Diy-রেসিপি: "আম পটল"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আগের মাসটা আমার একদম ভালো কাটেনি,শুধুই ব্যস্ততা নিয়ে কাটাতে হয়েছে।কাজের রুটিনগুলিও এলোমেলো হয়ে গিয়েছে অনেকটা তাই এখন থেকে চেষ্টা করছি আবার স্বাভাবিক রুটিনে ফিরে যাওয়ার।যেটা বেশ মুশকিল একটি কাজ।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

Diy-রেসিপি: "আম পটল"

IMG_20250508_135505.jpg

অনেকদিন হলো পটল দিয়ে কোনো রেসিপি তৈরি করা হয়নি,অথচ বাড়িতে অনেক পটল কেনা রয়েছে।তাই সেগুলোর সদ্ব্যবহার করতে আমকে কাজে লাগালাম।কারন গরমের দিনে হালকা টক-ঝাল রেসিপি খেতে ভালোই লাগে।বিশেষ করে মুখে আলাদা একটা রুচি ফিরে আসে আর তৃপ্তিও নিয়ে আসে।তাই আমি তৈরি করেছি আম পটলের মজার রেসিপি।যেটা সম্পূর্ণ নিরামিষভাবে,এই রেসিপিটিরও খুবই জনপ্রিয়তা রয়েছে।তাছাড়া গরমের দিনে এই রেসিপিটি বেশ স্বাস্থ্যসম্মত।তাছাড়া এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ স্বাদের হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250508_135711.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.পটল - 5 টি
2.আধা কাঁচা আম- 1 টি
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.কাঁচা মরিচ- 3 টি
5.লবণ- 1 টেবিল চামচ
6.আদা বাটা- 1/2 টেবিল চামচ
7.শুকনো মরিচ বাটা-1 টেবিল চামচ
8.জিরা বাটা-1.5 টেবিল চামচ
9.সাদা তেল- 5 টেবিল চামচ
10.সামান্য জল

(চাইলে আপনারা এই রেসিপিতে সামান্য চিনি যুক্ত করতে পারেন টক স্বাদ ব্যালেন্স করার জন্য, কিন্তু যেহেতু আমি মিষ্টি স্বাদের আম নিয়েছিলাম তাই আর চিনি যুক্ত করিনি।)

IMG_20250508_131441.jpg

IMG_20250508_131652.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250508_132408.jpg
প্রথমে আমি কিছু পটল নিয়ে নিলাম।তারপর গোটা পটলের দুই পাশ একটি চাকুর সাহায্যে চিরে চিরে ডিজাইন করে কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20250508_131710.jpg
এরপর পটলের দুইপাশে জোড়া থাকা অংশের খোসা ছাড়িয়ে নিলাম সামান্য করে।এইভাবে সবগুলো পটল কেটে নিলাম।

ধাপঃ 3

IMG_20250508_131726.jpg
এবারে একটি আধা কাঁচা আম নিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20250508_132424.jpg
এখন আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিচ করে কেটে নিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20250508_131923.jpg
এরপর চুলায় মিডিয়াম আঁচে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিলাম পরিমাণ মতো।

ধাপঃ 6

IMG_20250508_132350.jpg
এবারে তেল হালকা গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নিয়ে কেটে রাখা পটলগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20250508_132002.jpg
এখন পটলগুলি উল্টেপাল্টে বাদামি রঙের করে ভেজে নিলাম।

ধাপঃ 8

IMG_20250508_132040.jpg
তো এবারে ভেজে নেওয়া পটলগুলি তুলে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 9

IMG_20250508_132117.jpg
এখন ওই তেলের মধ্যে কড়াইতে জিরে বাটা,আদা বাটা ও শুকনো মরিচের পেস্ট দিয়ে দিলাম কাঁচা মরিচের সঙ্গে।

ধাপঃ 10

IMG_20250508_132329.jpg
এরপর ছোট ছোট করে কেটে রাখা আমগুলো ভাজা মসলার মধ্যে দিয়ে দিলাম।স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে নিলাম।

