প্রতিযোগিতা -৭০|| "মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি"

in আমার বাংলা ব্লগ13 days ago

নমস্কার

বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যেকোনো প্রতিযোগিতা আমাদেরকে নতুন কিছু শিখতে যেমন সাহায্য করে তেমনি নতুন স্বাদ আস্বাদন করতেও আমরা সক্ষম হই।তাইতো আজ আমি প্রতিযোগিতা-৭০ তে অংশগ্রহণ করতে চলে আসলাম।আমি আমার সামান্যতম দক্ষতা দিয়েও রেসিপি তৈরি করতে খুবই ভালোবাসি।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @alsarzilsiam ভাইয়াসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে।

প্রতিযোগিতা -৭০|| মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি:

IMG_20250325_120000.jpg

বসন্তের একরাশ স্নিগ্ধ-সতেজ বিকেলে ফুরফুরে হাওয়ায় প্রকৃতির কোলে বসে এক কাপ ধোঁয়ার কুন্ডলী ওঠা চায়ের সঙ্গে স্ন্যাকস খাওয়ার মজাই আলাদা।এই স্ন্যাকস জাতীয় খাবারগুলো খুবই মুখরোচক হয়ে থাকে।আমাদের বাড়ির পাশের যে ক্যানেল রয়েছে সেখানে এই বছর বেশ জল কমে গিয়েছিলো।তাই আমার বাবা তার নিজ হাতে বোনা খাপ জাল দিয়ে অনেকগুলো বোয়াল মাছ ধরতে সক্ষমও হয়েছিলেন।এক একটি দিনে 3টি কখনো 4টি করেও বোয়াল মাছ পাওয়া গিয়েছে।কিন্তু সবই আমরা খেয়েছি, তবে সত্যি বলতে এই এত দামী মাছ হওয়া সত্ত্বেও আমার এটা একেবারেই পছন্দ নয় অর্থাৎ আমার কাছে ভালো লাগে না খেতে।বোয়াল মাছগুলো সবই ছিল মিডিয়াম সাইজের।তো আমি বোয়াল মাছের পুর দিয়ে আমাদের গাছের টাটকা গোটা শিম দিয়ে বানিয়ে ফেললাম এই মজাদার স্ন্যাকস রেসিপিটি।এই রেসিপিটি ইফতারের জন্য দারুণ জমবে বলে আমি মনে করি।তাছাড়া আমার পরিবারের সবাই তো বেশ তৃপ্তি করে খেয়েছিলো এটি।যদিও আমি এই রেসিপিটি কিছুদিন আগে তৈরি করেছিলাম আর এটি যেকোনো মাছ দিয়েই তৈরি করা যেতে পারে।যাইহোক তবে রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো খেতে তার থেকে দ্বিগুণ স্বাদের হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---

IMG_20250325_120016.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গোটা বোয়াল মাছ- 1 টি
2.শিম-12 টি
3.বেসন- 1.5 কাপ
4.পেঁয়াজ কুচি-2 টি
5.লবণ-1 টেবিল চামচ
6.হলুদ-1/2 টেবিল চামচ
7.মরিচ বাটা-1 টেবিল চামচ
8.জিরে বাটা-1.5 টেবিল চামচ
9.আদা-রসুন বাটা-1 টেবিল চামচ
10.কাঁচা মরিচ কুচি- 5 টি
11.জিরা গুঁড়া-1 টেবিল চামচ
12.গরম মশলা গুঁড়া-1/2 টেবিল চামচ
13.সরিষার তেল-4 টেবিল চামচ
14.সাদা তেল-2 কাপ
15.সামান্য জল

GridArt_20250325_110521781.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250325_104918.jpg

প্রথমে আমি একটি বোয়াল মাছ নিয়ে নিলাম।তারপর পিচ পিচ করে কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20250325_105001.jpg

এখন বোয়াল মাছের পিচগুলি ভালোভাবে ঠান্ডা ও হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।

