নীল আকাশের মাঝে শিক্ষনীয় আছে অনেক কিছু

in আমার বাংলা ব্লগ4 years ago

শুভ রাত্রি বন্ধুরা,

আজ একটু দেরীতে পোষ্ট লিখছি, যদিও আমি সব সময় একই সময়ে ব্লগ পোষ্ট করার চেস্টা করি কিন্তু আজ একটু ভিন্ন কারনে দেরী হয়েগেছে। আসলে আজকের শুরুটা ভালো হয় নাই তাই এর প্রভাব সকল কাজের উপর পরেছে। এটা সত্য যে কোন কারনে মন খারাপ হয়ে গেলে পরবর্তীতে বাকী কাজগুলোর উপর এর একটা প্রভাব পরে। আজ এটা যদি সকালের শুরুতে হয়, তবে সারা দিনটাই অন্য রকম হয়ে যায়। আমরা যেটাকে বাংলা ভাষায় কুফা বলে থাকি।

আজকের পোষ্টটির টাইটেল দেয়েছি আকাশ নিয়ে, কারন আজ আকাশের কিছু দৃশ্য আপনাদের সাথে ভাগ করে নেব। গতকাল একজন ব্যবহারকারীর পোষ্টে মন্তব্য করেছিলাম যে, আজ আকাশের কিছু দৃশ্য শেয়ার করবো। আসলে আমরা প্রতিদিন আকাশ দেখি, আকাশের দৃশ্য উপভোগ করার চেষ্টা করি। নানাভাবে নানা সময় আমরা আকাশের ভিন্ন ভিন্ন রূপ উপভোগ। আকাশের সৌন্দর্য আমাদের হৃদয়কে প্রভাবিত করে, আমরা কবিতা ও গদ্য লিখি সেই কারনে আকাশকে নিয়ে।

01.jpg
Place: Lutfor Rahman Lane, Dhaka
W3W Code: https://what3words.com/allies.tube.tensions
Device: Redmi 9, Xiaomi

02.jpg
Place: Lutfor Rahman Lane, Dhaka
W3W Code: https://what3words.com/allies.tube.tensions
Device: Redmi 9, Xiaomi

কিন্তু আমরা বিষয়টি নিয়ে কখনো চিন্তা করি না, কারন আমরা প্রতিটি জিনিষের শুধু একদিন নিয়ে চিন্তা করি। এর ব্যতিক্রম কিছু থাকতে পারে কিংবা এর মাঝে আমাদের জন্য শিক্ষনীয় কিছু লুকিয়ে থাকতে পারে সেটা নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই, কারন আমরা শুধু নিজের স্বার্থ এবং সুখ নিয়ে বেশী চিন্তিত থাকি। যার কারনে অন্য কিছু আমাদের চিন্তার মাঝে আসার সুযোগ পায় না কখনো। একটা বিষয়তো সবাই স্বীকার করে, আকাশ বড় উদার।

মাঝে মাঝে আমাদের স্কুলের শিক্ষকরা আকাশ নিয়ে উদাহরন দিতো এবং বলতো আকাশের মতো উদার হওয়ার চেষ্টা করো। আরো বলতো আকাশের মতো হৃদয়টাকে বিশাল বানাও এবং আকাশের মতো নিঃস্বার্থভাবে সবার উপকার করার চেষ্টা করো। নিঃস্বার্থভাবে কিছু করার মাঝেই লুকিয়ে থাকে প্রকৃতি সুখ, যা অন্যকোন ভাবে আসে না।

যদিও আমরা কখনো শিক্ষকদের এই কথাগুলোর ব্যাপারে মনোযোগি ছিলাম না, তাদের কথাগুলোর প্রতি কখনো গুরুত্বারোপ করতাম না। কারন তখন বিষয়গুলো আমাদের বুঝে আসতো না এবং আমাদের সক্ষমতার বাহিরে ছিলো। কিন্তু সত্যি বলছি এখন বুঝতে পারছি, মানুষ শুধু নামে না বরং যদি সত্যি কারের মানুষ হতে চাই তবে আকাশ হতে অনেক কিছুই শিক্ষনীয় রয়েছে আমাদের জন্য, আকাশ হতে পারে একটি সঠিক দৃষ্টান্ত মানব জীবনের জন্য।

03.jpg
Place: Lutfor Rahman Lane, Dhaka
W3W Code: https://what3words.com/allies.tube.tensions
Device: Redmi 9, Xiaomi

