প্রকৃতির শিক্ষা এবং আমাদের মানসিকতা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, যেমনই আছি ভালো আছি এবং সেটাকে আনন্দের সাথে মেনে নেয়ার চেষ্টা করছি। কারন পরিস্থিতি বিবেচনায় হয়তো আমাদের সেটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই। বরং সেটাকে মেনে নিয়ে মানিয়ে নিতে পারলেই বেশী সুবিধা পাওয়া যায়। কারন মানিয়ে নেয়ার মানসিকতায় যে চঞ্চলতা ধরে রাখার সুযোগ করে দিবে অস্বীকার করার মানসিকতা সেই চঞ্চলতাতে নির্মমভাবে নষ্ট কর দিবে। আর নষ্ট মানসিকতা নিয়ে গতিশীল থাকা মোটেও সহজ বিষয় না এবং সেটা সম্ভবও না।

এখানে একটা বিষয় আমি ভীষণভাবে বিশ্বাস করি আর সেটা হলো পারিবারিক শিক্ষা, মানিয়ে নেয়া কিংবা মেনে নেয়ার বিষয়টিও পরিবার হতে শিখতে হয়। দেখুন সফলতা কিংবা অর্থনৈতিক সক্ষমতা যে কোনভাবেই অর্জন করতে পারবেন কিন্তু পারিবারিক শিক্ষাটা সেটা আপনি পরিবার ছাড়া অন্য কোনভাবে শিখতে পারবেন না, সেই সুযোগ আপনাকে কখনো দিবে না। ঐ যে কথায় বলে না অর্থনৈতিক সক্ষমতা হয়তো আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে কিন্তু আপানার ভেতরের শিক্ষাটাকে পরিবর্তন করতে পারবে না, সময়ে কিংবা অসময়ে সেটা ঠিক প্রকাশ পেয়ে যাবে।

IMG_20241012_132735.jpg

তাই পারিবারিক শিক্ষায় আমরা যেটা শিখতে পারি না সেটা কখনোই নিজের ভেতরে তৈরী করতে পারবো না। আজকাল হয়তো টাকা পয়সা দিয়ে অনেকেই অনেক কিছু নিজের বলে দাবী করতে পারছেন কিন্তু ভেতরের ভদ্রতা কিংবা নম্রতা সেটা কিন্তু আয়ত্বে আনতে পারছেন না। কারন অথনৈতিক সফলতা আপনার ভেতর যে অহংকার তৈরী করে দিবে সেটাকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না এবং সেই শেকল হতে নিজেকে মুক্ত করতেও পারবেন না। ভদ্রতার বিষয় পারিবারিক সুন্দর বন্ধনের মাঝ হতে আসে এবং নম্রতার বিষয়টি কেও সেখান হতে আয়ত্ব করতে হয়। যাইহোক, আমরা চাইলেও হয়তো অনেক কিছু করতে পারি কিন্তু সঠিক শিক্ষা ছাড়া আবার কিছুই করতে পারি না।

IMG_20241012_132755.jpg

IMG_20241012_132902.jpg

প্রকৃতির বিষযটিও এখানে অনেকটা তেমন, সবুজ ও সতেজ প্রকৃতি হয়তো অনেক কিছুই আমাদের শেখায় বা উপলব্ধি করার সুযোগ করে দেয। কিন্তু সেটাও বুঝতে সঠিক জ্ঞান বা মানসিকতার প্রয়োজন হয়। আর আমরা বর্তমান প্রজন্ম যেমন পারিবারিক শিক্ষা হতে দূরে সরে গিয়েছি ঠিক তেমনি প্রকৃতি হতেও দূরে সরে গিয়েছি। দুটোই নিদারুণ অভাব আমাদের আরো বেশী ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অহংকারের চুড়া হতে নামতে দিচ্ছে না। আমাদের জন্য এটা সত্যি অনেকটাই দুর্ভাগ্যজনক যে আমাদের বর্তমান প্রজন্ম এই বিষয়টিকে একদমই বুঝতে চাইছে না।

IMG_20241012_132803.jpg

IMG_20241012_132804.jpg

জ্ঞানীদের কথা, প্রকৃতির মাঝে রয়েছে সঠিক শিক্ষা কিন্তু আমাদের বিশ্বাস হলো অর্থনৈতিক স্বচ্ছলতার মাঝেই সঠিক সফলতা। আমরা নৈতিকতা কিংবা শিক্ষার আদর্শে আদর্শবান হতে চাই না বরং ক্ষমতা কিংবা আর্থিক স্বচ্ছলতায় স্বচ্ছল হতে বেশী আগ্রহী। প্রকৃতির মতো নতুন সবুজতায় পরিবর্তন হোক আমাদের ভেতরের চেতনার, প্রকৃতি শিক্ষার আলোয় আলোকিত হতো আমাদের হৃদয়ের সীমানা। প্রকৃতি শিক্ষা কিংবা প্রকৃতির নির্মল ভালোবাসা ছাড়া প্রশান্তি অর্জন সম্ভব না। সবুজের সাথে সবুজের ভালোবাসায় কিছু উপদেশ দিয়ে দিলাম আজকে হি হি হি।

তারিখঃ অক্টোবর ১২, ২০২৪ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আসলে আমরা যতই প্রাতিষ্ঠানিক ডিগ্রী অর্জন করি না কেনো,আমাদের মাঝে পারিবারিক শিক্ষা থাকাটা জরুরী। তাছাড়া প্রকৃতি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকে। সেগুলো দেখে আমরা যদি শিক্ষা গ্রহণ করে থাকি,তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। তাছাড়া আমাদের দ্বারা অনেকেই উপকৃত হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

একদমই কিন্তু বর্তমান প্রজন্ম পারিবারিক শিক্ষা হতে নিদারুণভাবে বঞ্চিত। ধন্যবাদ