Diy- "কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি"
নমস্কার
Diy- কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি:
বন্ধুরা, আজ একেবারে ভিন্ন ধরনের একটি diy তৈরি করবো।আমার ধারনায়, এই ধরনের কাজ আগে কেউ কখনোই হয়তো করিনি।তবে এটা আমার ক্ষেত্রেও নতুন একটি অভিজ্ঞতা।এগুলো হচ্ছে চাষ করা কচুর ফুল।আর এই ফুলগুলো রেসিপি তৈরি করার সময় ভিতরের কিছু অংশ বাদ দিতে হয় বা ফেলে দিতে হয়।আমি সেই ফেলে দেওয়া অংশ দিয়েই একটি বকপাখির চিত্র একে ফেললাম।তবে যেহেতু কচুর ফুলে অনেক দাগ থাকে তাই এটি মাটিতেই তৈরি করলাম।আর এখন অনেক বৃষ্টি হচ্ছে তাই মাটিও অনেক ভিজা ও স্যাঁতসেঁতে।তারপরও diy টি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই diyটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কচুর ফুল থেকে ভিতরের অংশ বের করে নিলাম।
ধাপঃ 2
এবারে সবগুলো ফুলের ভিতরের অংশ বের করে একত্রে নিয়ে নিলাম।
ধাপঃ 3
এরপর মাটির উপর পাখির পা ও বডির আকার তৈরি করে নিলাম।
ধাপঃ 4
এখন পাখির বডির মধ্যে ফুলের ভিতরের অংশ সাজিয়ে নেব ও লেজের দিকে সরু আকৃতি করে নেব।
ধাপঃ 5
এরপর পাখির মাথা ও লম্বা মুখের ঠোঁট তৈরি করে নিলাম সাদা অংশ ভেঙে ভেঙে।
শেষ ধাপঃ
সবশেষে পাখির চোখ ও উড়ন্ত ডানা তৈরি করে নিলাম ফুলগুলির ভিতরের অংশ সাজিয়ে।
ছবি উপস্থাপনা:
এটি তৈরির পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আর পাখির রূপ স্পষ্ট ফুটে উঠেছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | diy |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1952911124338491473
https://x.com/green0156/status/1952912040575811660
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
অসাধারণ সৃষ্টি! প্রকৃতির উপাদান দিয়ে এমন সৃষ্টিশীল DIY সত্যিই প্রশংসনীয়। কচুর ফুলের ফেলে দেওয়া অংশ দিয়ে বকপাখির চিত্র আঁকার আইডিয়াটা একেবারেই নতুন এবং ব্যতিক্রমী! আপনার সৃজনশীলতা এবং মাটির সাথে এই অনন্য সংযোগ সত্যিই চোখে লাগার মতো। বৃষ্টির দিনে ভিজে মাটির উপরে এমন শিল্পকর্ম যেন প্রকৃতির সাথেই মিশে গেছে। এমন ভাবনার কাজ আমাদের ভাবতে শেখায়।
আপনার গঠনমূলক মতামত পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া।আসলেই ব্যতিক্রম অনুভূতি ছিল এটি,ধন্যবাদ ভাইয়া।
আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে গেলাম। কচুর ফুলের ভেতরের অংশ দিয়ে চমৎকার বক তৈরি করেছেন এই ধরনের কাজগুলো করতে এবং দেখতে বেশ ভালই লাগে। দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
ক্রিয়েটিভ শিল্প।এটি একটি দারুন রকম ডাই পোস্ট। আপনার প্রতিভা দেখে মুগ্ধ হলাম। কচুর ফুল দিয়ে খুবই সুন্দর একটি বক তৈরি করেছেন। দেখতে ভালোই লাগছে। এরকম ক্রিয়েটিভ জিনিসটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
এত সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
কচুফুলের মতো সাধারণ জিনিস থেকে বক পাখি বানানো সত্যিই দুর্দান্ত আইডিয়া! আপনার কল্পনাশক্তিকে সাধুবাদ জানাই।আপনার এই পরিবেশবান্ধব আর্ট দেখে সত্যিই ভালো লাগল।কচুফুলের এই ব্যবহার একেবারেই নতুন লাগল। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
আপু আপনার আইডিয়া সত্যি অসাধারণ। কচুফুলের ভিতরের অংশ দিয়ে বক পাখি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।
আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি কচুফুলের ভিতরে অংশ দিয়ে খুব সুন্দর বক পাখি তৈরি করেছেন। আর এই ধরনের কাজগুলো মানুষকে আকৃষ্ট করে। ধন্যবাদ কচুফুলের ভিতর অংশ দিয়ে বক পাখি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার পোস্ট পড়ে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে একেবারে ইউনিক একটি বিষয়কে ফুটিয়ে তুলেছেন৷ আর এরকম কিছু আমি আগে কখনো দেখিনি৷ যেভাবে আপনি কচু ফুলের ভিতরে এত সুন্দর একটি বক পাখি তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