আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যথারীতি আগের মতো চাপে আছি। আসলে অনেকগুলো বিয়ের দাওয়াত পড়ে গেছে এই মাসে। এমনিতে শীতকালে বিয়ের ধুপ পড়ে যায়, বিশেষ করে যখন শীত শেষের দিকে থাকে তখন মানুষের মাঝে তাড়াহুড়াটা একটু বেশীই লক্ষ্য করা যায়, হি হি হি। এই পোষ্ট লেখা শেষেই বাড়ির সবাইকে নিয়ে বের হবো, যাবো এক পাত্রির বাড়িতে। বড় বায়রা ভাইয়ের ছোট মেয়ের জন্য পাত্র দেখতে। যদিও কথাবার্তা অনেকটাই পাকা, জাস্ট আমরা যাবো বাড়িঘর দেখবো এবং বিয়ের ডেট ফাইনাল করবো।
আরো একটা বিয়ের দাওয়াত অবশ্য অনেক আগ হতেই নিশ্চিত হয়ে আছে আর সেটা হলো আমার বাংলা ব্লগের মডারেটর সিয়াম ভাইয়ের বিয়ে। সুতরাং বুঝতেই পারছেন বিয়ের এই আমেজ শুধু আমাদের পরিবার কিংবা সমাজের মাঝেই নির্দিষ্ট নেই বরং আমার বাংলা ব্লগ পরিবারের মাঝেও চলে আসছে হি হি হি। তবে শীতকালে বিয়ের কি মজা সেটা আমি এখনো বুঝতে পারিনি কারন আমার বিয়েটা শীতকালে হয় নাই তো, হি হি হি। কিন্তু কেন জানি সেই ছোট বেলা হতেই দেখে আসছি শীতকাল আসলেই পরিবারের লোকজন উঠে পড়ে লেগে যায় বিয়ের আয়োজন করার জন্য।
যাক, সেসব বিষয়ে বেশী কথা না বলি, পরে না আবার আমার বিয়ের উৎসাহ বেড়ে যায় হি হি হি। তবে একটা বিষয় বেশ ভালো ভাবেই বুঝতে পারছি আর সেটা হলো বাঙালি বেশ উৎসব প্রিয় জাতি। খাবারের প্রতি যেমন তাদের আগ্রহ আছে ঠিক তেমনি নানা উৎসবের প্রতিও তাদের প্রচুর আগ্রহ। উৎসবের আমেজে দারুণভাবে মেতে উঠতে পারেন তারা, আর স্বাদের খাবারের ব্যাপারে আগ্রহের কোন কমতি নেই। এটা মোটামুটি আমাদের সমাজে প্রচলিত একটা বিষয় হয়ে গেছে, কম বেশী সবাই সেটা স্বীকার করে নেন। কিন্তু স্বীকার করতে চান না এমন একটা বিষয়ও কিন্তু আছে।
যেটা নিয়ে আমরা খুব একটা কথাও বলি না। আর সেটা হলো প্রতিশোধ পরায়ণ অর্থাৎ প্রতিহিংসামূলক কিছু করার চেষ্টা করা এবং সেই সুযোগ না থাকলে সেটাকে হৃদয়ে পুষে রাখা। যখন সময় ও সুযোগ আসে তখন ঠিক সেটার প্রতিশোধ নিয়ে ছাড়েন। এই বিষয়টি আমি বেশ গভীরভাবে উপলব্ধি করেছি এবং এখনো করছি। কারন আমাদের বাঙালিদের মাঝে একটা বিদ্রোহের চেতনা আছে, সংগ্রাম করার অতীত ঐতিহ্য আছে। আমরা যেমন বিপ্লবের স্পন্দনে কারো কাছে মাথা নত করি না ঠিক তেমনি হেরে যাওয়ার ভয়ে সংগ্রাম থেকে পিছপা হই না। আমাদের এই অতীত ঐতিহ্য আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে।
উৎসবমুখর একটা জাতি, সংস্কৃতি ও ঐতিহ্যে বেড়ে উঠা একটা জাতি আজ কেমনভাবে হিংসাপ্রবণ হয়ে উঠলো, অতীত ঐতিহ্য বাদ দিয়ে, সামাজিক সংস্কৃতির সুন্দর বন্ধন ছিন্ন করে, ধর্ম-বর্ণ ও সাম্প্রদায়িতকতার আগুনে নিজেদের ধ্বংস করে দিচ্ছে আগ্রাসী অনুভূতি নিয়ে। যারা চিন্তা করার তারা ঠিক বিষয়টি নিয়ে চিন্তা করছে আর যারা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে সাময়িক বিজয়ের নেশায় এসব করে বেড়াচ্ছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক এটা কথার কথা হিসেবে বলতে পারি কিন্তু তাদের শুভ বুদ্ধির উদয় কোন দিনও হবে না সেটাও প্রায় নিশ্চিতভাবে বলতে পারি।
