আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে || আমার বাংলা ব্লগ- বিশেষ হ্যাংআউট রিপোর্ট

in আমার বাংলা ব্লগ3 days ago

Special Hangout 21 February25.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৫২৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৪৬। বিশেষ এই হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৪৪ জন।

বিশেষ হ্যাংআউট রিপোর্ট

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময় হওয়ার সাথে সাথে চলে আসেন, তারপর যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে স্বাগতম জানান এবং তারপর বিশেষ হ্যাংআউট নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। আজকের এই বিশেষ আয়োজনটির মূলে রয়েছেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা। সাপ্তাহিক হ্যাংআউট নিয়ে আমরা বেশ ব্যস্ত ছিলাম, যার কারণে এই আয়োজনের বিষয়টি আমাদের মাথায় ছিলো না, তাৎক্ষনিকভাবে দাদা বিষয়টি ধরিয়ে দেন এবং আমরা নিজেরা আলোচনা করে আয়োজন নিশ্চিত করি। আমার বাংলা ব্লগ সব সময়ই কালচারাল প্রোগ্রামগুলো নিয়ে একটু বেশী সচেতন থাকার চেষ্টা করে। তারপর দাদার নিকট হতে হ্যাংআউট শুরু করার অনুমতি নেন। এরপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং তারপর হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন ভাষা শহীদদের স্মৃতিতে অমর একুশে ভাষা সংগীত পরিবেশনের মাধ্যমে।

এরপর কথা বলি আমি @hafizullah, মহান একুশের আজকের এই দিনে, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শ্রদ্ধভরে স্মরণ করছি সেই সকল মানুষকে যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমরা আজ নিজ মাতৃভাষায় কথা বলতে পারছি। যাদের অক্লান্ত পরিশ্রমের কারনে আজ পুরো বিশ্বজুড়ে বাংলা ভাষা নিয়ে দিবস পালিত হচ্ছে। পুরো পৃথিবী আজ নানা আয়োজনে বাংলা ভাষার জন্য সংগ্রাম করায় বিশেষ এই দিনটিকে বিশেষভাবে পালন করছে। এটা আমাদেরজন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি তাদের পরিশ্রমকেও ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টার ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই ভাষা আন্দোলন।

কিন্তু দুঃখজনক হলেও আমরা আজ ভাষার কদর করছি না, মাতৃভাষার সঠিক চর্চা করছি না, সাহিত্য চর্চায় যথাযথভাবে ভূমিকা পালন করছি না। বরং অনাকাংখিতভাবে আজ বাংলা ভাষাকে বিকৃত করছি এবং ভাষা শহীদদের ত্যাগকে অসম্মান করছি। আসুন আমরা সবাই শুধু ভাষা দিবসে ভাষা নিয়ে আলোচনা না করে বরং কাংখিতভাবে নিজ নিজ অবস্থান হতে ভাষার সঠিক ব্যবহার করার চেষ্টা করি। ধন্যবাদ ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, আজ একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনেক শুভেচ্ছা রইল ভাষা দিবসের। আসলে এই দিনটা বাংলা ভাষার ক্ষেত্রে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসের নয়, বরং বিশ্বব্যাপী ভাষার অধিকার আদায়ের অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছে। ভাষা শুধুমাত্র একটা যোগাযোগের মাধ্যম নয়, এটা বাঙালিদের সংস্কৃতি, পরিচয় এবং স্বাধীনতার প্রতীক দৃষ্টান্ত। যাদের আন্তত্যাগের বিনিময়ে মহান এই একুশে, যারা রক্ত দিয়ে ভাষার এই অধিকারকে ফিরিয়ে এনেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ রেখে, এটা মেনে নিয়ে চলা উচিত যে, আমরা মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে এটাকে রক্ষা করবো এবং বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবো। বিশ্ব মঞ্চে এটাকে আরো পরিচিতি লাভ করাবো। সেই হিসেবে আমাদের বাংলা ভাষার প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে। একুশে ফেব্রুয়ারী অমর হোক।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি বাঙালি জাতির আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ১৯৫২ সালের এই দিনে, আমাদের অকুতোভয় ভাষা সৈনিকরা মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষার অধিকার। বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের সংস্কৃতি, পরিচয় এবং গর্বের প্রতীক। আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, মাতৃভাষার মর্যাদা রক্ষা করবো এবং সকল ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবো। ভাষার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে কাজ করলে, আমাদের ভাষা পৃথিবীর কাছে আরো সুন্দর ভাবে তুলে ধরতে পারবো। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, আজকের এই বিশেষ দিনে আমাদের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগেই আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা পেয়েছি। ভাষার জন্য তাদের অবদান আমাদের চিরকাল অনুপ্রাণীত করবে। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার, পেয়েছি স্বাধীনভাবে চলার অধিকার। এই উপলক্ষে চলুন আমরা একসাথে দিনটিকে স্মরণ করি। অনেক অনেক গল্প করি, আড্ডা দেই এবং গৌরব উদযাপন করি। আমরা আমাদের বাস্তব জীবনে সব সময়ই ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলি। ভাষার সুন্দর ব্যবহারটা নিশ্চিত করি আমরা। আমি দাদাকে অনেক অনেক ধন্যবাদ দেই, ব্লকচেইনে বাংলা ভাষাকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

