সবুজ প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। সত্যি বলতে অসুস্থতার কথা খুব বেশী বলতে আমার কাছে কেমন জানি একটা অস্বস্তি লাগে, যদিও মাঝে মাঝে বলি কিন্তু সেটা খুব বেশী সময়ের জন্য নয়। কারন নিজের দুর্বলতা কিংবা অসুস্থতা প্রকাশের মাঝে কোন ক্রেডিট নেই, কিন্তু অসুস্থ হওয়ার পর সেটাকে আড়ালে রেখে নিজের চঞ্চলতা প্রকাশের মাঝে একটা ক্রেডিট, অন্তত আমি সেটা ভীষণভাবে বিশ্বাস করি। তবে সেটা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা না হলে বিষয়টি আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে।
সুতরাং ভালো মন্দ সব দিক বিবেচনা করেই আমাদের কথা বলা উচিত, যাতে পরবর্তীতে সেটা নিয়ে অধিক দুঃখ প্রকাশ করতে না হয়। কারন এটা একটা কমন ইস্যু আমাদের জন্য, আমরা আগে পরে কিছু চিন্তা করি না কিন্তু কাজ করার মাঝে যখন দেখি ভুল হয়ে গেছে তখন সেটা নিয়ে খুব বেশি আফসোস করতে থাকি। কিন্তু যদি সেটা শুরু করার আগে একটু সময় নিয়ে চিন্তা করতাম, সেটার ফলাফল কিংবা ভালো-খারাপের দিকগুলো নিয়ে একটু ভাবতাম, তাহলে হয়তো এমনটা হওয়ার সম্ভাবনাটা একটু হলেও কমে আসতো। আমরা ভুল করি, তারপর আফসোস করি কিন্তু সেখান হতে প্রকৃত শিক্ষাটা নিতে পারি না।
এটা আমাদের চরম একটা সমস্যা, বাস্তব জীবনে আমরা এই সমস্যাটা নিয়ে খুব বেশী ভোগান্তির স্বীকার হয়ে থাকি। এটা মানি আর নাই মানি প্রকৃত সত্যটাই এমন। যাইহোক, আজকে প্রকৃতি ও সবুজ পরিবেশের সজীবতা নিয়ে কিছু দৃশ্য শেয়ার করবো। তাই অপ্রসঙ্গ বড় না করে প্রসঙ্গের মাঝেই থাকার চেষ্টা করি, সেটাই বেশী ভালো হবে। যদিও আমি এমনিতে একটু বেশী অপ্রাসঙ্গিক কথা বলি। আসল বিয়ষটি হলো আমাদের আচরণ, যা আমরা সব কিছুর মাঝে ধরে রাখতে চাই। কেন জানি এই একটা বিষয়ে আমরা সর্বদা অবিচল থাকি কিন্তু বাকি সব বিষয়ে আমরা টলে যাই। অথচ কাজের ক্ষেত্রে আমাদের অবিচল থাকার কথা ছিলো।
সবুজ প্রকৃতি এখন খুব একটা সজীবতা ছড়ায় না, কারন ঐ যে প্রকৃতির মাঝে সবুজ গাছগুলোর অবস্থান খুব দ্রুততার সাথে হ্রাস পাচ্ছে আর আমাদের অতিলোভী মানসিকতার রূপটি খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগেও প্রকৃতির দারুণ সজীবতা সুন্দরভাবে উপভোগ করার সুযোগ ছিলো। অন্তত গ্রামীণ পরিবেশে হলেও সেটার সুযোগ ছিলো কিন্তু এখন গ্রামীণ পরিবেশগুলোও কেমন জানি সবুজ বিহীন হয়ে যাচ্ছে। কারন গ্রামীণ পরিবেশেও এখন সবুজের দেখা মেলে না আগের মতো।
আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় এই বিষয়টি নিয়েও খুব বেশী চিন্তা করি। আসলে চিন্তা করেও কোন লাভ নেই কারন মানুষ বাড়ছে আর তাদের আবাসনের জন্য বাড়ি বাড়ছে, বাড়ি বাড়ার সাথে সাথে সবুজ গাছ এবং কৃষি জমিও কমছে। আবার রান্নার কাছে গ্যাস বাদ দিয়ে মানুষ লাড়কি ব্যবহার করে বেশী, বেশী লাড়কি যোগান দিয়ে গাছের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু নতুন করে যে পুনরায় গাছ লাগাতে হবে এবং আগামী দিনের জন্যও কিছু রাখতে হবে সেই চিন্তাটা আমরা করছি না। যার ফলাফল হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু আগামী কয়েক বছর পর সেটাও নিদারুণভাবে বুঝতে পারবো।
তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
অসুস্থ থাকলে আমার নিজেরও এ বিষয়গুলো বলতে ভালো লাগে না। আমাদের সব সময় উচিত নিজেকে ভালো রাখার চেষ্টা করা। নিজেকে ভালো রাখার চেষ্টা করলে অসুস্থ থাকলেও নিজের কাছে অনেক ভালো লাগবে। সকাল সকাল প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। অনেক সুন্দর ভাবে করেছেন প্রতিটা ফটোগ্রাফি। প্রকৃতি আমি অনেক বেশি ভালোবাসি। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মন মাইন্ড অনেক ভালো থাকে।
কারন অনেকেই অসুস্থতার কথা শুনলে কেমন জানি একটু নাক ছিটকানি দেয়, সেটা একদমই ভালো লাগে না আমার কাছে। অনেক ধন্যবাদ
একদম ঠিক বলছেন অসুস্থতা কিংবা দুর্বলতা দুটি মানুষের কাছে শুনতে তেমন আনন্দদায়ক নয়। তারপরও আমরা বলে ফেলি আমি অসুস্থ। আর দুর্বলতার কথা তো একদম না বলাই উচিত। সেগুলো পরবর্তীতে আমাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ায়। যাক অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে।
