স্বরচিত কবিতা: "মিঠে রোদ্দুর"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে প্রকৃতির উপর নির্ভর করে।প্রকৃতির সৌন্দর্য্যের মাঝে আমরা হারিয়ে যাই বারেবারে।যদিও আগের মতো সৌন্দর্য্য এখন আর খুঁজে পাওয়া যায় না, তারপরও বেঁচে থাকা সৌন্দর্য্যগুলি জড়ো করার চেষ্টা করেছি আমি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
মিঠে রোদ্দুর

এই প্রকৃতি,এই পথ,এই সমুদ্র,
মুক্ত বিহঙ্গের মতোই তার পদচারণা
স্বাধীন হাওয়াগুলি পথিকের মতোই উড়ন্ত।
হাড় কাঁপানো শীতের নিশানায়
সকালে উপচে পড়ে মিঠে রোদ্দুর,
তুমি হাসো খোলা মনে--
কথা বলো স্বতঃস্ফূর্তভাবে
কিছুটা মিষ্টতা তো কিছুটা স্পষ্টবাদী হয়ে।
ঝড়ো হাওয়াগুলি বড্ড বেশি নির্লজ্জ
ফুলগুলি সতেজতায় ভরা,
শুধু তুমি ভোগো জীর্ণতায়
সমুদ্রের ভ্রমন পিপাসু হয়ে।
মিঠে রোদ্দুর উঁকি দেয়
সাদা কুয়াশার চাদর ভেদ করে,
খেজুর গাছের সুমিষ্ট রস--
আর পুলি পিঠার সুবাস নিয়ে
গ্রাম্য উঠানের কোণে বসে ভোজনরসিক হয়ে।
ক্ষেতের সবজিগুলো বড্ড শান্ত
স্নিগ্ধতার একরাশ ছোঁয়ায়,
আবার কখনো একফোঁটা বিন্দুর স্পর্শে
লাজুক শিশির ভেজা কুয়াশায়।।
আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
---|
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
টাস্ক প্রুফ:
যদি আপনার কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের শেয়ার করা "মিটে রোদ্দুর" কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। আমরা সবাই প্রকৃতিকে ভীষণভাবে ভালোবাসি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
সবাই প্রকৃতি ভালোবাসে কিনা জানিনা দাদা ,তবে আপনার ভ্রমন পোষ্ট দেখলে বোঝা যায় আপনি প্রকৃতিপ্রেমী।ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই কবিতা লেখা দেখে। আপনি অনেক সুন্দর ভাবে কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা কবিতা আমার কাছে বরাবরের মতো অনেক ভালো লাগে। আজকের কবিতা বেশ দারুন ছিল।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রকৃতিকে নিয়ে লেখা কবিতা গুলো আমার বরাবরই খুব ভালো লাগে। আজকে আপনার লেখাটা পড়েও খুব ভালো লেগেছে। অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়লাম মনে হচ্ছে। আপনি সত্যিই দারুন লিখেন দিদি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
প্রতি সপ্তাহে আমি একটি দুটি করে কবিতা লেখার চেষ্টা করি আপু,হয়তো আপনি কোনকারনে খেয়াল করেন নি।আপনার মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি। প্রকৃতিকে কেন্দ্র করে দারুণ লিখেছেন।এই ধরনের কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ দিদি দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
প্রকৃতি নিয়ে লিখতে আমার সবসময় ভালো লাগে, ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভালো লাগে আমার কাছে কবিতা পড়তে। আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন।মিঠে রোদ্দুর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। প্রকৃতির উপর চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং এই ধরনের কবিতাগুলো বারবার করতে মন চায়।
আপনার সুন্দর অনুভূতি পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
বাহ! খুবই সুন্দর একটি কবিতা তৈরি করেছেন আপনি৷ আপনার কবি প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর ভাবে আপনি আজকের এই অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি আজকের এই কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে আপনার কবি প্রতিভাকে ফুটিয়ে তুলেছেন তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়েও আমার খুব ভালই লাগলো৷
এতটা উৎসাহ দেওয়ার জন্য সত্যিই আমি আপ্লুত ভাইয়া।আসলে চেষ্টা করি মন থেকে লেখার, ধন্যবাদ আপনাকে।