RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৭
অনুগল্প:
আমাদের যেহেতু অধিকাংশ পূজা-পার্বনে চাইলে কেউ উপোস রেখে পূজার অঞ্জলি দিতে পারে।আবার কেউ চাইলে বাড়িতে ব্রত রেখেও উপোস থাকতে পারে।যতক্ষণ পূজার অঞ্জলি দেওয়া কিংবা পূজা করা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত পঞ্চ শস্যের কিছু খাওয়া যাবে না।কিন্তু ফল-মূল,জল ও সাবুদানা ইত্যাদি খাওয়া যায়।আমি অবশ্য যখনই উপোস করি নির্জলা-ই করে থাকি অর্থাৎ কোনো কিছুই না খেয়ে।তো ছোটবেলায় একবার স্বরস্বতী পূজার সময় অঞ্জলি দেব,যত আগে অঞ্জলি দেওয়া যাবে তত আগেই প্রসাদ কিংবা ভাত খাওয়া যাবে।কিন্তু পূজার পুরোহিত মশাই আসবে দুপুরের দিকে, কি করা যায়!স্কুলের পূজাগুলি আগে হয় তাই আমরা ভোরে স্নান সেরে নিলাম।কিন্তু সেই বছর কি যেন মনে হলো,স্কুলের পাশের বাড়ি পূজা শেষ হয়েছে।আমরা সেই পূজার নিমন্ত্রণও পেয়েছি।আমার বাড়ির পাশেই স্কুল তাই আমি ভাবলাম প্রসাদ নিয়ে বাড়ি রেখে তারপর আবার আসবো।কারন অঞ্জলি দেওয়া তো বাকি,আমরা প্রসাদ নিলাম।অনেকেই পাশের বাড়ির পূজাতে অঞ্জলি দেওয়া কমপ্লিট করেছে, তারা তো প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে।কিন্তু আমিও মনের ভুলে একটি ফল প্রসাদ মুখে দিয়ে ফেলেছি।কি আর করা আমার উপোস ভেঙে গিয়েছে, তবুও কেউ কেউ বললো ---অনেকেই তো খেয়ে অঞ্জলি দেয়,তুইও দে কিছুই হবে না।