কিন্তু একটা বিষয় বেশ ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমরা কিন্তু আকাশকে অনুসরন করি তবে সেটা শুধুমাত্র বর্ষাকালে। বর্ষাকালের আকাশ যেমন হঠাৎ করেই পাল্টে যায়, নিজের বিস্তৃত শরীরের রং পাল্টে ফেলে, নীল হতে কালো হয়ে যায়, উজ্জ্বলতা ঢেকে মেঘে ভাসিয়ে দেয় সব। আমরা মানুষরা বর্তমানে ঠিক এই রূপটি ধারন করছি, নিজের স্বার্থে হঠাৎ করেই পাল্টে যাচ্ছি এবং স্বার্থ ঠিক না থাকলে নিজের রং পাল্টাতে দ্বিধা করছি না।

ফটোগ্রাফি যখন করি তখন আকাশটা কিছুটা উজ্জ্বল ছিলো কিন্তু সকালের দিকে আকাশে অনেক মেঘ ছিলো এবং বেশ কালো অন্ধকারাচ্ছন্ন ছিলো। আমাদের মতো আকাশের এই একটা বিষয়ে দারুন মিল। সত্যি আমরা মানুষ বেশীর ভাগ ক্ষেত্রেই সঠিক জায়গায় না বরং উল্টো অবস্থানে আমাদের মিল থাকে। হয়তো পড়তে পড়তে কিছুটা হলেও আপনি বিষযটি নিয়ে ভাবার সুযোগ পাবেন, আর এই সুযোগে আপনার মনে কোন চিন্তা জাগরিত হলে আমি স্বার্থকতা খুঁজে পাওয়ার চেস্টা করবো।

04.jpg
Place: Lutfor Rahman Lane, Dhaka
W3W Code: https://what3words.com/allies.tube.tensions
Device: Redmi 9, Xiaomi

05.jpg
Place: Lutfor Rahman Lane, Dhaka
W3W Code: https://what3words.com/allies.tube.tensions
Device: Redmi 9, Xiaomi

ভালো থাকুন, নিজের মাঝে ভিন্ন চিন্তাকে জাগ্রত করুন এবং মাঝে মাঝে আকাশটাকে দেখুন, বড় বড় নিঃশ্বাস নিন। নিজের সুখটাকে যত বড় করে দেখতে ভালোবাসেন মাঝে মাঝে অন্যদের সুখ নিয়েও কিছুটা চিন্তা করুন, স্বার্থকতা শুধু মাত্র নিজের স্বার্থের মাঝে থাকে না, অন্যদের জন্য কিছু করতে পারার মাঝেও থাকে।

ধন্যবাদ সবাইকে লেখাগুলো পড়ার জন্য।

break.png
Leader_Banner-hafizullah.png
break.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

break.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

|| Community Page | Discord Group ||

Sort:  
 4 years ago 

সুন্দর হয়েছে ছবিগুলো এবং আপনার যুক্তিগুলো অনেক ভাল ছিল ধন্যবাদ আপনাকে ।

 4 years ago 

অপরূপ লীলাময় বাংলার প্রকৃতির ছবি। দেখলে মনে জুড়িয়ে যায়। দারুন হয়েছে ছবিগুলো

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

চমৎকারভাবে আকাশকে তুলে এনেছেন হাফিজ ভাই। আসলেও আমরা আকাশ থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারি। আকাশকে দেখে আপনার উপলব্ধি ও চমৎকার। আপনার ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।

 4 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাই আপনার সুন্দর পজিটিভ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

👍

আসলেই অনেক কিছু শেখার আছে। ছোটবেলায় পড়েছিলাম নয় প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক।
কি রকম চিন্তাভাবনা খুবই দরকার আছে। এর ফলে আমাদের চিন্তার জগত বিস্তৃত হয়।
ছবিগুলো অসাধারণ হয়েছে।

 4 years ago 

চমৎকার ভাবে আপনি আপনার কথা উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার একটি কথার সাথে আমি একমত দিনের শুরুটা যদি খারাপ যায় তাহলে সেই প্রভাবটা দৈনন্দিন অনেক কাজের উপর পরে।

 4 years ago 

ভাইয়া আকাশ নিয়ে লেখাটা পড়ে খুব ভালো লাগলো। ছবিগুলি খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

শুনে খুশি হলাম দিদি।

 4 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন। চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago (edited)

খুবই ভালো লাগলো আকাশ সম্পর্কে আপনার সুন্দর মন্তব্য গুলো। আমিও মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি সম্পর্কে।

 4 years ago 

চমৎকার ভাবে আপনি আপনার কথা উপস্থাপন করেছেন। ভাই অনেক সুন্দর হয়েছে ছবিগুলো

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png