ঠিক নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করার মানেই হলো বোকামী করা। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আমাদের শরীর যতই খারাপ থাকুক না কেন আমরা বলে থাকি ভালো আছি। আসলে খারাপ এর বিষয়ে কেউই বলতে চায় না কারণ তখন আরো বেশি খারাপ লাগে। যাই হোক আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আজকের পোস্টটা। প্রকৃতির সবুজ শ্যামল দৃশ্য গুলো দেখতে ভালো লেগেছে।
হ্যা, অনেকের মাঝেই আমি এই গুনটা দেখেছি শত খারাপ থাকলেও তারা বলেন ভালো আছি। ধন্যবাদ আপনাকেও।
প্রকৃতি ও সবুজ পরিবেশের সজীবতা নিয়ে দারুণ সব ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফিতে গ্রাম বাংলার অপরুপ ছবি দারুণ ভাবে ফুটিয়ে উঠেছে। আপনি ঠিকেই বলেছেন, সবুজের সমারোহ দিন দিন হ্রাস পাচ্ছে। মানুষের সুখ-বিলাসের জন্য আমাদের প্রাণ-প্রকৃতি ক্ষয়ে যাচ্ছে দিন দিন। এভাবে চলতে থাকলে একদিন গ্রামও শহর হয়ে যাবে! আপনার আজকের লেখা ও ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
হুম মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে গ্রামীণ পরিবেশও সবুজ শুন্য হয়ে যাচ্ছে, আগের মতো সজীবতাও খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ আপু
বেশ চমৎকার কিছু প্রকৃতির মনোমুগ্ধকর ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। ব্যক্তিগতভাবে আমার কাছে সব থেকে বিদেশী ঘাসের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে ।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্য শেয়ার করে নেয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া গ্রামেও এখন তেমন একটা সবুজের দেখা মেলে না। চারিদিকে কিষির জমি কমে আসছে ।আর পুকুর বেশি হয়ে যাচ্ছে। আপনি গ্রামের সুন্দর কিছু প্রকৃতির দৃশ্য আমাদের মাঝে শেয়ার করছেন। যেগুলো দেখে আসলেই অনেক চমৎকার লাগলো ।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।
পুকুর কেটেই কৃষি জমি বরাট করা হচ্ছে কারন এছাড়া আর বিকল্প কোন উপায় নেই। মানুষের প্রয়োজনে নতুন নতুন বাড়ি তৈরী করতে হচ্ছে। ধন্যবাদ
প্রথমে আপনার সুস্থতা কামনা করছি।সবাইকে দীর্ঘদিন অসুস্থ আছি বলে তো কোন লাভ নেই।সত্যি কথা বলতে যে কোন অবস্থায় আমাদের আলহামদুলিল্লাহ বলাই ভালো। এতে করে আল্লাহ খুশি হন।মহান আল্লাহকে খুশি করার মাঝে তৃপ্তি পাওয়া যায়। আর এতো অসুস্থতার মাঝে ও মনের চঞ্চলতাকে ধরে রেখে এতো চমৎকার সবুজের ফটোগ্রাফি করাটা আসলেই ক্রেডিটের।মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। 😍
হ্যা, যে কোন অবস্থায়ই আমাদের শুকরিয়া আদায় করা উচিত, যেমন আছি অবশ্যই ভালো আছি। ধন্যবাদ আপু
সবুজ প্রাকৃতিক পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। তবে আমাদের গ্রামে বেশ সবুজ প্রাকৃতিক পরিবেশ রয়েছে। আমি মাঝেমধ্যে উপলব্ধি করতে পারি এবং উপভোগ করতে পারি সবুজ প্রাকৃতিক গুলো যখন পুকুর পাড়ে যাই। এছাড়া আজকে আব্বুর গ্রামে ঘুরতে গেছিলাম। বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ। সেখানে আমাদের ভুট্টা আর আলু লাগানো হয়েছে। একটু দেখার সুযোগ পেলাম সেখান থেকে। তবে সবুজ পরিবেশ আমাদের সকলের জন্য একান্ত কাম্য।
মানুষ মাত্রই ভুল,তাই ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে,সেটা মেনে নেওয়া যায় না। বরং ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে তো চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। যদিও এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন সচরাচর দেখা যায় না। সামনে হয়তোবা আরও দেখতে পাবো না। কারণ জনসংখ্যা আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে হা হা হা। মাঝেমধ্যে ইচ্ছে করে আমাদের দেশ থেকে কিছু মানুষ সাউথ কোরিয়া এবং জাপানে পাঠিয়ে দেই হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।