আবোল তাবোল জীবনের গল্প [ পরিবর্তন ]

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং চঞ্চল থাকার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করছি। তবে এই পরিবর্তন সময়ের সাথে তাল মিলিয়ে চলার পরিবর্তন মাত্র, কিন্তু মানসিকতাকে ঠিক আগের মতোই রাখার চেষ্টা করছি। সময়ের সাথে সাথে হয়তো সব কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু কেন জানি আমাদের মানসিকতার পরিবর্তন হয় না। যেহেতু আমিও এই সমাজের একজন বাসিন্দা সেহেতু আমিও এর বাহিরে যেতে পারি না। তাই আমিও বাধ্য হযে এর ভিতরেই আছি।

পরিবর্তন খুবই কাংখিত একটা বিষয়, যে কোন ক্ষেত্রে, যে কোন পরিস্থিতিতে আমাদের পরিবর্তন হতে হয় এবং পরিবর্তন করতে হয়। কারন নিজের অবস্থান ধরে রাখার জন্য কিংবা প্রতিযোগিতামুলক পরিবেশে টিকে থাকার জন্য হলেও আমাদের পরিবর্তন হতে হয়। আমরা যে পরিবর্তন হই না সেটা কিন্তু মোটেও সত্য না। বরং মাঝে মাঝে আমরা চাহিদার তুলনায় একটু বেশী পরিবর্তন হয়ে যাই যদি সেটায় স্বার্থের মাত্রাটা একটু বেশী থাকে। স্বার্থের বিষয়ে আমরা খুবই হিসেবি। অংক বুঝি আর না বুঝি, নিজের স্বার্থের ব্যাপারে আমরা সবাই বেশ পণ্ডিত।

people-2597882_1280.jpg

আমাদের স্বার্থের মানসিকতার এই পাণ্ডিত্য দেখলে হয়তো সত্যিকারের পণ্ডিতরা বলে উঠতো আমাদের পণ্ডিত না হলে অন্য কোন নামে ডাকা হোক। কারণ স্বার্থের এমন মানসিকতার সাথে পাণ্ডিত্যের নামের বদনাম করা মোটেও ঠিক হবে না। কারন একজন পণ্ডিত মানে বিশেষ জ্ঞান সম্পন্ন একজন শিক্ষক। সমাজের নানা স্তরে তাদের ব্যাপক অবদান থাকে এবং তারা জীবনের শেষ সময় পর্যন্ত সমাজ ও সমাজের মানুষের উপকার করার চেষ্টা করে থাকেন। কিন্তু স্বার্থের দিক হতে পণ্ডিত হওয়া এই মানুষগুলো সমাজ কিংবা পরিবার কারো কথাই চিন্তা করে না, তাদের চিন্তা একটাই থাকে আর সেটা হলো স্বার্থ।

এরা উপরের দিক হতে খুবই পরিপাটি বা ভদ্র পোষাকের দিক হতে খুবই ভালো মানুষ। কিন্তু তাদের ভেতরের দিকটা থাকে সব সময়ের জন্য অভদ্র এবং ময়লায় পরিপূর্ণ। ঐ যে কথায় বলে না, ইচ্ছা থাকলে সড়কের ময়লা সরিয়ে রাখা যায় কিংবা ডাস্টবিনে ফেলা যায় কিন্তু ইচ্ছা থাকলেও মনের মাঝে থাকা কিছু মানুষের ময়লা পরিস্কার করা যায় না। কারন ঢেঁকি স্বর্গে গেলেও ধান .... বাকিটা আর বললাম না কারন এটা আপনারা সবাই জানেন। শুধুমাত্র বুঝানোর উদ্দেশ্যে এতটুকু প্রকাশ করলাম। আমি যেহেতু পাবলিক বাসে যাতায়াত করি, তাই মাঝে মাঝে এমন কিছু মানুষের দর্শন লাভ করি, যা দেখে মাঝে মাঝে হতবাক হয়ে যাই।