21-001.png

এই জন্য আসলে তাকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে। কারণ ব্লকচেইনে বাংলা ভাষার প্রচলন একেবারেই ছিলো না কিন্তু এখন, এই প্লাটফর্মে আপনারা দেখেছেন বাংলা ব্লগের কনটেন্ট এখন অনেক অনেক বেটার কোয়ালিটি, স্টিম ব্লকচেইনে এখন অনেক পরিচিত, শুধুমাত্র দাদার প্রচেষ্টার কারণে। যাইহোক, আমাদের বাস্তব জীবনে ভাষাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে এবং ভাষার মাধুর্যটাকে আমরা ধরে রাখতে পারি, খুব খারাপভাবে ভাষার ব্যবহারটা যেন না করি। ধন্যবাদ।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমে সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সত্যি বলতে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি, আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, আমার বাংলা ব্লগে ব্লগ লিখছি, বাংলা ভাষায় একটা কমিউনিটি তৈরী করেছি, এই বিষয়গুলো অনেক সময় আমাদের মাথায় আসে না যে, যাদের এতো ত্যাগ, জীবন দেয়া, এটা কিন্তু সহজ কথা না। এর বিনিময়ে আমরা এই বাংলা ভাষাটা পেয়েছি। ভাষার যে মর্যাদা কিংবা সম্মান রক্ষা করতে পারি না, ভিবিন্নভাবে বাংলা ইংরেজী মিক্স করে থাকি। ভাষা দিবসে আমরা যদি একটা নিয়মের মাঝে চলেছি, সহজভাবে দেখুন আমরা যখন ফেসবুকে কিছু লিখি সেখানে কিন্তু আমরা অভ্র ব্যবহার করি।

কিন্তু আমরা বাংলা ব্লগে লিখতে গেলে ঠিকই সঠিকভাবে বাংলায় লিখি। এটা দারুণ একটা অভ্যেস তৈরী করে দিয়েছে আমাদের। তাই ভাষার প্রতি সবাইকে সম্মান জানাতে বলেন। যেমন কোরিয়ানদের দেখেন, যত কিছুই হোক তারা কিন্তু নিজেদের ভাষায় সব লিখি। তেমন আমাদের একটা বাংলা কমিউনিটি আছে আমরা বাংলায় লিখি, স্টিমিটে এখন সবাই সেটা যানে এটা বাংলা কমিউনিটি, ভাষা ভিক্তিক, এই অর্জনটা আমাদের হয়েছে কিন্তু। ধন্যবাদ।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, এ সপ্তাহে সবার টুইটার এক্টিভিটিস মোটামুটি ভালো ছিল। ব্লগ পোস্ট প্রমোশন ছিল ২৪৪ টি। সক্রিয় সদস্য ছিল ৪৪ জন এবং মেইন তালিকায় সদস্য ছিল ২৩ জন। এছাড়া সকলের পুশ প্রমোশন ছিল যথেষ্ট। সব মিলিয়ে এ সপ্তাহের টুইটার অব দ্যা উইক হয়েছেন আবু বক্কর ভাই। তার জন্য শুভেচ্ছা রইল এবং সবাই টুইটারে সক্রিয় থাকুন, আশা করা যায় ধীরে ধীরে সবাই কাঙ্খিত সম্মানিত অবস্থানে আসতে পারবেন।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, ২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের ভাষার প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও আমাদের গৌরবের প্রতীক স্বরূপ। ভাষা মূলত শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, এবং আমাদের আত্ম পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদেরই দায়িত্ব মাতৃভাষাকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা। যেটা আমরা করতে পারি লেখার সময় এবং কথা বলার সময় সঠিক বাংলার শব্দের ব্যবহার করে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভাল আছেন। প্রথমেই স্মরণ করছি মহান ভাষা আন্দোলনে যারা নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। তাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। একমাত্র বাঙালি জাতি তার নিজের ভাষার জন্য এভাবে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়ে গিয়েছ প্রত্যেকটা জাতির কাছে তার মায়ের ভাষা উত্তম। এ কারণেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃত পেয়েছে।তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের প্রাণের ভাষায় কথা বলতে পারছি, লিখতে পারছি।

