পরিচয় পর্ব @gentleman74steemCreated with Sketch.

প্রিয় বাংলা ভাষাভাষী বন্ধুরা। আপনাদের কে নিজের সম্পর্কে কিছু বলতে এবং আমার বাংলা ব্লগের একজন গর্বিত member হওয়ার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা।

IMG_20210521_043555.jpg

আমি চৌধূরী আরাফাত হোসেন. আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি শেষ করেছি।

আমার পরিবার গোপালগঞ্জে বসবাস করে। পরিবারে মা,ভাই-ভাবী আছেন। আমি ৯ম শ্রেণিতে থাকতে বাবাকে হারাই I তারপর থেকে মায়ের একান্ত চেষ্টা এ পর্যন্ত আসা। সবই মায়ের পরিশ্রম আর সৃষ্টিকর্তার ইচ্ছা। আমার চোখে আমার মা একজন নারীত্ববাদের আদর্শ।

IMG_20210521_032041.jpg

আমার জীবনের বেশীরভাগ সময় কেটেছে পরিবার থেকে দুরেদুরে। বাসার আরামদায়ক পরিবেশ ত্যাগ করতে হয়েছে ৭ম শ্রেণীতে। আমি বরিশাল ক্যাডেট কলেজে ভর্তি হই। এখানেই আমি খেলোয়াড় হই এবং বিশ্ববিদ্যালয়ের সময়টাতে খেলাধূলা চালিয়ে যাই। আপনাদের সাথে কিছু মুহূর্ত ভাগাভাগি করলাম........

FB_IMG_1621545505981.jpg

FB_IMG_1621545477543.jpg

FB_IMG_1621545576122.jpg
ভলি করেছিলাম এবং "moment of the match" পুরস্কার পাই।

FB_IMG_1621545581539.jpg

FB_IMG_1621545483309.jpg
হলের বাস্কেটবল দল (আমি মাঝে)

IMG_20210521_035330.jpg
BUET হকি দল

আমি বলতে ভুলেই যাচ্ছিলাম,আমি একজন long runner. Long run আমাদের শেখায় নিশ্বাস ধরে রাখা এবং ধৈর্য ধারণ করার গুরুত্ব।

FB_IMG_1599256918324.jpg

খেলাধূলার বাইরে আমি গনিত ও পদার্থবিজ্ঞান অণুরাগি।ধাঁধা তৈরি করতে কিংবা সমধান করতে ভাল লাগে। বই পরতে ভালবাসি এবং টুকটাক লেখার ও চেষ্টা করি। কলেজ থেকে কিছুটা painting এবং art শিখেছি. খুব ভাল আকি না কিন্তু একটা theme দাড় করাতে পারি।

বাসার পূরণ দেয়ালে ভৌতিক একটা theme দেয়ার প্রয়াস আপনাদের সাথে শেয়ার করছি.

IMG_20210521_033457.jpg

অধিকন্তু আমি ঘুরতে এবং বাইক চালাতে পছন্দ করি।

FB_IMG_1621545449379.jpg

ট্যুরে গেলে আমি ছবি তুলি এবং আপনাদের সাথে শেয়ার করতে ভাল লাগবে

IMG_20210513_182154.jpg

IMG_20210510_035519.jpg
আমি সমুদ্র থেকে পাহাড় বেশি পছন্দ করি। পাহাড় সবসময়ই রহস্যময়।

FB_IMG_1621545468491.jpg

মাঝে মাঝে মডেলিং করার ও ইচ্ছা করেছি।

FB_IMG_1607017157364.jpg

নিজের সম্পর্কে অনেক কিছু বললাম আশা করি আপনার ভাল লেগেছে। ভবিষ্যতে আরো কথা হবে I ভালো থাকবেন সবাই

নিজেকে ভালবাসুন,মানুষকে ভালবাসুন
মাস্ক পরুণ, নিরাপদ থাকুন

Sort:  
 4 years ago 

দৃষ্টিনন্দন উপস্থাপনা এবং অনেক সুন্দর করে নিজের সম্পর্কে বলেছেন ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকর চেষ্টা করুন। শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ অনুপ্রেরণার জন্য। উতসাহই একটা community এর প্রাণ।

এই গল্পটি পড়ে দেখতে পারেন।
কিচ্ছুটি বুঝিনি @gentleman74

@siam @sagor1233 আমরা ইতিমধ্যেই কানেক্টেড। তবুও পরিচিত হই।