সত্যিই এই মূল্যবান জীবনের কোনো নিশ্চয়তা নেই, কে.কে.র হঠাৎ মৃত্যু জনতার মনে সত্যিই এক বিস্ময়কর ঘটনা।তাছাড়া আপনার বলা ঘটনা দুটিও খুবই আকস্মিক।পাঁচদিন আগে বাবা হয়েও এক্সিডেন্ট এ তার প্রাণ কেড়ে নিল এটা সত্যিই খুবই দুঃখজনক।জীবন খুবই স্বল্প,তাই সাবধানে চলা উচিত।