You are viewing a single comment's thread from:

RE: ভারতের এক মহান শিল্পপতি -যিনি আমার আদর্শ ও সবচেয়ে বড় অনুপ্রেরণা।।১৪ জুন ২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

টাটা সন্স এন্ড টাটা ট্রাস্ট এই টাটা কোম্পানির নাম ছোটবেলা থেকেই শুনছি তবে কখনো ঘেটে দেখা হয়নি।তবে এই টাটা কোম্পানির যে প্রতিষ্ঠাতা,যার স্বপ্ন এতটা বৃহৎ ছিল তার সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগছে। একজন কিংবদন্তি শিল্পপতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম দাদা তোমার সহজ-সরল লেখার মধ্যে দিয়ে।নিজের দেশের পাশাপাশি বিভিন্ন দেশকে উনি সেবা দিয়েছেন সত্যিই এটি মহৎ কর্ম।যেকোনো কাজ সৎভাবে করলে ভালো কাজ হতে বাধ্য।তোমার নেওয়া সিদ্ধান্তটি দারুণ এবং এই সিদ্ধান্তে সফলতা লাভ করো এটাই কামনা করি।ধন্যবাদ দাদা।।