"এসো নিজে করি"বিশেষ ক্রিসমাস সপ্তাহ-🎄🎄"দেশলাই কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি"🎄🎄
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো এবং সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আমি আবারো একটি নতুন diy নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে।যাইহোক মেরি ক্রিসমাস উপলক্ষে diy প্রতিযোগিতায় এটি আমার তৃতীয় অংশগ্রহণ।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী যে সুন্দর diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটি কর্তৃক।এইজন্য কমিউনিটির প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।💝💝
🎄🎄ক্রিসমাস ট্রি🎄🎄
বড়ো দিনের সঙ্গে ক্রিসমাস ট্রির সম্পর্ক রয়েছে।মূলত বড়দিনেই এই ট্রি সাজানো হয় বিভিন্ন জায়গায়।তাছাড়া এর বড়ো বিশেষত্ব হলো--এটি একটি ফার্ন জাতীয় চিরহরিৎ বা চিরসবুজ বৃক্ষ।পূর্বে উত্তর ইউরোপের মানুষেরা এই গাছ বাড়িতে লাগিয়ে রাখত সুখ-সমৃদ্ধির জন্য এছাড়া তারা বিশ্বাস করতেন যে এই গাছ লাগালে সকল অশুভ শক্তির বিনাশ হবে।তাই ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।বড়দিনে বিভিন্ন ফুল, আলো ও তারা দিয়ে এই গাছটি সাজানো হয়।মেরি ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাস ট্রি তৈরি করবো না, এটা হতেই পারে না।🙅কিন্তু আমি একটু ভিন্নভাবে ক্রিসমাস ট্রি তৈরির চেষ্টা করলাম আবার ও।সেটি হলো-"দেশলাই কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি"।🎄🌲তো চলুন শুরু করা যাক----
উপকরণ:
1.দেশলাই কাঠি-3 প্যাকেট
2.আঠা
3.কেচি
4.হালকা সবুজ রঙের হাইলাইটার পেন
5.দেশলাই বক্স- 1টি
6.কেক বক্সের কাগজ
7.কালো রঙের বলপেন
8.থার্মোকলের ছোট বল -1 টি
9.সাদা রঙের কাগজ
10.বিভিন্ন রঙের জেল পেন
পদ্ধতিসমূহ:

◆প্রথমে আমি প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নেব দেশলাই কাঠিসহ।

◆একটি কেচি দিয়ে কেকের কাগজের বক্সের একপাশ কেটে নেব সমান করে।

◆একটি পেন দিয়ে কেটে নেওয়া কাগজের উপর ট্রির চিত্ৰ একে নেব।তার উপরে আঠা লাগিয়ে নেব।

◆কিছু দেশলাই কাঠির কিছু সাদা অংশ কেচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব।

◆এরপর ট্রির নিচের সারি থেকে আঠা দিয়ে আটকাতে থাকবো ।

◆একটি করে কাঠি নিয়ে মিলিয়ে মিলিয়ে পরের সারিও সাজিয়ে আঠা দিয়ে আটকে নেব।

◆তো এভাবে আমি তিন সারি সাজিয়ে নিলাম কখনো ছোট কখনো বড়ো দেশলাই কাঠি দিয়ে।

◆গাছটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।আমি এখানে কাঠিগুলির কালো অংশ এলোমেলো ভাবে সাজিয়ে নিয়েছি।

◆একবারে শেষবারে কিছু দেশলাইকাঠি একদম ছোট করে কেটে নিলাম।

◆ট্রির একদম মাথায় ছোট কাঠিগুলি সাজিয়ে দিলাম।

◆এইবারে আমি একটি হালকা সবুজ রঙের হাইলাইটার পেন নিয়ে দেশলাই কাঠীগুলির উপর হালকা সবুজ রং করে নিলাম।

◆তো ট্রির গায়ে হালকা সবুজ রঙ করা হয়ে গেছে।

◆এইবার কেচি দিয়ে একটা স্টার চিহ্ন তৈরি করে নিলাম কাগজ কেটে।

◆স্টার চিহ্নের গায়ে হলুদ জেল পেন দিয়ে রং করে নিলাম।

◆ট্রির একেবারে মাথায় আঠা দিয়ে আটকে দিলাম স্টারটি।

◆এরপর একটি দেশলাই বক্স নিয়ে তার উপরে সাদা রঙের কাগজ আঠা দিয়ে আটকে নিলাম।

◆দেশলাই বক্সের উপর ট্রির নিচে একটুখানি বাড়তি কাগজ ভাঁজ করে আঠা দিয়ে আটকে বসিয়ে দিলাম।

