প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং কিছুটা ব্যস্ততার মাঝে আছি। তবে যথারীতি মানসিক চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। অবশ্য মাঝে মাঝে ব্যস্ততা খুবই জরুরী আমাদের জীবনের জন্য। কারণ ব্যস্ততা না থাকলে আমরা হয়তো অবসর সময়ের মর্মটা বুঝতে পারতাম না। তাই মাঝে মাঝে ব্যস্ততা এবং মানসিক চাপ থাকাটা ভালো, না হলে আমরা আবার সব ছেড়ে দিয়ে অতি সুখে সন্ন্যাসী হয়ে যেতাম, হি হি হি। তখন সমস্যা আরো বেশী বেড়ে যেতো।

যাইহোক, জীবন যত দিন রবে জীবনের সাথে চাপ কিংবা সমস্যা ততো দিন থাকবে। আজকে অবশ্য প্রকৃতির সবুজ ও সতেজ কিছু দৃশ্য শেয়ার করবো, অবশ্য প্রকৃতির দৃশ্যগুলো আগের মতো অতো বেশী সবুজ কিংবা সতেজ কোনটাই নেই। আগে যেমন প্রকৃতি দেখলে একটা অন্য রকম সতেজতা অনুভূত হতো, এখন সেটা আর হয় না। আপনাদের অবস্থা কি রকম সেটা হয়তো আমি জানি না, তবে আমার মাঝে আগের মতো সতেজতা আর আসে না। এর অনেকগুলো কারণ আছে, কিছু যেমন আমাদের দ্বারা সৃষ্ট ঠিক তেমনি কিছু প্রকৃতিগতভাবে সৃষ্ট। আমি সেদিকে যাচ্ছি না আর।

IMG_20250215_112917.jpg

শীত প্রায় শেষের দিকে, গরমের উষ্ণতা ফিরতে শুরু করেছে। আর ঐ দিকে কৃষকও রবিশস্য তুলে নতুনভাবে ধান রোপণ করার প্রস্তুতি নিচ্ছে, অনেকেই আবার ইতিমধ্যে ধান রোপণ করে জমিতে পানি দেয়ার চেষ্টা করছেন। যাদের পানি দেয়ার সুযোগ আছে তারা ইতিমধ্যে ধান রোপণ করেছেন এবং সেখানে পানির সেচ দিচ্ছেন যাতে চারাগুলো দ্রুত সবুজ হতে বেড়ে উঠতে পারে। আবার যারা একটু দেরীতে সরিষা রোপণ করেছিলেন তারা হয়তো এখনো সরিষা সংগ্রহ করেন নাই।

IMG_20250215_112816.jpg

IMG_20250215_112824.jpg

খালগুলো অনেকটাই শুকিয়ে গেছে, সেই সুযোগে অনেকেই খালের পাশে মাচা বানিয়ে ভিবিন্ন সবজি চাষ করার চেষ্টা করছেন। এর মাঝে উল্লেখ্যযোগ্য দুটো সবজি হলো লাউ এবং মিষ্টি কুমড়া। খালে পানি ফিরে আসতে আসতে লাউ কিংবা মিষ্টি কুমড়ার ফলন হয়ে যাবে। কারন বৃষ্টি শুরু হতে এখনো কিছুটা সময় বাকি আছে, আর বৃষ্টি শুরু হলেই খালে পানির উচ্চতা বাড়তে থাকবে।

IMG_20250215_112900.jpg

IMG_20250215_112909.jpg

এখন প্রকৃতি বেশ ধুলো রয়েছে যার কারনে চারপাশের প্রকৃতি অতো বেশী সবুজ দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে ধুলো ধুয়ে যাবে এবং প্রকৃতির সজীবতা আরো বেশী স্পষ্ট হয়ে উঠবে। তখন হয়তো এই দৃশ্যগুলো দেখতে আরো বেশী সুন্দর ও উজ্জ্বল লাগবে। বৃষ্টিপাতের পর সবুজ প্রকৃতির সতেজতা অনেক বেশী বেড়ে যায় এবং তখন প্রকৃতির মাঝে থাকা সতেজতা দারুণভাবে অনুভূত হয়।

তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

প্রকৃতির এলোমেলো কিন্তু মনোমুগ্ধকর দৃশ্যগুলো সবসময়ই চোখ ও মনকে প্রশান্তি দেয়। প্রতিটি ফোটোগ্রাফি যেন প্রকৃতির ভিন্ন ভিন্ন সৌন্দর্যের গল্প বলছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি সত্যিই দারুণ লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

আসলে জীবনে ব্যস্ততা থাকা অনেক ভালো। আর সব ব্যস্ততার মাঝে নিজেকে একটু সময় দেওয়া উচিত। তাহলে আমরা দুই দিক থেকে দুইটাই ভালোভাবে বুঝতে পারবো যাইহোক এত সুন্দর কিছু প্রকৃতির ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে মনটাই ভালো হয়ে গেলো।

 4 days ago 

আপনার আজকের তোলা প্রকৃতির ফটোগ্রাফি গুলো যে দেখবে সেই মুগ্ধ হবে। কারণ সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। যে কোনো কিছুর ফটোগ্রাফি না করলে অন্যরকম লাগে এখন। আপনিও কিন্তু দারুণ ফটোগ্রাফি করতে পারেন। প্রকৃতির মাঝে মাঝেমধ্যে সময় কাটালেও ভালো লাগে।

 4 days ago 

বাংলার সমস্ত গ্রামি বোধায় একই রকম দেখতে। আর সমস্ত ফসল ফলানোর সময়ের অনুপাত ও প্রায় একই বলে ধরে নিচ্ছি। আমি যখন এবার বাড়ি গেলাম তখন দেখলাম যে ধান রোপন হয়ে গেছে বেশিরভাগ জমিতেই এছাড়াও যারা দেরিতে মুগ ডাল বিউলির ডাল বাতিল ইত্যাদি চাষ দানা শস্য করেন তারা চাষ করতে শুরু করে দিয়েছেন। শীতকালে এমনিতেই জল কমে যায়। আরে খালগুলো তো দেখলে মনে হয় না এগুলোতে জলও আসে। তবে আমাদের এদিকে নদীতে যেহেতু জল মোটামুটি থাকে কম হলেও বিশেষ করে রূপনারায়ণে। তাই সেখান থেকে যে সমস্ত খাল গুলো ভেতরে ঢুকেছে সেগুলোতে মোটামুটি জল থাকে। ফটোগ্রাফি করেছিলেন ফটোগ্রাফির চেয়ে বেশি বর্ণনা গুলো পড়লাম। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।

 4 days ago 

আসলে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখলে সেই প্রকৃতির মাঝে আমার মিশে যেতে ইচ্ছা করে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটি প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এছাড়াও আপনার এই অনুভূতি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

বর্তমান সময়ে প্রচুর ধুলাবালি যার কারণে গাছের পাতাগুলো সেরকম সবুজ দেখায় না।
একটু বৃষ্টি হলে আবার গাছের ও পাতার সতেজতা চলে আসবে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। দারুন কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাই মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

শীতকালে বৃষ্টি হয় না বলে চারিদিকে ধুলাবালি আর ধুলাবালি দেখা যায়। গাছের পাতার মধ্যে তো প্রচুর ধুলাবালি আটকে থাকে। আর সেজন্যই পাতা গুলো তেমন সবুজ ও সতেজ লাগে না দেখতে। বৃষ্টি শুরু হলেই পাতাগুলো দেখতে সবুজ ও সতেজ লাগবে। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 hours ago 

শীত শেষ প্রকৃতি তে এখন অতিরিক্ত ধুলা। বৃষ্টির অপেক্ষায় আছি। বৃষ্টি হলেই এই ধুলা চলে যাবে। বেশ দারুণ লাগল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। গ্রাম এলাকায় এটা বেশি দেখা যায়। খালের উপর মাচার। আর খালগুলো যেন এখন জলবদ্ধ পুকুরে পরিণত হয়েছে।