নাফাখুম নামটি পড়েই অর্থ জানতে ইচ্ছে করছিলো, কিন্তু ভিতরে প্রবেশ করেই অর্থ তো খুঁজে পেলাম কিন্তু
বাঘাইর মাছকে চিনতে পারলাম না।যাইহোক আপনারা এমন স্রোতকম নীরব পরিবেশে দারুণ সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো।যদিও পাথরে লাফ দেওয়ার বিষয়টি বেশ ঝুঁকি, কারন পাথর পিচ্ছিল থাকে।বাচ্চা মেয়েটি বেশ কিউট ছিল, ধন্যবাদ দাদা।