◆এরপর একটি ছোট সাদা রঙের থার্মোকলের বল নিয়ে নিলাম ।সেটি কেচি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিলাম।বিভিন্ন রঙের জেল পেন দিয়ে একে নিলাম থার্মোকলের গায়ে।

◆তো আমার ক্রিসমাস ট্রি তৈরি করা হয়ে গেল ,এইবার সাজানোর পালা।

◆রঙিন থার্মোকলের টুকরোগুলি আঠা দিয়ে ফাঁকা ফাঁকা করে আটকে বসিয়ে দেব ট্রির উপর।

◆আমার তৈরি মাটির স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্যটি বসিয়ে দিলাম ক্রিসমাস ট্রির পিছনে।

◆তো আমার তৈরি করা হয়ে গেল "দেশলাই কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি "।🎄🌲
অনেক ভালো লাগলো দেশলাই কাঠি দিয়ে আপনি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। আসলেই আপু আপনার কাজগুলো আমার খুবই ভালো লাগে। আজকে তো অনেক সুন্দর ছিল। আপনি অনেক দক্ষতা নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে আপনি ভাল কাজ করেছেন এর ফল আপনি ঠিকই পাবেন। আপনার জন্য দোয়া রইল আপু। ভালো কিছু হবে।
আশীর্বাদ করবেন ভাইয়া।আপনাদের উৎসাহমূলক মন্তব্য ও ভালোবাসার জন্যই এইসব আমি করতে পারছি।অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
মেস কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি দারুন তৈরি করেছেন। আইডিয়াটা মন্দ নয়। বেশ অনেকগুলো ম্যাচ কাঠি লেগেছে।সুন্দর হয়েছে প্রজেক্ট টি ধন্যবাদ বোন ।
হ্যাঁ দাদা,তিন প্যাকেট ম্যাচ কাঠি লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
ওয়াও আপু আপনার ড্রাই প্রজেক্টেটি আসলে খুব সুন্দর হয়েছে। দেশলাই কাঠি দিয়ে যে গাছটি তৈরি করেছেন তা দেখতে ভীষণ ভালো লাগছে। আপনি উপস্থাপনাও খুব সুন্দর ভাবে দিয়েছেন।
ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে একটি শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
গাছটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার জন্য ও শুভকামনা রইলো।
ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। সত্যিই আপনার তৈরিকৃত গাছ প্রশংসার দাবিদার ।ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি দেশলাই কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর প্রশংসাভরা মন্তব্যের জন্য।
খুব ভালো লাগলো দিদি 💚
জিনিসটা অস্থির হয়েছে 👌
বেশ ভালো উপস্থাপনা ছিল ❤️
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম আপনার সুন্দর মন্তব্যে।💝💐
খুব সুন্দর হয়েছে আপু আপনার দিয়াশলাইয়ের ক্রিসমাস ট্রি টি। খুব ইউনিক একটা জিনিস তৈরি করেছেন আপু। সত্যি আপু মন মুগ্ধকর একটা ট্রি তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
এর আগেও একবার দিয়াশলাই কাঠির ব্যবহার দেখেছি, তবে আজকেরটি আরো বেশী ভালো লেগেছে। সত্যি আপনি বেশ ধৈর্যশক্তি নিয়ে পুরো বিষয়টি সম্পন্ন করেছেন। সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।
ভাইয়া ,এর আগেও দুইবার দেশলাই কাঠির ব্যবহার করেছিলাম।সেগুলো হলো-দেশলাই কাঠি দিয়ে তৈরি সুন্দর পোশাকে ছাতা মাথায় সুন্দরী মেয়ে ,চায়ের কাপ ও পেয়ালা তৈরি।আপনার কাছে আমার কাজটি ভালো লেগেছে জেনে আমার ও খুবই ভালো লাগছে।অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
অনেক সুন্দর হয়েছে আপু আপনার দিয়াশলাই দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি টি। ছবিগুলো দেখেই মনে হচ্ছে অনেক দক্ষতার সঙ্গে গাছটি তৈরি করেছেন আপনি।এমন ইউনিক একটি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বাহ্ বেশ বুদ্ধি করে জিনিসটা বানিয়েছেন।
আপনার বুদ্ধি আর ধৈর্যের প্রশংসা করতে হয়। ক্রিসমাস ট্রি আর শান্তা ক্লজ দারুন হয়েছে দিদি 👌
আপনার কাছে আমার কাজটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।