আবেগের কবিতা || নিঃসঙ্গ হয়েছি অপূর্ণতায় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ18 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও শীতের শীতলতা খুব একটা বেশী ভালো নেই, কারণ শীতের ঠান্ডা এবার তেমন একটা উপভোগ করতে পারি নাই। শীত শীত করেই যেন শীত চলে যাচ্ছে, যদিও ঢাকার বাহিরের প্রকৃত অবস্থা আমার জানা নেই তবে আমি যেহেতি শহরের পাশেই থাকি সেহেতু আমি খুব একটা শীত উপভোগ করতে পারছি না। চিন্তা করছি একটু ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাবো, শীতের শীতলতার সাথে সবুজ প্রকৃতি উপভোগ করার একটু চেষ্টা করবো।

দেখা যাক শীতের শীতলতা উপভোগ করার সুযোগ ও ছুটি কতটা পাই, তবে শীতের সিজনে শীত উপভোগ করতে না পারলে সেটা হবে ভীষণ যন্ত্রণার। যেমন ভালোবাসার আকাংখায় ভালোবাসা না পেলে জীবন হয়ে যায় ভীষণ যন্ত্রণার। স্বপ্নরা ভেসে বেড়ায় আকাশের অজানা সীমানায়, হৃদয়ের যন্ত্রণারা কান্নায় হারায় সীমানার অজানায়। আবেগ আর অপূর্ণতার ভিন্ন অনুভূতি নিয়ে সাজানোর চেষ্টা করেছি আমার আজকের কবিতা। যথারীতি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, চলুন তাহলে পড়ে দেখি-

walking-8753961_1280.jpg

পূর্ণতার পিছনে ছুটতে ছুটতে
আটকে গেছি শূন্যতায় আমি,
সফলতার স্পর্শের আশায় আশায়
সম্পর্কগুলো ভেঙ্গেছি আমি।

নিঃসঙ্গতার আঘাতে আঘাতে
বিধ্বস্ত হয়ে গেছি আমি,
হৃদয়ের নিঃশব্দ কান্নায় কান্নায়
পরিশ্রান্ত হয়ে গেছি আমি।

বিমল সম্পর্কের মাঝেও থাকে
সুখের সকল পূর্ণতা,
ব্যর্থতার আড়ালেও কভু থাকে
সার্থকতার যত ফর্মুলা।

আমি ছুঁতে চেয়েছিলাম উচ্চতা
হৃদয়ে কোমল আকাংখায়,
সম্পর্কের মায়া ছিন্ন করে
নিস্তব্ধ হয়েছি ভীষণ যন্ত্রনায়।

মুখোশের আড়ালে আড়ালে কান্নারা
নিঃসঙ্গ হয়েছে অপূর্ণতায়,
সম্পর্কের দেয়ালে দেয়ালে বিষণ্নতা
নিঃস্ব হয়েছে শূণ্যতায়।

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

আমরা সকলেই পূর্ণতা চাই কিন্তু শূণ্যতা প্রাপ্তি হলে কপাল দোষ দেখি৷ সঠিক পথ নির্বাচনে ভুল করি সেই বিচার করি না৷ কত সম্পর্ক আসে কত চলে যায়৷ আমরা থাকি আমাদের ছন্দে৷ ব্যথা বেদনা আনন্দ সবই মিলিয়ে মিশে৷ এই তো জীবন ভাইয়া৷ কবিতা পড়ে এইগুলোই মনে হল।

 18 days ago 

ভাইয়া আপনি কিন্তু অনেক সুন্দর করে আবেগের কবিতা গুলো লেখেন। যখনই আপনার আবেগের কবিতা পড়ি কেন জানি মুগ্ধতায় ছেয়ে যাই। আজওে বেশ দারুন লিখেছেন। বিশেষ করে নিচের কথা গুলো ছিল অসাধারন।

নিঃসঙ্গতার আঘাতে আঘাতে
বিধ্বস্ত হয়ে গেছি আমি,
হৃদয়ের নিঃশব্দ কান্নায় কান্নায়
পরিশ্রান্ত হয়ে গেছি আমি।

 18 days ago 

সবাইতো শীতের ছুটি শেষ করে আবার বাসায় ফিরছে আর আপনি এখনো শীতের ছুটি নেন নাই??

কবিতার ভাষায় চমৎকার কিছু কথা লিখেছেন। মূলত একজন মানুষের বাস্তব জীবনের সাথে প্রতিটা লাইনের মিল আছে, একজন মানুষ যেমন সফলতা খুঁজতে নিজের জীবনের পুরোটা সময় পার করে দেয় ঠিক কবিতার ভাষায় তেমন কিছু কথা উল্লেখ করেছেন দারুন ছিল ভাই শুভকামনা রইল আপনার জন্য।

 18 days ago 

বাস্তব ধর্মী কবিতা লিখেছেন ভাইয়া। সব সময় আপনার কবিতা আমার কাছে অসাধারণ লাগে। কবিতা পড়তে আমি বেশ ভালো বাসি। কবিতা হচ্ছে মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। আপনি কবিতার মাধ্যমে আসলে মানুষের জীবন চক্র প্রকাশ করেছেন কারন আমরা সবাই পূর্ণতার আশাই ছুটি কিন্তু দিনশেষে সব শুন্য। আপনার আবেগময় কবিতা পড়ে আবেগী হয়ে গেলাম।

 18 days ago 

আপনার লেখা আবেগী কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো, এত সুন্দর ভাষায় কবিতাটি লিখেছেন যা আমার কাছে দারুন লেগেছে।

 17 days ago 

এবার বেশিরভাগ জায়গায় শীতের তীব্রতা আসলেই কম। তবে উত্তরবঙ্গের দিকে বেশ ভালোই শীত পড়েছে। তাছাড়া গ্রামে শীতকালটা দারুণভাবে উপভোগ করা যায়। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

বাস্তব জীবনে সৃষ্টিকর্তা যাদের অনেক বেশি ভালোবাসে তারাই মূলত একা নিঃসঙ্গ থাকে। সৃষ্টিকর্তা তাদের আশেপাশে কাউকে আসতে দেন না। একটা সময় গিয়ে এই একাকিত্ব এই অপূর্ণতা এবং নিঃসঙ্গতাও ভালো লাগতে শুরু করে। দারুণ লিখেছেন ভাই কবিতা টা। অসাধারণ লাগল। ধন্যবাদ আপনাকে।।