হয়তো তাদের এই আত্মত্যাগ না থাকলে বাংলা ভাষাকে চিরতরে হারিয়ে ফেলতাম। বাংলার জায়গায় দখল হয়ে যেত তখন অন্য জাতির ভাষা। আমাদের সকলেরই উচিত মাতৃভাষাকে সম্মান দেওয়া, বাংলা ভাষার প্রসার ঘটানো, বাংলা ভাষাকে ভালোবাসা। যাইহোক ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাটা কি জিনিস সেটা আগে বুঝতে হবে, ভাষাটা হলো কমিউনিকেশন রাখার জন্য একটা মাধ্যম। আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের একটা সমস্যা হলো কি? আমরা নিজের মাতৃভাষাকে হেয় করি এবং লজ্জাবোধ করি, যেটা খুবই খারাপ। রাশিয়ায় ৯৫% রাশিয়ানরা ইংরেজী জানেন না। ৯৮% জাপানীজ ইংরেজী জানেন না। কোরিয়ানরা এই রকম। তাদের নিজেদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চা থেকে শুরু করে পড়াশুনা সব কিছু করে তাতে সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে ইংরেজী একটু কম জানলে তাকে নিয়ে হাসাহাসি করে মানুষ, এমন একটা ভ্রান্ত ধারণা তৈরী হয়েছে যে ইংরেজী ভালো জানলেই সে উচ্চ শিক্ষিত, সেটা একদমই মিথ্যা কথা।

21-00122.png

একজন দিনমজুরও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে কারণ সেটা একটা ভাষা। হিন্দি বাংলা যেমন ভাষা ইংরেজিও তেমন একটি ভাষা। একজন অশিক্ষিত মানুষ চর্চা করলে সে বলতে পারবে একজন শিক্ষিত মানুষ চর্চা করলে সেও বলতে পারবে। তাই এই ভাষা দিয়ে কারো শিক্ষিত অশিক্ষিত বিচার করা যায় না আসলে। কিন্তু আমরা সেটা করি এবং এই কারণে আমরা বাংলা ভাষাকে ঘৃণা করি। তা না হলে বাংলা ভাষাকে এতোটা হেয় প্রতিপন্ন করা হতো না আসলে। বাংলা হলো পৃথিবীর মধুরতম যে ভাষাগুলো আছে তার মধ্যে অন্যতম। কারণ আমাদের বর্ণমালা অনেকগুলো। অর্থাৎ আমরা মনের ভাব সুক্ষাতিসুক্ষভাবে প্রকাশ করতে পারি। যেটা ইংরেজিতে সম্ভব না।

র ড় আপনি ইংরেজীতে বলতে পারবেন? সব আর দিয়ে বলতে হবে বা এইচ আর যোগ করতে হবে মানে একটা জগাখিচুড়ি অবস্থা হবে। ২৬টা বর্ণ দিয়ে আপনি মোটামুটি মনের ভাব প্রকাশ করতে পারবেন কিন্তু সুক্ষাতিসুক্ষভাবে প্রকাশ করতে পারবেন না। যেটা বাংলা ভাষার দ্বারা সম্ভব। চায়না ভাষা দেখুন, চায়নাদের নিজস্ব কোন বর্ণমালাই নেই। সব শব্দ শিখতে হয় অর্থাৎ একটা শিশু চায়না ভাষায় কথা বলতে গেলে কম করে হলেও তাকে ৫০০০ শব্দ মুখস্ত করা লাগে কারণ তাদের কোন বর্ণমালা নেই। তাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এমন কিছুই নেই। এটা খুবই কঠিন। কোরিয়ান ভাষা এদের নিজস্ব বর্ণমালা নেই। এসব ভাষা নিয়ে তারা লজ্জাবোধ করে না। তারা এ ভাষা নিয়ে গর্বিত।