ধাপঃ 11

IMG_20250508_132137.jpg
এবারে সামান্য জল দিয়ে আমগুলি সেদ্ধ করে গলিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20250508_132202.jpg
এখন ওই ভেজে তুলে রাখা পটলগুলি গলানো আমের মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 13

IMG_20250508_132318.jpg
এরপর পটলগুলি আমের মিশ্রনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম।

শেষ ধাপঃ

IMG_20250508_135648.jpg
সবশেষে রেসিপিটির সুন্দর একটি কালার চলে আসলে একটি পাত্রে নামিয়ে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "আম পটলের রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250508_135626.jpg

IMG_20250508_135757.jpg

IMG_20250508_135818.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ স্বাদের হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 months ago 

পটল আমাদের সবারই অনেক প্রিয় সবজি। কিন্তু কখনো আম পটল খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

 2 months ago 

আপনি আমার রেসিপি দেখে শিখতে পেরেছেন এতেই আমি খুশি,আসলেই দারুণ খেতে ছিল।অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনি আজকে যে আম পটল রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি আমার কাছে একদমই নতুন। আমি এই রেসিপিটি খাওয়াতো দূরের কথা কখনো নামই আমি শুনিনি। ভালো লাগলো আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। নিশ্চয়ই অনেক সুস্বাদু খেতে এই আম পটল। আমি অবশ্যই বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখব। ধন্যবাদ এত সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

হ্যাঁ, গরমের দিনে এটা খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার এটি।ধন্যবাদ আপনাকে ও।

 2 months ago 

আম ডাল খেয়েছি। পটলের অনেক ধরনের রেসিপি ও খেয়েছি। কিন্তু এভাবে কখনো আম পটল খাওয়া হয়নি আপু।খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। দেখেই তো ভীষণ লোভ লেগে গেল ।এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

আম ডালও ভালো লাগে ,খাই আমরাও মাঝে মাঝেই।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামতের জন্য।

 2 months ago 

দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি। তবে এমন রেসিপির কথা আমি এর আগে কখনো শুনিনি এবং কখনো খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তবে আপনার পোষ্টের মাধ্যমে এত সুন্দর একটি রেসিপি সম্পর্কে জেনে ভালো লাগলো ধন্যবাদ।

 2 months ago 

এখন তো জেনে গেলেন, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ দাদা।

 2 months ago 

আপনার রেসিপি সত্যিই দারুণ লেগেছে! এমন অভিনব ও নতুন আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। পোস্ট পড়েই মনে হচ্ছে কত সুন্দর আর মজাদার স্বাদ লুকিয়ে আছে এতে। একদিন নিশ্চয়ই নিজে রান্না করে উপভোগ করব। ভালো থাকুন, এরকম নতুন নতুন রেসিপি আমাদের সাথে শেয়ার করুন।

 2 months ago 

অবশ্যই রান্না করবেন, ধন্যবাদ আপু উৎসাহমূলক মতামতের জন্য।

 2 months ago 

চমৎকার একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও নিশ্চয় খুব সুস্বাদু হয়েছিল।আপনি সব সময় ইউনিক রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। আপনার রেসিপি গুলো আমার অনেক ভালো লাগে। আজকের রেসিপিটি অসাধারণ ছিল। ধন্যবাদ আপু আমাদের মাঝে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

আজকে আপনি ভিন্ন রকম মজার একটি রেসিপি করেছেন। আম পটল দিয়ে মজার রেসিপি করলেন। যদিও কখনো আম এবং পটল দিয়ে এভাবে রেসিপি বানিয়ে খাওয়া হয় নাই। আর গরমের সময় এরকম টক ঝাল রেসিপি খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। ধন্যবাদ আপু মজার একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

এইবার খেয়ে দেখবেন ভাইয়া,আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রেসিপি টা বেশ ইউনিক সেটা বলতেই হয়। এর আগে আম নামক এমন রেসিপি আমি কখনও খাইনি। দারুণ তৈরি করেছেন আপু রেসিপি টা। খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

 2 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।