আখ একটা সময়ে বাংলাদেশের অন্যতম রপ্তানী শিল্প ছিল ৷ কিন্তু অনেকটা কালের ক্রমে পরিবর্তন ৷ আগের মতো তেমন আর হয় না ৷ আখের রস দিয়ে চিনি ,গুড় এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ৷ যা হোক বন্ধু লিখন সহ ঘুড়তে কুমারখালি বাজারে আখের রস খাওয়ার অনুভুতি টা সত্যি দারুন ছিল ৷
আর শুনে ভাল লাগলো সামনে আপনার সেমিস্টার শুভকামনা রইল ভাই ৷