তারা নিজেদের ভাষায় সব কিছু করে। যত লজ্জা শুধু আমাদের বাংলা ভাষা নিয়ে, এটাই আমার কাছে খুব খারাপ লাগে। বাংলা ভাষায় কথা বললে আরে সে তো আনকালচার্ড বাংলা ভাষায় কথা বলে, এটা খুবই খারাপ। বাংলা একটা ভাষা এবং আমাদের মাতৃভাষা। বাংলায়, যা করার সব করবেন বাংলায়। আপনি ইংরেজী না জানলেও সমস্যা নেই কিন্তু আপনি বাংলায় যদি উচ্চ শিক্ষিত হন তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ। কিন্তু আমাদের দেশে এ জিনিষটি দুর্ভাগ্যজনক আর নিজের মাতৃভাষাকে হেয় প্রতিপন্ন করে বিদেশী ভাষাকে আপন করে নিলে সে শিক্ষিত হয়ে উঠবে না কখনো। আর এটা যদি চলতেই থাকে তাহলে বাংলা অচিরেই মুছে যাবে পৃথিবীর মানচিত্র থেকে, বাংলা ভাষাভাষি কোন জায়গা থাকবে না।

সত্যি বলতে বাংলা চর্চা অনেকাংশেই ছিলো বাংলাদেশের উপর নির্ভরশীল, সে বাংলা ভাষার একটা বড় বিপর্যয় এখন ওখানে লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে অত্যধিক হিন্দি ভাষাভাষিদের আগ্রাসী মনোভাবের কারণে বাংলা কোণঠাসা আর বাংলাদেশে আরবি ফারসি ভাষার বাড়াবাড়ির কারণে বাংলা কোণঠাসা। দু দেশেই আমাদের ভাষা কোণঠাসা হয়ে পড়েছে একদম। ইন্ডিয়াতে আপনারা জানেন যে, বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের প্রায় সবাই, কিঞ্চিত দার্জিলিংটা বাদে। তারপর আসামের একটা বড় অংশ বাঙালি আসাম। ত্রিপুরার সবাই ১০০% বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলে। উড়িষ্যার একটা বড় অংশ বাংলা ভাষায় কথা বলে অর্থাৎ আপনি যদি বাংলা ভাষাভাষিদের সংখ্যা দিয়ে বিচার করেন তাহলে বাংলাদেশী মানুষের চেয়েও ইন্ডিয়ায় বাংলা ভাষাভাষি মানুষের সংখ্যা অনেক বেশি।

কিন্তু সত্যিকারের মাতৃভাষা চর্চা নেই। আমার মাতৃভাষা হিন্দি না, আমার মাতৃভাষা বাংলা। পশ্চিমবঙ্গের আমরা আপনাদের মতোই, আমরা কখনো টাকাকে রুপি বলি না, আমরা টাকাকে টাকা বলি। আপনারাও টাকা বলেন আমরাও টাকা বলি আমরা কখনো রুপি বলি না। এখানে আপনাদের সাথে আমাদের অনেকটা মিল আছে। কিন্তু এক জায়গায় আমরা খুবই খারাপ কাজ করে যাচ্ছি, এখানে আমরা বাংলা ভাষাকে কোণঠাসা করে ফেলছি, বাংলাদেশেও বাংলা ভাষাকে কোণঠাসা করা হয়েছে। এ জিনিষটা আসলেই সমর্থন করি না। আমি আমার নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছি কিন্তু এর মানে এই নয় যে, তাকে বাংলা ভাষা শিখাই না। আমার বাড়িতে আমি প্রচুর বাংলা ছড়ার বই কিনেছি আমি, বাংলা ভাষায় ছড়া পড়াই, গল্পের বই পড়াই এবং সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে হিন্ডি না নিয়ে বাংলাই নেয়াবো তাকে।

