স্বরচিত কবিতা: "আকুতি"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে কিছুটা আকুতি নিয়ে।আসলে বর্তমানে মানুষ এতটাই পরচর্চায় ব্যস্ত যে, মনগুলি একেবারেই কাঁদায় লিপ্ত।ভালো ভাবনাগুলো কোথায় যেন মিলিয়ে যাচ্ছে যেখানে আমরা দিনের একটু সময়ে ভালো প্রার্থনা করতেও ভুলে যাই সৃষ্টিকর্তার কাছে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
আকুতি

পাষন্ড হৃদয়ে তুমি ফোঁটাও ফুল--
পাথরের মতো মনকে মোমের মতো করো গলিত
স্তব্ধতার বাঁধ ভেঙে সমুদ্রের ঢেউয়ে করো প্রবাহিত।
এই সুগন্ধহীন জীবনকে করে তোলো সুগন্ধময়--
দূষিত মনকে বিসর্জন দিয়ে কাঁচের মতো স্বচ্ছ করো
বন্দীকে দাও চিরতরে মুক্তির স্বাধীনতা।
হিংস্রকে বেঁধে ফেলো মায়ার বন্ধনে--
আশ্রয়হীনকে দাও স্থান
ক্ষুধার্তকে দাও দু'মুঠো অন্ন,
তৃষ্ণার্তকে দাও জলের সাগর।
শুষ্ককে করে তোলো বৃষ্টিতে সিক্ত,
মায়ায় যন্ত্রণাকারীকে দাও অফুরন্ত ধৈর্য্য।
মূর্খদের দাও বোঝার ক্ষমতা--
অবলাকে দাও বেঁচে থাকার শক্তি
ধূসর আলোকের শেষ বিন্দুতে,
খুঁজে নেওয়ার মতো খাদ্যসামগ্রী।
অপেক্ষার গ্লানিকে করো অবসান
অহংকারীকে দেখাও ধ্বংসের পথ,
সমালোচকদের দাও সু-বুদ্ধি--
দুর্নামীদের দাও বিবেকের আস্তানা।
পথিকদের দেখাও নতুন পথের সন্ধান--
পরিশ্রমীদের দাও সঠিক মূল্য
বিশ্বাসীদের করো তোমার সন্তানতুল্য।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কমেন্ট লিংক
টাস্ক প্রুফ:
আপনি ঠিক বলেছেন কবিতা হচ্ছে মনের খোরাক। আসলে আমরা ঈশ্বরের কাছে আকুতি করলে সব কিছু পূর্ণ করতে পারবো। আর ঈশ্বর আমাদের আকুতি অবশ্যই মেনে নেবেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আপনার সুন্দর মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঈশ্বরের প্রতি গভীর আবেদন রেখে একটি কবিতা লিখেছো। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। পৃথিবীতে ঈশ্বর যাকে যতটুকু দেন তাই নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু তোমার কবিতার মধ্যে এক গভীর আকুতি প্রকাশ পেয়েছে যেখানে তুমি সব মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছ।।
আপনাদের মন্তব্য পড়ে অনেক উৎসাহ পাই দাদা,আশা করি এভাবেই পাশে থাকবেন সবসময়।ধন্যবাদ আপনাকে।
দারুন কবিতা লিখেছেন দিদি বরাবরই আপনার লেখা কবিতাগুলোতে দীর্ঘ অর্থ প্রকাশ পায়। ঠিক একইভাবে আজকেও সে একই রকম কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চেষ্টা করি অর্থবহ কবিতা লেখার জন্য, ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতাটি আমার কাছে দারুন লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।
দারুন কবিতা লিখেছেন আপু। কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে আপনার লেখা এই কবিতাটি পড়ে একটু বেশি ভালো লাগলো। সত্যি আমরা বাস্তব জীবনে এত ব্যস্ততা থাকি যে আমাদের সৃষ্টিকর্তা কে মাঝে মাঝে ভুলে যায়। তবে মনের সব ব্যথা অনুভূতি আনন্দ নিয়ে আমরা যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তাহলে সব সময় ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আসলেই আপু,দিন যতই গভীর হচ্ছে ব্যাস্ততার যেন অসীম হয়ে উঠছে।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু কবিতা হচ্ছে মনের খোরাক। আর কবিতা হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশ করার একমাত্র মাধ্যম। আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।আকুতি কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। চমৎকার অনুভূতি এবং সুন্দর ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক আপু।ধন্যবাদ আপনাকে।