা।

বর্ষার বৃষ্টি যেমন বদলে দেয় সব
নির্জীব গাছের সজীবতা, নির্মল ছায়া,
তুমি ছিলো তেমন হৃদয়ের কেউ
চঞ্চলতায় বেড়েছে স্পন্দন, কম্পনে ঢেউ।

সূর্যের প্রখরতা নতুনভাবে সাজায় সব
কৃষকের মুখে হাসি, জীবনে সফলতা,
তুমি হয়েছিলো আমার বিপ্লবের স্পন্দন
হৃদয়ের রঙিন ফুল, সুখের স্ফুরণ।

রাতের অন্ধকার অস্পষ্ট করে সব
সূর্যের প্রখরতা, প্রাণের অস্থিরতা,
স্বার্থের মায়ায় ভালোবাসা হয় পর
হৃদয়ে ছড়ায় যাতনা, নিঃসঙ্গতার ছায়া।

তবুও আমি সময়কে ভালোবাসি
স্রোতের বিপরীতে দাঁড়াই, স্পন্দন সাজাই
আবেগের মমতায় তাকে হৃদয়ে রাখি
কল্পনার মুগ্ধতায় ভাসি, যন্ত্রণার আড়ালে হাসি।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last month 

আপনার জন্য দোয়া রইল ভাই আপনার ঠান্ডার সমস্যাটি যেন কমে যায়। আসলে এই সমস্যায় আমি নিজেও ভুক্তভোগী। কিছুতেই ঠান্ডার সমস্যাটি কমতে চাচ্ছে না।পরিবেশ দূষণের জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। দূষণের মাত্রা অনেক বেড়ে গেছে। আপনার আবেগের কবিতা যন্ত্রণার আড়ালে হাসি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সময়ের স্রোতে আমাদের জীবনের কত কথা গল্প অনুভূতি আটকে দেয় সব। প্রত্যেকটি লাইন জাস্ট অসাধারণ। ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

কি মনমুগ্ধকর কবিতা পড়লাম!কবিতার প্রতিটি কথা, সুর এবং শব্দের মিলন অসাধারণ। প্রিয়জন কে নিয়ে আপনার অভিব্যক্তি এবং উপমাগুলো ছিল হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মত। পুরো কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 last month 

অনেক ধন্যবাদ, আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার কাছেও ভালো লেগেছে।

 last month 

ঢাকা শহরে বসবাস করাটা আসলেই বেশ ঝুঁকিপূর্ণ। সর্দি ঠান্ডা লাগলে তো কমতেই চায় না। যাইহোক মাঝেমধ্যে কষ্টের কবিতা গুলো পড়তে ভালোই লাগে। তবে প্রেমের কবিতা পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে ভাই। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

কষ্টতো প্রেমের মাঝেই লুকিয়ে থাকে ভাই, কষ্ট না থাকলে হয়তো প্রেম এতোটা মধুর হতো না। ধন্যবাদ

 last month 

ভাইয়া প্রথমেই দোয়া করি যেন আপনার ঠান্ডার সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়। আসলে বর্তমানে চারপাশের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে পরিবেশ দূষণ। আর এই জন্য শহরের মানুষদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এসব কিছুর জন্য অসুস্থতা প্রায় সময় লেগেই থাকে। যাইহোক ভাইয়া আজকে আপনি আলাদা কিছু অনুভূতি নিয়ে কষ্টের কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো পড়তে। আপনার কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল।

 last month 

আমিন। সত্যি আজকাল অসুস্থতা যেন ছাড়তেই চায় না। অনেক ধন্যবাদ আপু।

 last month 

কী সুন্দর উপমা সহযোগে কবিতার লাইনগুলি নির্মাণ করলেন হাফিজ ভাই। ভীষণ সুন্দর লাগলো কবিতাটি। জীবনের এই কথাগুলোই যেন বলে হয়ে ওঠে না কখনো। অথচ কত জীবনের কথা সহজে লেখা যায় কবিতার পংক্তিতে। তাই তো কবিতা জীবনের প্রান্তিক বিন্দুর কথা বলে খুব অনায়াসে।

 last month 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য এবং অনুপ্রেরণা দেয়ার জন্য।

 last month 

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আসল কষ্টের সুখটা অনুভব করা যায়। আপনার লেখা কবিতাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম ভাইয়। আসলে এতো সুন্দর কবিতা লিখেছেন যে দুইবার পড়ে ফেললাম।

ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করতে গেলে গ্রামে আছি তাহলে ভালোই আছি। কিন্তু খুব আতঙ্কে আছি গরমকাল চলে আসছে কি হবে সেটাই ভাবছি।

 last month 

দেশের যেকোনো পর্যায়ের খারাপ পরিস্থিতিতে সবচেয়ে সাধারণ মানুষ গুলো অনেক বেশি কষ্ট পায়। কারণ তাদের কোন উপায় থাকে না তারা সব সময় মাঠে থাকেন সেই জন্য। মানুষ বড্ড অভিনয় করতে জানেন। মনের মধ্যে শত কষ্ট চাপা থাকলেও তারা খুব জোর করে হাসি দিয়ে চলতে চেষ্টা করেন। অনেক ভালো এসে কবিতা পড়ে।

 last month 

পরিবেশ ভয়াবহ আকার ধারণ করেছে।আমাদের মতো সাধারন জনগন সত্যি ই হুমকির মুখে।আমাদের সবাইকে আল্লাহ সুস্থতা দান করুন,আমিন।কবিতাটি সুন্দর লিখেছেন।আবৃত্তি করে ভীষন ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last month 

রাতে অতিরিক্ত ঠান্ডা পড়ার কারণে বেশিরভাগই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর ঢাকার অবস্থা তো অনেক খারাপ যা আপনার পোস্ট পড়ে বুঝে পারলাম। ভাইয়া এই সময় অনেক অনেক সাবধানে থাকাই ভালো ।আপনি আজকে অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া কবিতার লাইন গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।