প্রতিযোগিতা -৭০|| "মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি"
নমস্কার
প্রতিযোগিতা -৭০|| মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি:
বসন্তের একরাশ স্নিগ্ধ-সতেজ বিকেলে ফুরফুরে হাওয়ায় প্রকৃতির কোলে বসে এক কাপ ধোঁয়ার কুন্ডলী ওঠা চায়ের সঙ্গে স্ন্যাকস খাওয়ার মজাই আলাদা।এই স্ন্যাকস জাতীয় খাবারগুলো খুবই মুখরোচক হয়ে থাকে।আমাদের বাড়ির পাশের যে ক্যানেল রয়েছে সেখানে এই বছর বেশ জল কমে গিয়েছিলো।তাই আমার বাবা তার নিজ হাতে বোনা খাপ জাল দিয়ে অনেকগুলো বোয়াল মাছ ধরতে সক্ষমও হয়েছিলেন।এক একটি দিনে 3টি কখনো 4টি করেও বোয়াল মাছ পাওয়া গিয়েছে।কিন্তু সবই আমরা খেয়েছি, তবে সত্যি বলতে এই এত দামী মাছ হওয়া সত্ত্বেও আমার এটা একেবারেই পছন্দ নয় অর্থাৎ আমার কাছে ভালো লাগে না খেতে।বোয়াল মাছগুলো সবই ছিল মিডিয়াম সাইজের।তো আমি বোয়াল মাছের পুর দিয়ে আমাদের গাছের টাটকা গোটা শিম দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার স্ন্যাকস রেসিপিটি।এই রেসিপিটি ইফতারের জন্য দারুণ জমবে বলে আমি মনে করি।তাছাড়া আমার পরিবারের সবাই তো বেশ তৃপ্তি করে খেয়েছিলো এটি।যদিও আমি এই রেসিপিটি কিছুদিন আগে তৈরি করেছিলাম আর এটি যেকোনো মাছ দিয়েই তৈরি করা যেতে পারে।যাইহোক তবে রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো খেতে তার থেকে দ্বিগুণ স্বাদের হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---
উপকরণসমূহ:
2.শিম-12 টি
3.বেসন- 1.5 কাপ
4.পেঁয়াজ কুচি-2 টি
5.লবণ-1 টেবিল চামচ
6.হলুদ-1/2 টেবিল চামচ
7.মরিচ বাটা-1 টেবিল চামচ
8.জিরে বাটা-1.5 টেবিল চামচ
9.আদা-রসুন বাটা-1 টেবিল চামচ
10.কাঁচা মরিচ কুচি- 5 টি
11.জিরা গুঁড়া-1 টেবিল চামচ
12.গরম মশলা গুঁড়া-1/2 টেবিল চামচ
13.সরিষার তেল-4 টেবিল চামচ
14.সাদা তেল-2 কাপ
15.সামান্য জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি একটি বোয়াল মাছ নিয়ে নিলাম।তারপর পিচ পিচ করে কেটে নিলাম।
ধাপঃ 2
এখন বোয়াল মাছের পিচগুলি ভালোভাবে ঠান্ডা ও হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।
ধাপঃ 3
এরপর কিছু টাটকা শিম নিয়ে নিলাম যেগুলো আমাদের গাছের ছিল।
ধাপঃ 4
এখন শিমের একপাশের লম্বা ডাটি কেটে বাদ দিয়ে ভিতরের বীজগুলো শিম থেকে বের করে নেব।
ধাপঃ 5
তো আমি সবগুলো শিমের বীজ বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব শিমগুলি।
ধাপঃ 6
এবারে একটি পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নেব।তারপর জল হালকা গরম করে তার মধ্যে লবণ ও হলুদ মিশিয়ে বোয়াল মাছের পিচগুলি দিয়ে দেব।
ধাপঃ 7
এখন বোয়াল মাছগুলো চুলায় মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব 3-4 মিনিট ধরে।তারপর সেদ্ধ মাছগুলো জল থেকে তুলে নেব একটি পাত্রে।
ধাপঃ 8
এরপর বোয়াল মাছের সেদ্ধ পিচগুলি থেকে কাঁটা বেছে বাদ দিয়ে নেব।তারপর শিমের থেকে বের করে নেওয়া বীজগুলি নিয়ে নেব।
ধাপঃ 9
এখন ওই একই হলুদ-লবণ দেওয়া জলে শিমগুলি দিয়ে হালকা সেদ্ধ করে নেব।
ধাপঃ 10
এরপর সেদ্ধ করে নেওয়া শিমগুলি তুলে নেব একটি পাত্রে।
ধাপঃ 11
এখন পুনরায় চুলায় পরিষ্কার একটি কড়াই বসিয়ে দেব।তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি,সমস্ত রকম বাটা মসলা,গুঁড়া মসলা ও মরিচ কুচি দিয়ে ভেজে নেব।
ধাপঃ 12
এখন মসলা হালকা ভেজে নিয়ে তারপর মাছ ও শিমের বীজগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে মসলার সঙ্গে ভেজে নিতে হবে।
ধাপঃ 13
এরপর ভেজে নেওয়া মাছগুলোর পুর একটি পাত্রে তুলে নেব।
ধাপঃ 14
এবারে ভাজা মাছের পুর একটু করে নিয়ে সেদ্ধ শিমের মধ্যে ভরে নেব।
ধাপঃ 15
তো একে একে আমার সবগুলো শিমের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে।
ধাপঃ 16
এবারে পরিমাণ মতো বেসন নিয়ে তার মধ্যে সামান্য জল নিয়ে ঘন একটি বেটার তৈরি করে নেব।
ধাপঃ 17
এরপর একটি করে পুর ভরা শিম নিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে তুলে নেব।
ধাপঃ 18
এখন পুনরায় একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব।
ধাপঃ 19
সাদা তেল হালকা গরম হয়ে গেলে বেটারের মধ্যে ডুবানো শিমগুলি একটি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
