You are viewing a single comment's thread from:

RE: Bandarban Diary- থানচি টু আলীকদম।

in আমার বাংলা ব্লগlast year

ওয়াও চমৎকার পাহাড়ি এলাকার ফটোগ্রাফি ৷ আসলে ভাই নদীতে নৌকা যখন স্রোতের বিপরীতে যাবে তখন বেস বেগ পেতে হয় ৷আর যখন অনুকূলে তখন ইজি ৷ যা হোক আলিকদমে যাওয়ার পথে বাদাম বিক্রেতা কে হেল্প করে ভালোই করেছেন ৷ আর যার জন্য হয়তো বা এই পাহাড়ি এলাকার বিষয়ে জীবন যাপন খাদ্য-ভ্যাস সবকিছু বিষয়ে জানতে পেরেছেন ৷ যা হোক এবার কক্সবাজারে বিষয়ে জানবো ৷ সেই অপেক্ষায় রইলাম ৷