RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬১
অনুগল্প:
বৃষ্টিতে ভেজার অনেক গল্প-ই তো রয়েছে জীবনে।তবে কখনো ইচ্ছে করে ভেজার স্মৃতিও রয়েছে।কিন্তু আজ আর ইচ্ছে করে ভেজার গল্প নই।বাড়ির পাশে ক্যানেল টপকালেই আমার মেজো জেঠুর প্রতিষ্ঠিত হাইস্কুল।জেঠু চেয়ারম্যান তাই অনেকগুলো স্কুল ও একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছেন।সেই সূত্রে যখনই টিফিনের ঘন্টা বাজতো,তখন আমরা ওই 30 মিনিট কিংবা 45 মিনিট চলে আসতাম বাড়িতে ভাত খাওয়ার জন্য।বাড়ি থেকে গরম গরম দুপুরের ভাত খেয়ে টিফিনের যেটুকু সময় থাকতো স্কুলে গিয়ে খেলাধুলা করে সময় কাটাতাম।একদিন তো ভাত খেতে খেতে বৃষ্টি চলে আসলো।কোনো কারণে বাড়িতে ছাতার সন্ধান পাওয়া যাচ্ছে না ,বাবা মনে হয় বাইরে নিয়ে গিয়েছিল।এখন টিফিনের ঘন্টা পড়ে যাওয়ার উপক্রম হয়েছে।ক্লাস শুরু হয়ে যাবে ,আমি যাব কি করে সেটাই ভাবছি!বাড়িতে অঢেল কলাগাছ তাই কলাপাতার অভাব নেই কিন্তু হাওয়ায় তা ফেটে চৌচির।এখন উপায় হচ্ছে--মানকচুর পাতা।মা ইয়া বড় একটি মানকচুর পাতা হাতে ধরিয়ে দিলেন।আমি তো ওটা মাথায় দিয়ে টুক টুক করে হেঁটে স্কুলে পৌঁছে গেলাম।যখন মাথার উপর কচু পাতাটি ছিল শিরশিরে হাওয়ায় চারিদিকের বর্ষার জলধারা আমাকে ছুঁয়ে যাচ্ছিল।আমার শরীরও আবছা ভিজে গেল সেই বৃষ্টির জলধারায়।।