"পরিস্থিতি আমাদেরকে অনেকসময় কঠোর করে তোলে"
নমস্কার
পরিস্থিতি আমাদেরকে অনেকসময় কঠোর করে তোলে:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো শিক্ষনীয় বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো--পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শেখায় তেমনি পরিস্থিতি আমাদেরকে কঠোর করেও তোলে।যেটা আমরা করতে চাইনা সেটা আমাদের করতে হয়, আবার যেটা আমরা হতে চাইনা সেটা-ই হতে হয়।তবে এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
পরিস্থিতি হচ্ছে চারপাশের অবস্থা,পরিবেশ বা ঘটনা যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উপর প্রভাব ফেলে।এই পরিস্থিতির রূপ মুহূর্তেই বদলে যেতে পারে।একটি সুন্দর পরিবেশ ছোট্ট একটি ঘটনা দ্বারা তিক্ত হতে পারে।যেটার সম্পূর্ণ প্রভাব মানব মনে আঘাত হানে।
জীবনে মানুষ নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে, কখনো ভালো কিংবা কখনো খারাপ।ভালো-খারাপ নিয়েই মানুষের জীবন ও এই সুন্দর পৃথিবী।কিন্তু দিনে দিনে কিছু মানুষের মানসিকতা এতটাই হিংস্র হয়ে উঠছে যেখানে চারপাশের অবস্থা বদলে যাচ্ছে।আর এখন দুনিয়াটা মিথ্যের ও গল্পটে মানুষের।আপনাদের আশেপাশের পরিবেশ খেয়াল করলে বুঝতে পারবেন যদি আপনি সর্বদা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তবুও একদল মানুষের চিন্তার শেষ নেই আপনাকে নিয়ে সমালোচনা করতে।আবার যারা বেশি মিথ্যা বলবে এবং বেশি সময় ব্যয় করে গল্প করবে অন্যের বাড়ি বাড়ি গিয়ে তাদের পক্ষে সবাই কথা বলবে অর্থাৎ তাদের দল ভারী বেশি।
একটি সুন্দর পরিবেশকে নষ্ট করে তোলার জন্য একটি মিথ্যাবাদী মানুষ-ই যথেষ্ট।যে কিনা ইনিয়ে বিনিয়ে সবসময় মিথ্যা বলে লোকের কান ভাঙাবে।বর্তমানে এমন মানুষের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে।কিন্তু দেখুন ভালো মানুষের পক্ষে লোক-ই নেই।সমাজে বিচার-ব্যবস্থায় কোনো নিরপেক্ষতা নেই।তবে সবজায়গায় এমন নয়,কিছু জায়গার মানুষ ভালো আছে বলেই পৃথিবীটা এখনো দ্বীপের মতোই টিকে রয়েছে একটু সুন্দরতা নিয়ে।
এখন প্রতিটি মানুষ নিজেকে একাই একশ ভেবে বসে থাকে, অর্থাৎ অন্যের ভালো পরামর্শ এখন কেউ নিতেই চায় না।তাই হয়তো সুন্দর পরিবেশগুলি রসাতলে যাচ্ছে দ্রুতই।আমরা হয়তো একটা শুদ্ধ মন নিয়ে পথ চলতে চাই, জীবনকে পরিচালনা করতে চাই।কিন্তু কিছু মানুষ সেখানে এতটাই বাঁধা হয়ে দাঁড়ায় যে,আমাদের কোমল মন কঠোরতায় পরিপূর্ণ হয়।নিজের প্রতি রাগ কিংবা বিরক্ত এসে যায়।আশেপাশের খারাপ মানুষগুলি আমাদের মস্তিষ্ককে এতটাই প্রভাবিত করে তোলে যে আমরা যেটা ভাবতেও চাই না সেই ভাবনা ভাবতে বাধ্য করে।যেটা হতে চাই না সেটা হতে বাধ্য করে, যেটা করতে চাই না সেটা করতে বাধ্য করে।সবক্ষেত্রেই তারা সবাইকে সমতুল্য ভাবে এবং মস্তিষ্ককে এতটাই বিঘ্নিত করে তোলে যে,আপনার উপরের স্তর থেকে নিচের স্তরের দিকে নামিয়ে দেবে।জীবনে তখন বেঁচে থাকাটাই কঠিন মনে হবে।তাই পরিস্থিতিই মানুষকে অনেক কিছু করতে শেখায়।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
টাস্ক প্রুফ:
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে বেশি দেখা যায় যারা নিজের মতো নিজে থাকে কারো সাথে গন্ডগোল ঝগড়া ঝামেলা করতে যায় না তাদেরই বন্ধুর সংখ্যা কম থাকে। যারা সব সময় নিজের কাজ বাদে পরচর্চা করতে ব্যস্ত থাকে এবং মানুষের সাথে অযথা গল্প করে সময় কাটায় তাদেরই দল ভারি থাকে। কিন্তু এসব ব্যক্তি কখনোই কোন ভালো কর্মে লাগে না। আর কিছু কিছু মানুষ অযথাই অন্য মানুষকে বিরক্ত করতে পছন্দ করে। আপনার পোস্টটি বাস্তব পরিবেশের অবস্থা তুলে ধরেছে। ধন্যবাদ
একেবারেই ঠিক বলেছেন দাদা,আসলে ভালো মানুষের কদর খুব কম মানুষই করতে পারে।ধন্যবাদ আপনাকে।
আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতির কারনে আমরা অনেক সময় ই কঠোর হয়ে থাকি।এটা একমাত্র নানান পরিস্থিতির ফল।আপনি নিরিবিলি থাকলেও পরিবেশের মানুষ জন আপনাকে নিয়ে নানান সমালোচনা করে করে আপনার মানবিক গুনাবলীর ব্যাঘাত ঘটিয়ে আপনাকে কঠিন মানুষে পরিনত করে দেবে।আর এই পরিস্থিতির কারনে মানুষ অনেকটাই নিজেকে বদলে ফেলে।
একদমই ঠিক বলেছেন আপু,মানুষ বদলে যায় পরিবেশের জন্য তার আশেপাশের মানুষগুলোর জন্য।ধন্যবাদ আপনাকে।