You are viewing a single comment's thread from:

RE: অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

in আমার বাংলা ব্লগ3 years ago

বাংলায় ভালো দখল না থাকলে কাব্যচর্চা হয়না কিন্তু এর ব্যতিক্রমও আছে। তবে সেগুলো প্রতিভা। স্বাভাবিকভাবে কাব্যচর্চার জন্য বাংলা ভাষা এবং শব্দের উপর যথেষ্ট পারদর্শিতা থাকা প্রয়োজন। আপনার কবিতা গুলোর শব্দ প্রয়োগ দেখেই আমার এ ধারণা বদ্ধমূল হয়েছে।

চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান

এই কবিতাখানি যেনো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। দারুন লিখেছেন দাদা।
অবিরাম চলতে থাকুক আপনার লেখনী, এই প্রত্যাশা।

Sort:  

Thank You for sharing...