ধাপঃ 3

IMG_20250325_105013.jpg

এরপর কিছু টাটকা শিম নিয়ে নিলাম যেগুলো আমাদের গাছের ছিল।

ধাপঃ 4

IMG_20250325_105029.jpg

এখন শিমের একপাশের লম্বা ডাটি কেটে বাদ দিয়ে ভিতরের বীজগুলো শিম থেকে বের করে নেব।

ধাপঃ 5

IMG_20250325_105044.jpg

তো আমি সবগুলো শিমের বীজ বের করে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব শিমগুলি।

ধাপঃ 6

GridArt_20250321_195232147.jpg

এবারে একটি পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নেব।তারপর জল হালকা গরম করে তার মধ্যে লবণ ও হলুদ মিশিয়ে বোয়াল মাছের পিচগুলি দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20250325_105159.jpg

এখন বোয়াল মাছগুলো চুলায় মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব 3-4 মিনিট ধরে।তারপর সেদ্ধ মাছগুলো জল থেকে তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 8

IMG_20250325_105214.jpg

এরপর বোয়াল মাছের সেদ্ধ পিচগুলি থেকে কাঁটা বেছে বাদ দিয়ে নেব।তারপর শিমের থেকে বের করে নেওয়া বীজগুলি নিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20250325_105105.jpg

এখন ওই একই হলুদ-লবণ দেওয়া জলে শিমগুলি দিয়ে হালকা সেদ্ধ করে নেব।

ধাপঃ 10

IMG_20250325_105149.jpg

এরপর সেদ্ধ করে নেওয়া শিমগুলি তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 11

IMG_20250325_115235.jpg

এখন পুনরায় চুলায় পরিষ্কার একটি কড়াই বসিয়ে দেব।তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি,সমস্ত রকম বাটা মসলা,গুঁড়া মসলা ও মরিচ কুচি দিয়ে ভেজে নেব।

ধাপঃ 12

IMG_20250325_105233.jpg

এখন মসলা হালকা ভেজে নিয়ে তারপর মাছ ও শিমের বীজগুলো দিয়ে দেব। মাছগুলো ভালোভাবে মসলার সঙ্গে ভেজে নিতে হবে।

ধাপঃ 13

IMG_20250325_105245.jpg

এরপর ভেজে নেওয়া মাছগুলোর পুর একটি পাত্রে তুলে নেব।

ধাপঃ 14

IMG_20250325_105303.jpg

এবারে ভাজা মাছের পুর একটু করে নিয়ে সেদ্ধ শিমের মধ্যে ভরে নেব।

ধাপঃ 15

IMG_20250325_105342.jpg

তো একে একে আমার সবগুলো শিমের মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 16

GridArt_20250325_105456844.jpg

এবারে পরিমাণ মতো বেসন নিয়ে তার মধ্যে সামান্য জল নিয়ে ঘন একটি বেটার তৈরি করে নেব।

ধাপঃ 17

IMG_20250325_105557.jpg

এরপর একটি করে পুর ভরা শিম নিয়ে বেটারের মধ্যে ডুবিয়ে তুলে নেব।

ধাপঃ 18

IMG_20250325_105537.jpg

এখন পুনরায় একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব।

ধাপঃ 19

IMG_20250325_105753.jpg

সাদা তেল হালকা গরম হয়ে গেলে বেটারের মধ্যে ডুবানো শিমগুলি একটি করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।

ধাপঃ 20

IMG_20250325_105906.jpg

এরপর উল্টেপাল্টে শিমগুলি ভেজে নেব বাদামি রঙের মুচমুচে করে।

শেষ ধাপঃ

IMG_20250325_120410.jpg

এখন ভেজে নেওয়া স্ন্যাকসগুলি একটি পাত্রে তুলে নেব।তো তৈরি করা হয়ে গেল "বোয়াল মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি।"

পরিবেশন:

IMG_20250325_120350.jpg

IMG_20250325_120332.jpg

IMG_20250325_120316.jpg

এখন এটি পরিবেশন করতে হবে এমনি কিংবা বিভিন্ন সসের সহযোগে।তাছাড়া চাইলে এটি ভাত দিয়ে খাওয়াও সম্ভব।এটি দেখতে যেমন লোভনীয় হয়েছিলো খেতেও তেমনি সুস্বাদু ও মজাদার হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা -৭০"বোয়াল মাছের পুর দিয়ে শিমের স্ন্যাকস রেসিপি"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 13 days ago 

একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন দেখছি। প্রথম দেখাতে মনে হয়েছে বেগুনি তৈরি করেছেন। সাইজ টা অনেকটা সেরকম দেখতে। মাছের পুর এরকম শিমের স্ন্যাকস কখনো খাওয়া হয়নি। রেসিপিটা একদমই ইউনিক ছিল। সম্ভব হলে এটা ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 13 days ago 

অবশ্যই ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

এমন ভিন্নধর্মী রেসিপি দেখে সত্যিই অবাক হলাম। প্রথমে মনে হয়েছিল পরিচিত কোনো স্ন্যাকস, কিন্তু মাছের পুর দিয়ে শিমের এমন দারুণ ব্যবহার একদমই নতুন। স্বাদ কেমন হবে, সেটা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সুযোগ পেলেই ট্রাই করতে চাই! আপনার সৃজনশীল রান্নার আইডিয়া গুলো বরাবরই চমৎকার। ধন্যবাদ এমন ইউনিক কিছু শেয়ার করার জন্য।

 12 days ago 

এটা খুবই দারুণ স্বাদের, তাই নিশ্চিন্তে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু।ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

অনেক মজাদার স্ন্যাকস রেসিপি তৈরি করা হয়েছে দেখেই তো ভালো লাগলো। এটা কিন্তু ইফতারের সময় খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনি অনেক মজাদার ভাবে রেসিপিটা সম্পূর্ণ ভাবে তৈরি করেছেন দিদি। অনেক ধন্যবাদ দিদি রেসিপিটি তৈরি করে শেয়ার করার জন্য।

 12 days ago 

হ্যাঁ আপু,ইফতারের জন্য বেস্ট একটি রেসিপি হবে বলা যায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

যে কোনো চপ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে বিকেলে চায়ের সাথে যে কোনো চপ দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে।আপনি প্রতিযোগিতায় একদম ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন এর আগে কখনো সিমের চপ খাওয়া হয়নি, ধন্যবাদ আপু একটা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 12 days ago 

আপু, আমি ও নতুন তৈরি করলাম শিমের চপটি।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 12 days ago 

সীমের ভিতর পুর ভরে এইভাবে ডিপ ফ্রাই করার প্রচলন রয়েছে তবে আমাদের বাড়িতে পনির মা অন্যান্য কোন মসলা দিয়ে করে মাছ দিয়ে কখনো করতে দেখিনি।
তোমার রান্নাটা বেশ ভালো লাগলো দেখে। এবার বাজারে ভালো সিম পেলে করে দেখব। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমায় অভিনন্দন জানাই আশা করি খুব ভালো ফলাফল পাবে।

 12 days ago 

দিদি মাছ দিয়ে দারুন টেস্টি লাগে এটা,ট্রাই করে দেখো।আশা করি খুবই ভালো লাগবে,ধন্যবাদ☺️.

 9 days ago 

প্রথমে আপনাকে অনেক অভিনন্দন জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে আজকে আপনার কাছ থেকে খুবই সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম৷ এখানে যেভাবে আপনি এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে এখনি মুখের মধ্যে পানি চলে আসলো৷ একই সাথে এখানে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে প্রতিযোগিতা করেছেন যা দেখে খুব ভালোই লাগছে৷ আশা করি প্রতিযোগিতায় ভালো একটি অবস্থান অর্জন করতে পারবেন৷

 8 days ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।