ধাপঃ 20
এরপর উল্টেপাল্টে শিমগুলি ভেজে নেব বাদামি রঙের মুচমুচে করে।
শেষ ধাপঃ
এখন ভেজে নেওয়া স্ন্যাকসগুলি একটি পাত্রে তুলে নেব।তো তৈরি করা হয়ে গেল "বোয়াল মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি।"
পরিবেশন:
এখন এটি পরিবেশন করতে হবে এমনি কিংবা বিভিন্ন সসের সহযোগে।তাছাড়া চাইলে এটি ভাত দিয়ে খাওয়াও সম্ভব।এটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো খেতেও তেমনি সুস্বাদু ও মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
বিষয় | প্রতিযোগিতা -৭০ | "বোয়াল মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি" | |
---|---|---|---|
শ্রেণী | রেসিপি | ||
ডিভাইস | poco m2 | ||
অভিবাদন্তে | @green015 | ||
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্ট লিংক:
https://x.com/green0156/status/1904362096810439097
https://x.com/green0156/status/1904363213065711715
https://x.com/green0156/status/1904364446535082236
https://x.com/green0156/status/1904366144359952881
https://x.com/green0156/status/1904367690091016492
https://x.com/green0156/status/1904460406724362515
একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন দেখছি। প্রথম দেখাতে মনে হয়েছে বেগুনি তৈরি করেছেন। সাইজ টা অনেকটা সেরকম দেখতে। মাছের পুর এরকম শিমের স্ন্যাকস কখনো খাওয়া হয়নি। রেসিপিটা একদমই ইউনিক ছিল। সম্ভব হলে এটা ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
অবশ্যই ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।
এমন ভিন্নধর্মী রেসিপি দেখে সত্যিই অবাক হলাম। প্রথমে মনে হয়েছিল পরিচিত কোনো স্ন্যাকস, কিন্তু মাছের পুর দিয়ে শিমের এমন দারুণ ব্যবহার একদমই নতুন। স্বাদ কেমন হবে, সেটা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সুযোগ পেলেই ট্রাই করতে চাই! আপনার সৃজনশীল রান্নার আইডিয়া গুলো বরাবরই চমৎকার। ধন্যবাদ এমন ইউনিক কিছু শেয়ার করার জন্য।
এটা খুবই দারুণ স্বাদের, তাই নিশ্চিন্তে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু।ধন্যবাদ আপনাকে।
অনেক মজাদার স্ন্যাকস রেসিপি তৈরি করা হয়েছে দেখেই তো ভালো লাগলো। এটা কিন্তু ইফতারের সময় খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনি অনেক মজাদার ভাবে রেসিপিটা সম্পূর্ণ ভাবে তৈরি করেছেন দিদি। অনেক ধন্যবাদ দিদি রেসিপিটি তৈরি করে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,ইফতারের জন্য বেস্ট একটি রেসিপি হবে বলা যায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যে কোনো চপ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে বিকেলে চায়ের সাথে যে কোনো চপ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে।আপনি প্রতিযোগিতায় একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন এর আগে কখনো সিমের চপ খাওয়া হয়নি, ধন্যবাদ আপু একটা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
আপু, আমি ও নতুন তৈরি করলাম শিমের চপটি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
সীমের ভিতর পুর ভরে এইভাবে ডিপ ফ্রাই করার প্রচলন রয়েছে তবে আমাদের বাড়িতে পনির মা অন্যান্য কোন মসলা দিয়ে করে মাছ দিয়ে কখনো করতে দেখিনি।
তোমার রান্নাটা বেশ ভালো লাগলো দেখে। এবার বাজারে ভালো সিম পেলে করে দেখব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমায় অভিনন্দন জানাই আশা করি খুব ভালো ফলাফল পাবে।
দিদি মাছ দিয়ে দারুন টেস্টি লাগে এটা,ট্রাই করে দেখো।আশা করি খুবই ভালো লাগবে,ধন্যবাদ☺️.
প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আজকে আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম৷ এখানে যেভাবে আপনি এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনি মুখের মধ্যে পানি চলে আসলো৷ একই সাথে এখানে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতা করেছেন যা দেখে খুব ভালোই লাগছে৷ আশা করি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান অর্জন করতে পারবেন৷
আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।