অর্থাৎ বাংলাকে আমাদের কখনোই হেয় করা যাবে না। বাংলাকে অবশ্যই মাথায় তুলতে হবে, তা না হলে বিপদ সামনে। এটাই হলো আমার কথা, বাংলা ভাষায় একুশে ফেব্রুয়ারী শুধু একদিন পালন করলাম আমরা নিজের মাতৃভাষা দিবস হিসেবে। তাহলে নিজেদের দায় দায়িত্ব পালন হবে না। বাংলা ভাষা টিকিয়ে রাখতে হলে প্রচুর বই পড়তে হবে, প্রচুর সৃজনশীল লেখা তারপর ভিবিন্ন যে সভা সমিতি এসব জায়গায় বাংলা ভাষার প্রচার প্রসারে কাজ করে যেতে হবে। আপনি যদি বাংলা ভাষায় যে কোন একটা পণ্য হিসেবে ব্যবহার করেন, আমি অবাক হয়ে যাই নেটফ্লিক্স আমাজন প্রাইম এখানে বাংলা কনটেন্ট খুবই কম, বাংলা সিনেমা খুঁজে পাওয়া যায় না। তার মানে কি আমরা বাংলা চাই না আমরা খুবই হিন্দির ভক্ত। আবার আপনি দক্ষিণের দিকে যান এখানে তাদের নিজেদের ভাষা ছাড়া চলেই না, তারা হিন্দি দেখেই না।

তারা নিজেদের ভাষায় সিনেমা করে, নিজেদের ভাষায় বই পুস্তক সব কিছু করে। এখানে বাংলা হিন্দি সিনেমাগুলো কোণঠাসা হয়ে পড়েছে কারণ তাদের নিজস্ব ভাষার সিনেমা করার জন্য। তাদের কথা হচ্ছে তাদের নিজস্ব ভাষা ছাড়া সিনেমা দেখতেই চায় না। বাধ্য হয়েই এখন তাদের ইন্ডাস্ট্রির তারা নিজেদের ভাষার জন্য টাকা ঢালে, নেটফ্লিক্স আমাজনে ঢুকলে প্রচুর তাদের ভাষায় সিনেমা দেখতে পাবেন। কারণ তারা সেখানে নিজেদের ভাষা ছাড়া অন্য ভাষা সাপোর্ট করেই না। আর আমাদের রাজ্যে আসুন দেখবেন যে প্রতিটি হলে বাংলা সিনেমা চলেই না। এই ৮-১০জন দর্শক হয় তার বেশী না কিন্তু হিন্দি সিনেমায় একদম হল উপচে পড়ে টিকেট পাওয়া যায় না। এই রকম চলতে থাকলে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ হবে।

সেটা বাংলাদেশের ক্ষেত্রেও এক সময় তাই হবে, বাংলাদেশে তো এখন বিদেশী আগ্রাসন অনেক বেশি। এখান হতে বেড়িয়ে আসতে হবে, শুধুমাত্র একটা দিন পালন করে দায় ছেড়ে দিলে চলবে না, আমাদের দায় অনেক বেশি। নিজেদের সন্তানদের প্রতিও দায় আছে,মাতৃভাষার প্রতিও অনেক দায় আছে। যার যার ফ্যামিলিতে আমরা সবাই যদি ঠিক রাখি তাহলে বাংলা ভাষা টিকে যাবে। সন্তানকে অবশ্যই ইংরেজী শিক্ষায় শিক্ষিত করবেন আন্তর্জাতিক ভাষা হিসেবে কিন্তু বাংলা বাদ দিবেন একদম। তাকে সমানভাবে বাংলাতেও পণ্ডিত করে তুলতে হবে তা না হলে ব্যর্থ হয়ে যাবে । এটাই বলার ছিলো।

তারপর শুভ ভাই ফিরে আসেন এবং সময় উপযোগী কথাগুলো বলার জন্য দাদাকে ধন্যবাদ জানান, এর সাথে দ্বিমত পোষণ করার কোন সুযোগ নেই। প্রসঙ্গক্রমে শুভ ভাই ব্লকচেইনে বাংলা নিয়ে নিজের তিক্ত অনুভূতি শেয়ার করেন, সবাই বাঙালিদের ভালো চোখে দেখতো না কিন্তু আজ এবিবি র জন্য সবাই বাংলা এবং বাঙালিদের অবজ্ঞা করতে পারে না। সবাই কিছুই আসলে সম্ভব হয়েছে দাদার কারণে। তারপর সবাই বাংলা স্টিকার দিয়ে ভাষার প্রতি আবেগ প্রকাশ করেন এবং শুভ ভাই সবাইকে ধন্যবাদ জানান। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর কিংপ্রস ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। ভাষার উপর পর পর ১০টি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানান । তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতার পক্ষ হতে পর পর ৪টি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীদের রিওয়ার্ডস দেয়া হয় পরবর্তীতে।

