You are viewing a single comment's thread from:

RE: বিগ ব্যাং ও বিগ ব্যাং এর পূর্বে কি ছিলো?? 💫 [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

সিয়াম ভাই মহাবিশ্বের জন্ম তত্ত সম্পর্কে অনেক সহজ ভাষায় সুন্দর করে বুঝিয়েছেন আপনি। আপনার এই পোস্টটি থেকে যে কেউ মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু আমার ভিশন খারাপ লাগে এই ধরনের পোষ্ট গুলোতে কোন কমেন্ট না দেখলে। ইদানিং কমিউনিটিতে একটি ট্রেনড দাঁড়িয়ে গেছে জেনারেল রাইটিং গুলো না পড়ার। একটি ডাই পোস্ট বা ফটোগ্রাফি পোস্টে যে পরিমান কমেন্টস পরে সেই তুলনায় ভালো জেনারেল রাইটিং পোস্টগুলোর পাঠক নেই বললেই চলে। যাই হোক আমরা আছি আপনার সাথে। পরবর্তী ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার পোস্টের অপেক্ষায় রইলাম।

Sort:  
 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও একটি বিষয় অনেকদিন থেকেই লক্ষ্য করছি যে, জেনারেল রাইটিং পোস্ট যদি কমেন্ট করতে হয় তাহলে পুরোটা পোস্ট পড়েই কমেন্ট করতে হয়। এই পোষ্ট পড়ার প্রবণতা অনেক কমে যাচ্ছে এবং এমন এমন পোস্টে কমেন্ট করা হচ্ছে যেগুলোতে না পড়ে কমেন্ট করা যায়। আসলেই এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং যারা এমন করছে তাদের বিরুদ্ধে আমরা খুব শীঘ্রই একটি ব্যবস্থা গ্রহণ করব।। তাছাড়া এই ধরনের পোস্ট লেখার জন্য অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধরনের জ্ঞান অর্জন করতে হয়। আসলেই আমরা এগুলো বুঝতে পারিনা।

 3 years ago 

আপনার সঙ্গে সম্পূর্ণ একমত