You are viewing a single comment's thread from:

RE: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

সিয়াম ভাই আপনার পোষ্ট থেকে বেশ কিছু নতুন তথ্য জানতে পারলাম। আই এস এস যে একটি ফুটবল মাঠের সমান বড় এই তথ্যটা জানা ছিল না। সেইসঙ্গে আগে জানতাম 24 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে ২ বার এখন জানলাম 16 বার প্রদক্ষিণ করে। কিছুদিন যাবত শুনতে পাচ্ছি রাশিয়া এই আইএসএস প্রজেক্ট থেকে বেরিয়ে আসবে। তারা আর কোনো সহযোগিতা করবে না। পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো যদি সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে মহাকাশ গবেষণায় ব্যয় করত তাহলে এতদিন হয়তো মানুষের মঙ্গল বিজয় সম্পন্ন হয়ে যেত। যাই হোক আমার ধারনা এই ধরনের পোস্টে উৎসাহ দেয়ার মত খুব বেশি লোক পাবেন না। বেশিরভাগ সদস্যদের দৌড় বড়জোর রেসিপি আর diy পর্যন্ত সীমাবদ্ধ। আশা করি হতাশ হবেন না। আস্তে আস্তে পরিবর্তন আসবে

Sort:  
 3 years ago 

চেস্টা করবো নতুন কিছু উপস্থাপন করার জন্য।