পরিবর্তন হওয়াটাকে আমি কখনো খারাপ দৃষ্টিতে দেখি না বরং এটাকে দারুণভাবে সমর্থন করি। সময়ের সাথে সাথে আমরা যেমন আমাদের অবস্থান উন্নত করার চেষ্টা করি, ঠিক তেমনি সমাজ ও তার মাঝে থাকা মানুষগুলোর উপকার নিশ্চিত করার জন্য হলেও আমাদের পরিবর্তন হতে হবে। যদি শুধু নিজের অবস্থান উন্নত করার জন্য পরিবর্তন হই আর তাতে যদি সমাজ কিংবা তার মাঝে থাকা মানুষগুলো ন্যূনতম উপকার সাধিত না হয় তাহলে সেই পরিবর্তনের কোন মূল্য নেই।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

পরিবর্তন হওয়া প্রয়োজন, তবে সেটা শুধু নিজের স্বার্থের জন্য হলে তার প্রকৃত মূল্য থাকে না। সমাজ ও আশপাশের মানুষের উপকারে আসা পরিবর্তনই সত্যিকারের উন্নতি।পরিবর্তন নিয়ে ভাবনা দারুণ ভাবে বিশ্লেষণ করেছেন, ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

আসলে পুরো সমাজকে পরিবর্তণ না করে শুধু নিজেকে পরিবর্তন করেই জীবনকে পরিচালিত করা যায় না। কারন, আমাদের সামাজিক ভাবেই এবং সামগ্রিক ভাবেই বাচতে হয় বা চলতে হয়।

সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই। ধন্যবা আপনাকে।

আশা করি আমরা একটা সুন্দর পরিবর্তিত দেশ পাব,সমাজ পাব।

 3 days ago 

অংক বুঝি আর না বুঝি, নিজের স্বার্থের ব্যাপারে আমরা সবাই বেশ পণ্ডিত।

এটা কিন্তু আসলেই ঠিক। সবাই নিজের স্বার্থটা খুব ভালোভাবে বুঝে। যাইহোক প্রতিটি মানুষের উচিত যতটুকু সম্ভব সমাজের মানুষের উপকার করা। কিন্তু এখন আসলে কেউ কারো উপকার করতে চায় না। তাই সামগ্রিক ভাবে পরিবর্তন হওয়া উচিত। এতে করে দেশ ও দশের মঙ্গল বয়ে আনবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

পরিবর্তন ও স্বার্থপরতার গভীর দিক নিয়ে সুন্দর বিশ্লেষণ করেছেন ভাই। সত্যিই, পরিবর্তন সময়ের সঙ্গে প্রয়োজন, তবে তা যেন কেবল স্বার্থপরতার জন্য না হয়। সমাজ ও মানুষের কল্যাণে যদি পরিবর্তন কাজে লাগে, তবে সেটাই প্রকৃত উন্নয়ন। আপনার ভাবনা ও উপস্থাপনা প্রশংসনীয়। অসাধারণ লিখেছেন ভাই।

 3 days ago 

এরা উপরের দিক হতে খুবই পরিপাটি বা ভদ্র পোষাকের দিক হতে খুবই ভালো মানুষ। কিন্তু তাদের ভেতরের দিকটা থাকে সব সময়ের জন্য অভদ্র এবং ময়লায় পরিপূর্ণ। ঐ যে কথায় বলে না, ইচ্ছা থাকলে সড়কের ময়লা সরিয়ে রাখা যায় কিংবা ডাস্টবিনে ফেলা যায় কিন্তু ইচ্ছা থাকলেও মনের মাঝে থাকা কিছু মানুষের ময়লা পরিস্কার করা যায় না।

ভাইয়া এই কথাগুলো যা লিখেছেন একদম মন ছুঁয়ে গেল। যেন আমার মনের কথাগুলোই আপনি আপনার লেখায় ফুটিয়ে তুলেছেন। আসলে মানুষ স্বার্থের কারণে পরিবর্তন হয়। শুধুমাত্র রূপের পরিবর্তনটাই স্বার্থের কারণে হয়ে থাকে। আদতে মানুষের কোন পরিবর্তন হয় না। স্বার্থ যেখানে একটু বেশি থাকে তখন মানুষের পরিবর্তনটা বেশি দেখা যায়। সুপরিবর্তন ভালো লাগে, কিন্তু রূপের পরিবর্তন যখন স্বার্থকেন্দ্রিক হয় তখন আর কোনটাই ভালো লাগেনা।