"রাতের প্রকৃতিতে একটি প্রাণীর পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ আমি একটি পেইন্টিং পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

রাতের প্রকৃতিতে একটি প্রাণীর পেইন্টিং:

IMG_20250317_095335.jpg

পেইন্টিং করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তার সঙ্গে এটা কোনোভাবেই সহজতর কাজ নয়,আর আমার মতো কাঁচা হাতের অদক্ষ মানুষের কাছে তো এটা খুবই কঠিন।যদিওবা আর্ট মোটামুটি খারাপ পারিনা কিন্তু জলরং দিয়ে পেইন্টিং করা এটা খুবই কঠিন লাগে আমার কাছে।যেটা পারিনা সেটা আমার স্বীকার করতে একবিন্দু দ্বিধাবোধ নেই।আসলে যখন পেইন্টিং করতে বসি জলরং নিয়ে তখন অনেক ভয়ে ভয়েই,কারো কাছেই শেখা হয়ে ওঠেনি যে---।তার উপরে আজ একটু রাতের প্রকৃতিতে একটি শিয়ালের পেইন্টিং করতে বসেছিলাম।কিন্তু আঁকার পর বুঝতে পারলাম এটার মুখ যদি ভিন্নভাবেও দেখা হয় তাহলে কখনো ঘোড়া,কখনো ষাঁড়,তো কখনো ছাগল বলেই মনে হচ্ছে।আমি নিজেই হতাশ এটা নিয়ে,তাই একটি প্রাণী লিখেই চালালাম।আপনাদের কাছে ঠিক কোনটা মনে হচ্ছে, অবশ্যই নীচে কমেন্ট করে জানাতে পারেন।তো চলুন শুরু করা যাক---

IMG_20250317_095253.jpg

উপকরণ:

1.কাগজ
2.জলরং
3.নীল বলপেন
4.তুলি

IMG_20250317_095018.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250317_095107.jpg
প্রথমে আমি নীল রঙের বলপেন দিয়ে প্রাণীর বডি একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250317_095131.jpg
এবারে প্রাণীর পায়ের লাগোয়া করে একটি পাহাড়ের দৃশ্য একে নিলাম।

ধাপঃ 3

IMG_20250317_095153.jpg
এখন নিচে পাহাড়টি জলরং করে নিয়ে মাঝবরাবর অংশটি নীল রং করে নেব।

ধাপঃ 4

IMG_20250317_095207.jpg
তো গাড় বাদামি রং করে নেব তুলি দিয়ে পাহাড়টি,তারপর ফোনের মাধ্যমে আমার হাতের ছবি তুলে নিলাম একটি।

ধাপঃ 5

IMG_20250317_095228.jpg
এখন পাহাড়ের উপর প্রাণীটির গায়ে কালো রং করে নেব এবং মাঝবরাবর অংশটি নীল রং করে একে নেব।

ধাপঃ 6

IMG_20250317_095518.jpg
এরপর উপরের অর্ধবৃত্ত অংশটি হালকা লাল রঙের করে পেইন্টিং করে নেব এবং নীচে পাহাড়ের এককোনে একটি গাছের ডালের দৃশ্য একে নেব।

শেষ ধাপঃ

IMG_20250317_095313.jpg
সবশেষে অঙ্কনের পাশে আমার নাম লিখে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20250317_095539.jpg

IMG_20250317_095419.jpg

IMG_20250317_095355.jpg

IMG_20250317_095438.jpg
তো আমার পেইন্টিং করা হয়ে "রাতের প্রকৃতিতে একটি প্রাণীর পেইন্টিং"।জানি এটি আমার মনমতো হয়নি,তবুও এটি দেখতে কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা।


আশা করি আমার আজকের পেইন্টিংটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীপেইন্টিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 5 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250318_021707911.jpg

 5 months ago 

চমৎকার পেইন্টিং করেছেন দিদি বেশ ভালো লাগলো আপনার পেইন্টিং টি দেখে।রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছেন পেইন্টিংয়ের মাধ্যমে।সব থেকে বেশি সুন্দর হয়েছে রাতের আধারে শিকারের খোজে বেরিয়ে আসা প্রাণানিটি।দারুণ হয়েছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনার অনুভূতি পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ দিদি।

 5 months ago 

আপনার প্রেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপু এগুলো করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনি ধৈর্য্য নিয়ে অনেক সুন্দর একটা প্রাণীর প্রইন্টিং করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপু সুন্দর একটা প্রেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনাকে মুগ্ধতা দিতে পেরে আমারও ভালো লাগছে, ধন্যবাদ আপু।

 5 months ago 

দারুন একটি পেইন্টিং করেছেন আপনার পেইন্টিংটি দেখে অনেক ভালো লাগলো। রাতের প্রকৃতিতে একটি প্রাণীর দৃশ্যটি খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু ধাপে ধাপে সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

খুব একটা ভালো কালার করতে পারিনি আপু,তবুও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

তার সঙ্গে এটা কোনোভাবেই সহজতর কাজ নয়,আর আমার মতো কাঁচা হাতের অদক্ষ মানুষের কাছে তো এটা খুবই কঠিন।

আসলে যেকোনো কাজ নিয়মিত করলে অবশ্যই দক্ষতা বৃদ্ধি পায়। আপনি নিয়মিত পেইন্টিং করলে সামনে আরও ভালো করতে পারবেন। যাইহোক প্রাণীটিকে দেখে আমার কাছে শিয়ালও মনে হচ্ছে না,আবার ঘোড়াও মনে হচ্ছে না। তবে ভালো লাগলো পেইন্টিংটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, নিয়মিত করলে সেটা একটা আয়ত্তে চলে আসে।ধন্যবাদ আপনাকে।

Congratulations!! Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.

aaa.png

Curated By: @fantvwiki