You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগে, বাল্যবিবাহের প্রতিরোধে পদক্ষেপ** ২৫ জুন ২০২৩**
বাল্যবিবাহ নিয়ে আপনার লেখা অভিনয়টা পড়ে খুবই ভালো লাগলো খুবই সুন্দর লিখেছেন আপু। তাছাড়া ভালো বাল্য বিবাহ নিয়ে অনেক তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে বিভিন্ন আইন সম্পর্কে। একদম ঠিক কথা বলেছেন বাল্য বিবাহ মৃত্যুর হার বাড়ায়। আমাদের পাশের এলাকার একটা মেয়ের খুবই অল্প বয়সে বিয়ে হয় এবং সে গর্ভবতী হয়ে যায়। তার জমজ বাচ্চা ছিল কিন্তু জন্মের সময় দুটো বাচ্চাও মারা যায় এবং সেই মেয়েটিও মারা। যায় তার একমাত্র কারণ হলো বাল্য বিবাহ। অল্প বয়সে মেয়েটিকে বিয়ে দেওয়া তিনটা প্রাণ হারায়। আর এই বিষয়টা যখন জানতে পারলাম আমার কাছে খুবই খারাপ লাগলো কারণ তিনটা প্রাণ কিছু মানুষের ভুলের সিদ্ধান্তের কারণে চলে গেল।
অনেক ধন্যবাদ আপু, আমরা চেষ্টা করছি এই ভুল পথ থেকে যেন সকলে বেড়িয়ে আসতে পারে।