আর্ট: সুন্দর একটি মেহেদির ডিজাইন।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,১ মার্চ ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই আজকে আপনাদের মাঝে পেন্সিল দিয়ে একটি ডিজাইনের আর্ট করেছি। কাল থেকেই পবিত্র মাহে রমজান আর এই উপলক্ষে অনেকে হাতে মেহেদি দিয়ে থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে ফুলকে কেন্দ্র করে সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করছি। হাতে মেহেদি দিতে এবং অন্যদেরকে মেহেদি দিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আপনাদের মাঝে নতুন নতুন ডিজাইন নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আশা করছি আমার আজকে শেয়ার করা এই মেহেদী ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটি এঁকেছি সেটা আপনাদের মাঝে এখন প্রতিটি ধাপের মাধ্যমে তুলে ধরছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | সাদা কাগজ |
২ | পেন্সিল |
ধাপ-১
প্রথমে আমি সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে ছোট একটি গোল এঁকে নিলাম। তারপর অনেকগুলো চিকন চিকন পাপড়ি ছোট একটি ফুল এঁকে নিলাম।
ধাপ-২
এরপর ছোট্ট ফুলটিকে কেন্দ্র করে কিছু দাগ দিয়ে নিলাম চারপাশে। তারপর দাগের সাথে একটু ঢেউ ঢেউ আকৃতির অনেকগুলো বড় বড় পাপড়ি এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর ছোট পাপড়ির ওপর দিকে বড় পাপড়ির মধ্যে সুন্দর করে লতানো কিছু ডিজাইন একে নিলাম। তারপর একই রকম পাপড়ির আকৃতির বড় একটি ফুল এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর পটল আকৃতির একটি ডিজাইন করে নিলাম। তার সাথে একপাশে কিছু ছোট বড় লতা এঁকে নিলাম।
ধাপ-৫
এরপর লতা ও পটল আকৃতির ডিজাইনের মাঝখানে আমি প্রথমে যে ফুল এঁকেছিলাম একই রকম করে অর্ধেক একটি ফুল এঁকে নিলাম। ফুলের মধ্যে একই রকম ডিজাইন করলাম।
ধাপ-৬
এরপর ফুলের চারপাশে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম। তার সাথে কিছু পাতা এঁকে নিলাম। এবং ফোঁটা ফোঁটা লতা লতা অনেক কিছুই এঁকে নিলাম।
ধাপ-৭
এরপর একপাশে আমি সিগনেচার করে দিলাম। আপনাদের কাছে আমার আজকের এই আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে আমি শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
সঠিক বলেছেন মাহে রমজান উপলক্ষ্যে অনেকেই হাতে বিভিন্ন ধরনের মেহেদি ডিজাইন পরে থাকে। যারা হাতে মেহেদি ডিজাইন পরে তাদের জন্য আপনার পোস্ট টি বেশ উপকারী হলো বটে। এখন যে কেউ চাইলে আপনার আজকের মেহেদি ডিজাইন টির প্রত্যেকটি ধাপ দেখে দেখে করে ফেলতে পারবে।
সব জায়গায় হাতে মেহেদি লাগায় কিনা জানিনা কিন্তু আমাদের এলাকাতে এটা সবাই খুব আনন্দের সাথে পালন করে। ধন্যবাদ ভাইয়া।
সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করেছেন। রমজান মাস শেষ হলেই ঈদের সময় আসছে সবাই মেহেদী পড়বে হাতে। ধন্যবাদ আপু আপনাকে।
আপু আমাদের এলাকাতে রমজান মাসে শুরু থেকে সবাই বেশ আনন্দের সাথে রোজা পালন করে তার সাথে হাতে মেহেদী আরো অনেক আনন্দ করে।
এই রমজান মাসে বিশেষ করে ঈদের আগের দিন প্রায় প্রত্যেক থেকে হাতে মেহেদি পড়ে থাকেন। যারা মেহেদী পড়াতে পারে তাদের কাছে সবাই এসে ভিড় করে। আমি অনেকবার ঈদের আগে অনেকে মেহেদি পরিয়ে দিয়েছি। আপনার মেহেদী ডিজাইন টি দেখে ভালো লাগলো আপু। সিম্পল একটি সুন্দর মেহেদি ডিজাইন অংকন করেছেন। এভাবে করে হাতে মেহেন্দি পরলে দেখতে বেশ ভালো লাগবে। মেহেদি ডিজাইন করার সম্পূর্ণ প্রসেস শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
সত্যি আপু ঈদের আগের রাতটা ঈদের দিনের থেকে বেশি আনন্দে কাটে আমার মনে হয়। সবাই নতুন জামা পড়বে হাতে মেহেদি লাগাবে সবকিছু নিয়ে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । আপনার মেহেদির ডিজাইন হাতে দিলে বেশ মানাবে নিশ্চই। এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া খাতার ওপর আর্ট করার থেকে হাতের উপর মেহেদী আর্ট করলে দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
ফুলকে কেন্দ্র করে আপনি অনেক সুন্দর মেহেন্দির ডিজাইন অংকন করেছেন। যেটি দেখতে অনেক চমৎকার লাগছে। এমন ধরনের মেহেন্দির ডিজাইন হাতে পড়লে অনেক ভালো লাগবে ধন্যবাদ।
হ্যাঁ আপু ফুলের সাথে কোন ডিজাইন করলে মেহেদি সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু।
পেন্সিলের আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে সব সময়। আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর মেহেদি ডিজাইন করেছেন। তবে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে মেহেদি ডিজাইন খুব চমৎকার লাগলো। রমজান উপলক্ষে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করলেন তাই ধন্যবাদ আপনাকে।
পেন্সিল দিয়ে আর্ট করলে ভুল হয়ে গেলেও বা খারাপ হলেও খুব সহজে সেটা মুছে সুন্দর করা যায় ভাইয়া।
সুন্দর একটি মেহেদির ডিজাইন দেখে ভীষণ ভালো লেগেছে। ডিজাইনটি হাতে পড়লে আরো বেশি সুন্দর লাগবে। আমার কাছে ইউনিক ডিজাইন মনে হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে দৃষ্টিনন্দন পোস্ট উপহার দেওয়ার জন্য।
আপনার কাছে ইভিনিং ডিজাইন মনে হচ্ছে যেন খুবই ভালো লাগলো ভাইয়া। আমিও এর আগে এমন ডিজাইন দেখিনি। আস্তে আস্তে এরকম একটি ডিজাইন এঁকে ফেলেছি।