"কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি"
নমস্কার
"কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি"
যেকোনো রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে।তবে সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকক্ষন হয়ে ওঠে না।কিন্তু কয়েকদিন ধরে বেশ ছুটি কাটাচ্ছি,এইজন্য রেসিপি করার সুযোগও পাচ্ছি।সবথেকে বেশি কষ্টকর হয়ে যায় কাঠের উনানে আমাদের রেসিপিগুলি তৈরি করতে।যাইহোক তো আজ তৈরি করেছি কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি।এই বছর দেরিতে সবজি লাগানো হয়েছে আমাদের বাড়িতে।তাই গাছে নতুন টমেটো ধরেছে,এখনো খুব একটা বড় হয়ে পারিনি।তবুও সেখান থেকেই কয়েকটি টমেটো তুলে নিয়ে রেসিপি করলাম।সত্যি বলতে খেতে এতটাই টেস্টি হয়েছিল যে, বোঝায় যায়নি ওগুলো টমেটো ছিল।খুবই স্বাদের হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.আলু- 1 টি
3.ডিম- 1 টি
4.পেঁয়াজ কুচি- 2 টি
5.গোটা কাঁচা মরিচ - 2টি
6.লবণ- 1 টেবিল চামচ
7.হলুদ-1/2 টেবিল চামচ
8.পাঁচফোড়ন-1/3 টেবিল স্পুন
9.জিরে বাটা-1.5 টেবিল চামচ
10.গরম মসলা গুঁড়া-1/2 টেবিল চামচ
11.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
12.সরিষার তেল-100 গ্রাম
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি আলু ও টমেটোগুলি কেটে নেব মিডিয়াম সাইজ করে।টমেটোর দানাগুলি ফেলে দেব আর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব।
ধাপঃ 2
এখন একটি পরিষ্কার কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নেব,তারপর ডিম ভেঙে দিয়ে দেব।
ধাপঃ 3
এবারে ডিমটি মসলা ছাড়াই পোচ করে নিয়ে কেটে নেব পিচ করে।
ধাপঃ 4
এখন কড়াইতে পুনরায় সরিষার তেল দিয়ে নেব।
ধাপঃ 5
এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন ও বাটা মসলা দিয়ে দেব।
ধাপঃ 6
এবারে লবণ ,গুঁড়া মসলা ও কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে মসলাটি কষিয়ে নেব।
ধাপঃ 7
এখন কেটে রাখা টমেটো ও আলুগুলো কষানো মসলার মধ্যে দিয়ে দেব।
ধাপঃ 8
এখন মসলার সঙ্গে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব সবজিগুলো।
ধাপঃ 9
তো সবজিগুলো কয়েক মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব।
ধাপঃ 10
এরপর আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ডিমের পিচগুলি দিয়ে দেব।
ধাপঃ 11
এবারে আরো কিছু সময় ফুটিয়ে নেব তরকারিটি।
শেষ ধাপঃ
সবশেষে তরকারিটি নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার "কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে অসম্ভব টেস্টি ও স্বাদের হয়েছিল।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | রেসিপি |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
টুইটার লিংক
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের রেসিপিগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। টমেটোর রেসিপি দেখলেই যেন আমার লোভ লেগে যায়।
টমেটো আপনার প্রিয় জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
সাধারণত সবজিগুলো দেরিতে লাগালে পরবর্তী সময়েও খাওয়া যায়। এখন যেহেতু নতুন টমেটো আছে সেই হিসেবে আপনি একটা রেসিপি তৈরি করেছেন। যদিও এভাবে ডিম দিয়ে আর টমেটো বা আলু দিয়ে রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল।
আপনি শিখতে পেরেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক ।তাছাড়া ঠিক বলেছেন দীর্ঘদিন সবজি খাওয়া যায় পরে লাগালে, ধন্যবাদ।
আমরা নিজেরাও ঘরের পাশে কিছু সবজি লাগিয়েছি।এখনও ফলন দিচ্ছে।
বাড়ির লাগানো সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা। চমৎকার লোভনীয় করে আলু ও কাঁচা টমেটো দিয়ে ডিম রান্না করেছেন দিদি।খুবই লোভনীয় হয়েছে আপনার রেসিপিটি। খেতে অনেক মজাদার হয়েছে আপনার রেসিপিটি তা বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি শেয়ার করেছেন। কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি করে কখনো খাওয়া হয়নি, তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়, খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
কাঁচা টমেটো এবং আলু দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে খাওয়া হয়েছে ।কিন্তু এভাবে ডিমের রেসিপি কখনো খাওয়া হয়নি। আপনার শেয়ার করা রেসিপিটা আমার কাছে একদম নতুন। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল রেসিপিটা। ধন্যবাদ আপু এরকম লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ডিম এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি ও মাঝে মাঝে রান্না করি তবে টমেটো দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চাইলে আপনিও ট্রাই করতে পারেন আপু,আসলেই খুবই মজার রেসিপি এটি।ধন্যবাদ আপনাকে।
ডিম তেলে ভাজি করার পরে যদি ডিমের রেসিপি তৈরি করা যায় সে ক্ষেত্রে অনেক বেশি সুস্বাদু হয়। কাঁচা টমেটো ও আলু দিয়ে ডিমের রেসিপি তৈরি করেছেন পরিবেশন করা রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় এই রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপু আপনার রেসিপি দেখেই তো আমার লোভ লেগে গেলো।আসলে আপনার রেসিপিটিন মতো এভাবে যদি আমরাও রান্না করে খেতে পারি তাহলে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে।আসলে এইভাবে কোনদিন ডিমের রেসিপি খাওয়া হয়নি।যাইহোক রেসিপির পরিবেশন ও কালার দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।