"ফুল গাছের চিত্র অঙ্কন"
নমস্কার
ফুল গাছের চিত্র অঙ্কন:
অনেকটা দিন হয়ে গেল কোনোরকম আর্ট করা হয় না।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।কিন্তু দিনে দিনে আবহাওয়ার এতটাই খারাপ অবস্থা যে মন চাইলেও হাত সায় দেয় না আঁকতে।কখনো অতিরিক্ত গরম ,তো কখনো তুমুল ঝড়-বৃষ্টি।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজ ভাবলাম একটি ফুলসহ গাছের চিত্র অঙ্কন করবো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.পেন্সিল
3.রঙিন জেল পেন ও
4.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে একগুচ্ছ ফুল একে নিলাম।
ধাপঃ 2
এরপর আমার হাতের একটি ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।
ধাপঃ 3
এখন ফুলের গর্ভকেশরগুলি একে নেব ।
ধাপঃ 4
এরপর আরেকগুচ্ছ ফুল অঙ্কন করে নিয়ে ফুলের গাছ ও পাতা একে নিলাম পেন্সিলের সাহায্যে।
ধাপঃ 5
এরপর সবুজ ও হলুদ রঙের মার্কার পেন দিয়ে ফুল গাছের পাতা ও ডালের গায়ে কালার করে একে নেব।
ধাপঃ 6
এখন সবুজ রঙের মার্কার পেন দিয়ে ফুলের গর্ভকেশর বা মুকুট একে নেব।
ধাপঃ 7
এবারে ফুলের পাপড়ির বর্ডারগুলি নীল রঙের জেল পেন দিয়ে কালার করে একে নিলাম।
ধাপঃ 8
এরপর নীল রঙের বর্ডার করা ফুলের মধ্যে শিরা-উপশিরা একে নিলাম লাল রঙের জেল পেনের সাহায্যে।
শেষ ধাপঃ
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "ফুল গাছের চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1924597492773208130
https://x.com/green0156/status/1924597834910990437
https://x.com/green0156/status/1924599765041610959
https://x.com/green0156/status/1924600006872596982
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফুল গাছের আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই নিখুঁত হাতে আর্ট টি সম্পূর্ণ করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার আর্ট করা সার্থক আপু,ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর হয়েছে আপনার ফুল গাছটির চিত্র অংকন। অনেক সুন্দর ভাবে আপনি প্রত্যেকটি রংয়ের ব্যবহার করেছেন। ভীষণ সুন্দর লাগছে আপনার অংকন করা ফুলটি দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসামূলক মতামত পড়ে আরো বেশি অনুপ্রেরণা পেলাম,ধন্যবাদ দাদা।
ফুল গাছের চিত্র অঙ্কন করেছেন।আপনার আঁকা ফুল গাছটির ডিটেইলস ও রঙের ব্যবহার খুব সুন্দর হয়েছে! বিশেষ করে পাতার শেডিংটা প্রাকৃতিক দেখাচ্ছে।গাছটির গঠন এবং ফুলের বিন্যাস খুব জীবন্ত লাগছে।
চেষ্টা করেছি প্রাণবন্ত করে ফুটিয়ে তোলার জন্য, ধন্যবাদ ভাইয়া।
এটি ঠিক বলেছেন প্রত্যেকটি আর্ট এর আলাদা আলাদা বিষয়বস্তু থাকে। আজকে আপনি খুব সুন্দর একটি ফুল গাছের চিত্র অঙ্কন করেছেন। তবে আপনার চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র অঙ্কনটি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ সুন্দর তো। ফুলটা বেশ দারুণ লাগছে আপু। ফুল গাছের আর্ট টা বেশ চমৎকার করেছেন আপনি। বেশ সুন্দর। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।
হুম, তাই।জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর আর্ট দেখে খুব ভালো লাগছে৷ সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে তেমনি এখানে আপনার এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি আর্ট দেখতে পেলাম৷ একই সাথে যে রঙের সংমিশ্রণ আপনি দিয়েছেন সে একেবারে নিখুঁত হয়েছে ৷
আপনার প্রশংসামূলক মতামত পড়ে খুশি হলাম ভাইয়া,
ধন্যবাদ আপনাকে।