Diy-"আম গাছে গুটি কলম করার পদ্ধতি"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি diy শেয়ার করতে।

diy-আম গাছে গুটি কলম করার পদ্ধতি:


IMG_20250727_082813.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।অনেক দিন হলো diy জাতীয় পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ diy পোষ্ট নিয়ে হাজির হলাম।যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই অনেকেরই আমার পোস্টটি উপকারে আসতে পারে এবং অনেকেই এ থেকে শিখতে পারবেন।যদিও এটি কোনো সিম্পল কাজ নয়।যাইহোক আজকের diy টি আমার বাবা তৈরি করেছেন আমি শুধুমাত্র টুকটাক সাহায্য করেছিলাম।আজ আমি শেয়ার করবো "আম গাছে গুটি কলম করার পদ্ধতি"।যদিও কলম করার বিভিন্ন পদ্ধতি রয়েছে।যাইহোক আশা করি এই পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ও কাজে আসবে।তো চলুন শুরু করা যাক----

IMG_20250727_082745.jpg

উপকরনসমূহ:

1.পাটের সরু দড়ি
2.পচা খড়
3.নরম আঠালো মাটি
4.চাকু
5.কলাপাতার শুকনো বাসনা/ডাটি
6.ব্লেড

(গুটি কলম করার জন্য অবশ্যই ফল ধরা গাছকেই বাছাই করে নিতে হবে।তো আমরা একটি আম্রপালি আম গাছকে বাছাই করে নিয়েছি।)

IMG_20250727_081551.jpg

পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250727_081644.jpg
প্রথমে একটি চাকুর সাহায্যে আম গাছের ডালে চারিপাশের ছাল কেটে বাদ দিয়ে দেব সাবধানে।

ধাপঃ 2

IMG_20250727_081603.jpg
এরপর মাটিটা নরম ও আঠালো করে নেব।তারপর ওই নরম মাটি আম গাছের ডালে কাটা অংশে লাগিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20250727_081745.jpg
তো আমরা এইভাবে মাটির প্রলেপটা দিয়ে নিলাম।

ধাপঃ 4

GridArt_20250727_081834958.jpg
এখন কিছু পচা খড় জড়ো করে নিলাম।পচা খড় অল্প অল্প করে ওই মাটির চারিপাশে খুবই সাবধানে দিয়ে নেব।

ধাপঃ 5

IMG_20250727_081958.jpg
এবারে পাটের সরু দড়ি দিয়ে খড় গুলির উপর ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব বেশ কয়েকবার করে।

ধাপঃ 6

IMG_20250727_082030.jpg
তো এইভাবে বেঁধে নেওয়া হয়ে গেলে দড়ি কেটে নেব ব্লেডের সাহায্যে।

শেষ ধাপঃ

IMG_20250727_082142.jpg
এখন খড়ের বাঁধনটি আরো মজবুত করার জন্য কলাপাতার শুকনো বাসনা/ডাটি নিয়ে উপর থেকে পেঁচিয়ে বেঁধে নিলাম।সবশেষে এতে কয়েক দিন জলের ছিটে দিতে হবে যাতে শিকড় তাড়াতাড়ি বের হয়।

ছবি উপস্থাপনা:

IMG_20250727_082650.jpg

IMG_20250727_082719.jpg
এখন 30-35 দিন অপেক্ষা করার পর এটি শিকড় গজালে ও শিকড়টা বড় হলে ডালটি কেটে নিয়ে যেকোনো টবে বা পাত্রে রোপন করা সম্ভব।তো তৈরি করা হয়ে গেল আমার "আম গাছের গুটি কলম"


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 days ago 

আপনাদের পরিবারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়—বিশেষ করে যখন এমন একটি মৌসুমভিত্তিক ও ব্যবহারিক বিষয়ে DIY শেয়ার করা হয়। গুটি কলমের মতো কৃষিভিত্তিক টেকনিক আমাদের অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে যারা নিজে ফলজ গাছ লাগাতে ভালোবাসেন। আপনার বাবার হাতের কাজ এবং আপনার সহযোগিতা—এই মিলনটাই সবচেয়ে সুন্দর দিক।

 2 days ago 

একেবারেই ঠিক বলেছেন ভাইয়া, এমন সময়ে পছন্দসই গাছ লাগাতে পারবেন এই পদ্ধতিতে অনেকেই।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

একটা সময় এই কলম করা কাজগুলি অনেক করেছিলাম। যখন কলম থেকে নতুন ডগা বের হতো তখন দেখতে ভীষণ ভালো লাগতো। গাছের ডালে কলম করার পদ্ধতিটা দেখে খুবই ভালো লাগলো আপু। সেই সাথে অতীতের স্মৃতি ও মনে পড়ে গেল।

 17 minutes ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 yesterday 

আপনার ইপুশ ব্যালেন্স ৫০ এর নিচে নেমে গেছে, দ্রুত রিচার্জ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ

 yesterday 

অবশ্যই ভাইয়া, এখুনি করে দিচ্ছি।জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 hours ago 

আপনার শেয়ার করা এই পোস্ট অনেক সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে আম গাছে গুটি কলম করার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে বেশ ভালই লাগছে৷ এটি আমি অনেক আগে দেখেছিলাম৷ তবে এটি কোনভাবে এরকম দেখা হয়নি৷ আপনার কাছ থেকে এটা দেখে আরো বেশ ভালোই লাগছে৷ খুব সুন্দর ভাবে আপনি এটি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷

 15 minutes ago 

ভাইয়া, চাইলে আপনিও ট্রাই করতে পারেন যেকোনো গাছের ক্ষেত্রে।ধন্যবাদ আপনাকে।