লাইফ স্টাইল: ভুট্টা ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে কিছু ফটোগ্রাফি।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে কয়েকটি ফটোগ্রাফী শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কালকে আমি ভুট্টা ক্ষেতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলাম। ভুট্টা ক্ষেত সেচ দেওয়ার পাশাপাশি আমি কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। প্রাকৃতিক দৃশ্য, ফসলের মাঠ, ফুল ফল, নদী নালা, খাল বিলের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। এসবের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার হয়ে থাকে।
উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্যালো মেশিন এর ফটোগ্রাফি। কালকে সকাল বেলা আমি এবং আমার বাবা সহ ক্ষেতে সেচ দেওয়ার জন্য গিয়েছিলাম। আমার বাবা স্যালো মেশিন চালু করতে পারেন না তাই আমাকেও সাথে করে আসা লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে এসেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে অবশ্য অনেক খারাপ লাগে তবে ওঠার পর সকালবেলার আবহাওয়া উপভোগ করতে অনেক ভালো লাগে। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমরা সেচ দিয়েছিলাম জমিতে।
আমাদের এদিকে দিন দিন ফসলের জমি অনেক কমে যাচ্ছে আমগাছ লাগানোর ফলে। আম থেকেই মানুষ ভালো টাকা আয় করতে পারে। আসলে কৃষিকাজে অনেক পরিশ্রম করতে হয়। আশানুরূপভাবে সেই পরিশ্রমের এই পারিশ্রমিক পাওয়া যায় না চাষাবাদ থেকে। তাই কৃষকরা এখন বিকল্প খুঁজতেছে। গতবার কৃষকরা আলু থেকে অনেক টাকা পেলেও এবার আলু ক্ষেতে যে টাকা খরচ করেছেন সেই টাকায় উঠতেছে না। ভাগ্যিস আমরা এবার সব জমিতে আলু চাষ করিনি। এক বিঘাতে আলু এবং আরেক বিঘাতে ভুট্টা চাষ করেছি আমরা।
আশানুরূপ আলুতে টাকা না পেলেও আশা করি ভোটটাতে ভালো টাকা পাওয়া যাবে। ভুট্টার দাম সব সময়ই ভালো থাকে। আমাদের দেশে ভুট্টার যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ চাষাবাদ করা হয় না। আমরা বাঙালিরা অতি লোভ করে থাকি। একবার যে জিনিসের দাম বেশি চায় অথবা সেই জিনিস সবাই চাষাবাদ করে থাকি অতিরিক্ত টাকা পাওয়ার আশায়। দিন শেষে দেখা যায় অতিরিক্ত চাষাবাদের জন্য ফসলের দাম কমে যায়। স্বাভাবিকভাবে বাজারে যে জিনিস অতিরিক্ত পাওয়া যাবে সেই জিনিসের দাম তো কমবেই। আমার মতে কৃষকদের উচিত বর্তমানের সাথে তাল মিলিয়ে ফসল চাষাবাদ করা তাহলেই কৃষকরা লাভবান হবেন।
আমাদের অঞ্চলে এবার প্রচুর পরিমাণে আলু চাষাবাদ করলেও অনেক কৃষক ভোটটাও চাষাবাদ করেছেন। যতদূর চোখ যায় ততদূর ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে আমাদের এইদিকে। আর কয়েক দিন গেলে সবুজে ঘরে যাবে আমাদের এই ফসলের মাঠগুলো। বর্তমানে ভুট্টা গাছগুলো অনেক ছোট হওয়ায় তেমন সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে না তবে ভুট্টার গাছগুলো আরেকটু বড় হলে অনেক সুন্দর দেখা যাবে প্রকৃতিটা।
ভুট্টা ক্ষেতের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাক্স গুলো:
https://x.com/Golamrabba34801/status/1890640515739037862?t=nSNvzhosQbycTP4aorN6uA&s=19
কৃষি ফসলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। আসলে গ্রাম বাংলার কৃষি ক্ষেত্রের সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। ভুট্টা ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই এতো দারুন প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করার জন্য।