দাদা আপনার পোষ্ট মানে ভ্রমন যা সত্যি আমাকে অনুপ্রাণিত করে ৷ বিগত দিনেও দারুন কিছু ভ্রমন পোষ্ট দেখেছি ৷ গৌরাঙ্গ কুটির দেখতে অবেকটা রামায়নের জঙ্গলে মুনি ঋষিগণ বা গুরুদেব যারা এমন কুটিরে থাকে ৷
যা হোক পরিবেশে টা বেশ চমৎকার আর নীরব ৷ আরও ভালো লাগলো মাত্র একদিন থাকতে মাত্র ১০০ টাকা ৷
যা হোক ভারতবর্ষ মানে সয়ং স্বর্গ যা আমার মনে হয় ৷ যা হোক একদিন আপনাক ডিএম করবো কিছু কথা বলার জন্য ৲৷ ধন্যবাদ দাদা গৌরাঙ্গ কুটিরে থাকার অনুভুতি শেয়ার করার জন্য ৷
এটা ফিল করতে গেলে এখানে ঘুরতে আসতে হবে ভাই আপনাকে। যাইহোক, আপনার ওভারল মন্তব্যটির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।