তারপর শুভ ভাই গানের বিশেষ আসর শুরু করেন। বিশেষ এই গানের আসরে একে একে @bristychaki গান, @bristy1 গান, @kausikchak123 গান, @shuvo35 গান, @ah-agim কবিতা আবৃত্তি, @neelamsamanta কবিতা আবৃত্তি, @shahid540 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি এবং সবশেষে আমি @hafizullah কবিতা আবৃত্তি করি। সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন। তারপর আরো কিছুটা সময় পছন্দের গান বাজানো হয়।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2BB.png

Banner PUSS0.png

Sort:  
 3 days ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হওয়া বিশেষ হ্যাংআউট টা খুবই ভালোভাবে উপভোগ করেছিলাম। আর আপনি আজকে এটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। শেষের বিনোদন পর্বটাও টা অনেক ভালো লেগেছিল। সবাই অনেক সুন্দর গান এবং কবিতা আবৃত্তি করেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে || আমার বাংলা ব্লগ এর বিশেষ হ্যাংআউট এ থাকতে পেরে অনেক বেশি ভালো লাগলো।আর এই হ্যাংআউটে গান গাইতে পেরে নিজের কাছে অনেক আনন্দবোধ হচ্ছে।ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত এবারে স্পেশাল হ্যাংআউটটি খুবই গুরুত্বপূর্ণ ছিলো কেননা এটি অনুষ্ঠিত হয়েছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। প্রত্যেকেই চমৎকার কথা বলেছিলেন সেই সাথে অনেকেই দারুন গান এবং কবিতা আবৃত্তিও করেছেন। স্পেশালি আপনার কবিতা আবৃত্তি টি দারুন ছিলো ভাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটের প্রত্যেকটি বিষয়কে আমাদের মাঝে লিখিতভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 days ago 

এটা একটা বিশেষ নিয়ামত যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি কোন ভয়-ভীতি ছাড়ায়। এমনকি অনলাইনেও আমরা আমাদের মনের কথাগুলো ইচ্ছামত প্রকাশ করতে পারছি। এজন্যে যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া রইল-আল্লাহ উনাদের প্রচেষ্টাগুলোর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।

ধন্যবাদ, এই বিশেষ হ্যাং আউটের ধারাবিবরণি প্রকাশ করার জন্যে।

 3 days ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেই দিনের হ্যাং আউটটি দারুন সুন্দর হয়েছিল। সকলে মিলে ভাষা দিবস একেবারে জমিয়ে দিয়েছিল৷ দাদা ভীষণ সুন্দর করে ভাষা সম্বন্ধীয় বিষয়গুলি বর্ণনা করেন। এছাড়াও সেই দিনের প্রত্যেকের গান এবং কবিতা ভীষণ ভালো ছিল।

 3 days ago 

বিশেষ হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। হ্যাংআউট এ উপস্থিত ছিলাম তারপরে আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আর বিশেষ হ্যাংআউট এর গান গুলো শোনতে অনেক ভালো লেগেছিল।

 3 days ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ হ্যাংআউট বেশ উপভোগ করেছি। আসলেই বাঙালি জাতি বাংলা ভাষার কদর করে না। বরং আমাদের আগ্রহ দিনদিন ইংরেজি ভাষার প্রতি বেড়েই চলেছে। তবে আমাদের উচিত বাংলা ভাষাকে ভালোবাসা। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

বিশেষ হ্যাংআউটের রিপোর্টটা এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। এই পোস্টটা পড়ে পুরোটা বেশ ভালোভাবেই জানতে পারলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো পোষ্টটি পড়তে। যার উপস্থিত ছিল না তারা ভালোভাবেই জানতে পারবে পুরোটা। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হওয়া বিশেষ হ্যাংআউটে আমি শুরু থেকেই উপস্থিত ছিলাম। সকলের শুভেচ্ছা বক্তব্য শুনে খুবই ভালো লেগেছে। তাছাড়া দাদা বাংলা ভাষা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমার বাংলা ভাষায় কথা বলতে পারি এটি সত্যি আমাদের জন্য খুব সৌভাগ্যের বিষয়। তাই আমাদের বাংলা ভাষাকে কদর করা উচিত। ধন্যবাদ ভাই আপনাকে খুব সুন্দর করে পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।