আমি কখনো রাসের মেলায় যায়নি তবে হ্যাঁ, একবার মধ্যমগ্রামে লক্ষ্মীপূজার মেলাতে গিয়েছিলাম।রাতে অলিগলি দিয়ে গিয়েছিলাম তাই মধ্যমগ্রামের ঠিক কোথায় জানি না,যাইহোক দাদা আশা করি দারুণ খাওয়া দাওয়া করেছো।☺️☺️কারন মেলা মানেই মেয়েদের জিনিস দিয়ে ঠাসা ছেলেরা শুধুই খাবে।আমি তো জিলিপি খেতে খুবই ভালোবাসি,ধন্যবাদ তোমাকে।