Image Taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
![Banner.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmV44ipDFZ9PNUMtyufYoaoMvPW4QZqAZUvWi9TkCh9NWx/Banner.png)
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
![break .png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYmTSi2ShPh8faMHKWEEyCqA8mRJ49QNv9wW9eihGc2oy/break%20.png)
![standard_Discord_Zip.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/standard_Discord_Zip.gif)
![break .png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYmTSi2ShPh8faMHKWEEyCqA8mRJ49QNv9wW9eihGc2oy/break%20.png)
![standard_Discord_Zip.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmTvJLqN77QCV9hFuEriEWmR4ZPVrcQmYeXC9CjixQi6Xq/standard_Discord_Zip.gif)
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
![break .png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYmTSi2ShPh8faMHKWEEyCqA8mRJ49QNv9wW9eihGc2oy/break%20.png)
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার পোস্টটি খুবই চিন্তার,ও বেশ মজাদার। শীতকালে বিয়ের উৎসব এবং পরিবারের মধ্যে এমন আনন্দের পরিবেশ সত্যিই খুব সুন্দর, কিন্তু পাশাপাশি যে সমাজের মধ্যে বিদ্বেষ এবং প্রতিশোধের ধারণা বৃদ্ধি পাচ্ছে, সেটা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের বাঙালি সংস্কৃতি তো উৎসব, আনন্দ ও একতা নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু আজকাল সামাজিক বিভাজন, হিংসা এবং প্রতিশোধের চিন্তাধারা যেন ধীরে ধীরে আমাদের ঐতিহ্যকে গ্রাস করছে। আমাদের উচিত সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনে, একে অপরকে ভালোবাসা, সহানুভূতি এবং সম্মানের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা।
এটা সত্য বলেছেন, শীতকালের পরিবেশটাই আনন্দময় থাকে আর হয়তো এই কারনেই বিয়ে শাদীর আয়োজনও বেশি হয়ে থাকে। ধন্যবাদ
এ বিষয়টা আমিও দেখেছি শীতকালেই সবাই বিয়ের জন্য উঠে পড়ে লেগে যায়। অনেকগুলো বিয়ে হয় কিন্তু এটা কেন ভাইয়া! ভালো ভালো খাবার শান্তিতে খাওয়ার জন্য নাকি হাহাহা। অবশেষে যে আমার বাংলা ব্লগে বিয়ের আয়োজন হচ্ছে এটাই তো অনেক মজার বিষয়।
এই কথাটা একদম ঠিক বলেছেন ভাইয়া। সাময়িক বিজয়ের নেশায় সবাই নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে যায় এবং প্রতিহিংসা বাড়িয়ে তোলে।
ভাই এটা আমিও বুঝি না। কারণ আমিও গরমের দিন বিয়ে করেছি হা হা হা। তবে শীতকালে বিয়ের দাওয়াত খেতে ভালোই লাগে। একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। এবার শীতকালে অনেকগুলো বিয়ের দাওয়াত খেয়ে ফেলেছি ইতিমধ্যেই। যাইহোক বর্তমানে ছোটখাটো ঝগড়া হলেও,প্রতিশোধ নেওয়ার জন্য বেশিরভাগ মানুষ ওৎ পেতে থাকে। এটা একেবারেই উচিত নয়। সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।